Aditya L1 Launch Live : PSLV থেকে সফলভাবে আলাদা হয়ে গেল Aditya-L1, জানালেন ISRO-র চেয়ারম্যান
ISRO Aditya L1 Launch Latest Updates : শুক্রবার, ১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে যান ইসরোর বিজ্ঞানীদের একটি দল
"Aditya-L1-র মত ভিন্ন ধরনের একটা মিশনের জন্য PSLV-কে অভিনন্দন। এখন থেকে L1 পয়েন্ট থেকে মিশন-যাত্রা শুরু হবে। প্রায় ১২৫ দিনের দীর্ঘ যাত্রা এটি। আদিত্য মহাকাশযানকে শুভেচ্ছা।" মন্তব্য ISRO-র চেয়ারম্যানের।
পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা PSLV থেকে সফলভাবে আলাদা হয়ে গেল Aditya-L1 মহাকাশযান। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের এক ঘণ্টা পর পথ ভিন্ন যায় যায় রকেট ও মহাকাশযানের। জানালেন ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ।
Aditya L-1-এর সফল উৎক্ষেপণ-এর জন্য ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতের প্রথম সূর্য অভিযানে Aditya -L1-এর সফল উৎক্ষেপণ। ISRO-র বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 -এ অবস্থান করবে আদিত্য। L1 ল্যাগরেঞ্জ পয়েন্ট হল মহাকাশের এমন একটি জায়গা, যেখানে সূর্য এবং পৃথিবীর মতো দুটি বিশাল ভরযুক্ত জিনিসের মাধ্যাকর্ষীয় টানের মধ্যে ভারসাম্য থাকে এবং সেখানে অবস্থান করতে পারে মহাকাশযানের মতো ছোট কোনও জিনিস। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পয়েন্ট থেকে সূর্যকে বাধাহীনভাবে দেখা যাবে। পরীক্ষা চলবে পাঁচ বছর ধরে।
শনিতে রবির পথে ISRO। শ্রীহরিকোটা থেকে সফলভাবে উড়ল 'আদিত্য'
শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ISRO-র Aditya L-1-এর সফল উৎক্ষেপণ।
ইসরোর সূর্য মিশন আদিত্য L-1-এর উৎক্ষেপণ দেখতে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে জমায়েত বহু মানুষের।
আর কিছুক্ষণ। শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে আদিত্য।
সূর্যকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। Aditya L-1কে Lagrangian Point-এ নিয়ে যাবে ISRO-র PSLV রকেট।
এই মিশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, Lagrangian Point 1-এ রাখা হবে Aditya L-1-কে। এই Lagrangian Point 1 পয়েন্টে পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি কার্যত থাকে না এবং ন্যূনতম জ্বালানি দিয়ে সেখানে মহাকাশযান রাখা যেতে পারে। এই মিশনের তথ্য বায়ুমণ্ডলের বিভিন্ন ঘটনা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ব্যাখ্যা করতে সাহায্য করবে...", মন্তব্য ISRO-র প্রাক্তন চেয়ারম্যান জি মাধবনের।
"ISRO এবং ভারতের পক্ষে এটা একটা বড় পদক্ষেপ। নতুন মহাকাশ নীতি অনুযায়ী, এটা পরিষ্কার যে মহাকাশ অর্থনীতিতে বড় ভূমিকা পালন করবে ISRO।" Aditya L1 প্রসঙ্গে বলছেন সংস্থার প্রাক্তন বিঞ্জানী মণীশ পুরোহিত।
"এটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আদিত্য এল ১-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র সূর্যের ছটা পরীক্ষা করবে। মূলত যা পূর্ণ সূর্যগ্রহণের সময় পরীক্ষা করা যেতে পারে।" মন্তব্য জোতির্বিদ তথা অধ্যাপক আরসি কপূরের।
"L1 পয়েন্টে যাওয়া এবং নির্দিষ্ট তথ্যসন্ধানে ৫ বছর কক্ষপথে ঘুরে টিকে থাকা বাস্তবিক অর্থে চ্যালেঞ্জিং। " মন্তব্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এবং ইসরোর প্রাক্তন বিজ্ঞানী মালস্বামী আন্নাদুরাইয়ের।
Aditya-L1 এর উৎক্ষেপণ দেখতে চেন্নাই থেকে শ্রীহরিকোটায় হাজির মহিলা। বামা নামে ওই মহিলা বলেন, "ভারতীয় হিসাবে আমরা গর্বিত। এখানে উৎক্ষেপণ দেখতে আসতে পেরে আমরা খুশি। এই প্রথম এখানে এলাম। আমাদের যে কী আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারব না।"
আজ শ্রীহরিকোটা থেকে যাতে ISRO সফলভাবে Aditya L1 উৎক্ষেপণ করা যায়, সেই কামনায় উত্তরপ্রদেশের বারাণসীতে চলছে যজ্ঞ
চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পর, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO তাদের পরবর্তী মিশন Aditya-L1-এর জন্য শেষ মুহূর্তের মহড়ায়। সূর্যকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভারতের এটাই প্রথম মহাকাশভিত্তিক পর্যবেক্ষণ হতে চলেছে। PSLV-C57 রকেটের মাধ্যমে এর উৎক্ষেপণ হবে।
ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে Aditya L-1 Mission- প্রথম সৌর অভিযান। Halo Orbit-এ পৃথিবী-সূর্যের মধ্যে Lagrange point 1-এ থাকবে Aditya L-1 মহাকাশযান। এই অবস্থানের একটি বিশেষত্ব রয়েছে। এই অবস্থানে মহাকাশযান থাকলে, কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবেন Aditya L-1. গ্রহণের সময়েও সমস্যা হবে না। অর্থাৎ সূর্যকে নিরীক্ষণ করতে কোনও বাধাই থাকবে না। ফলে সূর্যে কী হয়ে চলেছে তার রিয়েল-টাইম অ্যাক্টিভিটি দেখা যাবে।
প্রথমেই তো সূর্যের পাড়ায় ঢোকা সম্ভব নয়। তাই বাইরে থেকে সূর্যের বায়ুমণ্ডলের বাইরের আবরণটির খোঁজ রাখবে সৌরযান Aditya-L1। এই অভিযান থেকে সূর্যের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসবে বলে আশাবাদী ভারতীয় বিজ্ঞানীরা।
আজ বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হচ্ছে দেশের প্রথম সৌর অভিযান Aditya-L1। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে হবে এর উৎক্ষেপণ। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রেক্ষাপট
শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ) : আদিত্য এল ওয়ান (Aditya L1) ভারতের প্রথম সৌর অভিযান (Solar Mission)। ইসরো জানিয়েছে, ২ সেপ্টেম্বর, সকাল ১১ট ৫০ মিনিটে শ্রী হরিকোটার কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে আদিত্যকে। তার আগে শুক্রবার, ১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে যান ইসরোর বিজ্ঞানীদের একটি দল। তাদের সঙ্গে ছিল Aditya L1 -এর একটি মিনিয়েচার মডেল। চন্দ্রযান ৩ (Chandrayaan 3) উৎক্ষেপণের আগে মন্দিরে পুজো দিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। আদিত্য এল ওয়ান (Aditya L1) উৎক্ষেপণের আগে সেই প্রথারই ছবি।
কদিন আগেই চন্দ্রযান ৩ অভিযান সফল হয়েছে। ইতিমধ্য়েই একাধিক তথ্যও এসেছে ইসরোর কাছে। বিশ্বের মধ্যে প্রথম চাঁদের দক্ষিণ মেরুর ওই অঞ্চলে সফট ল্যান্ডিংয়ে সফল হয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। সেই অভিযানের ক্ষেত্রেও উৎক্ষেপণের আগের দিন অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পুজো দিয়েছিলেন ইসরোর কর্তারা। চন্দ্রযানের একটি ছোট সংস্করণ নিয়ে পুজো দিয়েছিলেন তাঁরা। চন্দ্রযান ৩ যাতে সব বিপদ কাটিয়ে চাঁদের মাটি ছুঁতে পারে সেই লক্ষ্যেই এই প্রার্থনা বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন ইসরোর এক কর্তা। এবারও Aditya L1 উৎক্ষেপণের আগে মন্দিরে পুজো বিজ্ঞানীদের। এদিনই সাফল্য কামনায় পুজো দিয়েছেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথও। অন্ধ্রপ্রদেশের তিরুপতির চেঙ্গালাম্মা মন্দিরে পুজো দেন তিনি।
শনিবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রওনা দেবে ভারতের সৌরযান Aditya-L1। তাই শুক্রবারই কাউন্টডাউন শুরু করল ইসরো । সান অবজারভেটরি মিশনটি শুরু হতে আর বাকি ২৩ ঘন্টা ৪০ মিনিট, শুক্রবার দুপুর ১২.১০ এ জানায় ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র। প্রথমেই তো সূর্যের পাড়ায় ঢোকা সম্ভব নয়। তাই বাইরে থেকে সূর্যের বায়ুমণ্ডলের বাইরের আবরণটির খোঁদ রাখবে সৌরযান Aditya-L1। এই অভিযান থেকে সূর্যের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসবে বলে আশাবাদী ভারতীয় বিজ্ঞানীরা।
ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে Aditya L-1 Mission- প্রথম সৌর অভিযান। Halo Orbit-এ পৃথিবী-সূর্যের মধ্যে Lagrange point 1-এ থাকবে Aditya L-1 মহাকাশযান। এই অবস্থানের একটি বিশেষত্ব রয়েছে। এই অবস্থানে মহাকাশযান থাকলে, কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবেন Aditya L-1. গ্রহণের সময়েও সমস্যা হবে না। অর্থাৎ সূর্যকে নিরীক্ষণ করতে কোনও বাধাই থাকবে না। ফলে সূর্যে কী হয়ে চলেছে তার রিয়েল-টাইম অ্যাক্টিভিটি দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -