Afghanistan-Pakistan Conflict: ভয়ঙ্কর সীমান্ত-সংঘর্ষ পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে, বহু প্রাণহানি !
Pakistan News: পাকিস্তান দাবি করেছে যে, ২০০-র বেশি আফগান জওয়ান প্রাণ হারিয়েছেন। আর তাদের ২৩ জন নিহত হয়েছেন।

ভয়ঙ্কর সীমান্ত-সংঘর্ষে জড়িয়ে পড়ল পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার দিনের শুরুর এই ঘটনায় বেশকিছু মানুষ নিহত ও জখম হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান সেনার একটি সীমান্ত আউটপোস্ট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আফগান তালিবান। এর পাশাপাশি তালিবান পোস্টকে টার্গেট করে পাকিস্তান সামরিক বাহিনীর ব্যবহার করা একটি ট্যাঙ্কও বাজেয়াপ্ত করেছে তারা। পাকিস্তানের চমন জেলা এবং দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের স্পিন বোলডাক জেলায় ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষই একে অপরকে অভিযুক্ত করেছে। একদিকে আফগানিস্তান দাবি করেছে, তাদের বাহিনী রাতে সীমান্ত অপারেশনে পাকিস্তান সেনার ৫৮ জন জওয়ানকে মেরে ফেলেছে। অন্যদিকে, পাকিস্তান দাবি করেছে যে, ২০০-র বেশি আফগান জওয়ান প্রাণ হারিয়েছেন। আর তাদের ২৩ জন নিহত হয়েছেন।
আফগানিস্তানের কান্দাহার প্রদেশ এবং পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা স্পিন বোলডাকে পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালিবান। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ লিখেছেন যে, পাকিস্তানি বাহিনী ভোরে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে সীমান্তবর্তী জেলায় আক্রমণ শুরু করে। তিনি বলেন, আফগান বাহিনীর পাল্টা প্রত্যাঘাতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তিনি লেখেন, "দুর্ভাগ্যবশত, আজ সকালে, পাকিস্তানি বাহিনী আবারও কান্দাহারের স্পিন বোলডাক জেলায় আফগানিস্তানের উপর হালকা ও ভারী অস্ত্র দিয়ে হামলা শুরু করে, যার ফলে ১২ জনেরও বেশি সাধারণ নাগরিক শহিদ হয়েছেন এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। আফগান বাহিনী পাল্টা জবাব দিতে বাধ্য হয়।"
তাঁর সংযোজন, "পাল্টা অভিযানে, একাধিক পাকিস্তানি হানাদার জওয়ান নিহত হয়েছেন, তাঁদের পোস্ট এবং সেন্টারগুলি দখল করা হয়েছে, অস্ত্র এবং ট্যাঙ্ক আফগান বাহিনীর হাতে পড়ে এবং তাদের বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তুঙ্গে মনোবল নিয়ে মুজাহিদিনরা তাদের মাতৃভূমি, অভয়ারণ্য এবং জনগণকে রক্ষা করতে প্রস্তুত।"
এই পরিস্থিতিতে মধ্যস্থতা করার জন্য কাতার ও সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করল ইসলামাবাদ।
প্রসঙ্গত, গত সপ্তাহে কাবুলে তেহরিক-ই-তালিবান পাকিস্তান ক্যাম্পকে টার্গেট করে হামলা চালায় ইসলামাবাদ। ২০২১ সালে তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর যা সবথেকে জোরদার। তালিবান বিদেশমন্ত্রী যখন ভারত সফর করছেন, সেই আবহে ঘটে এই ঘটনা। তারপরই আফিগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর সীমান্ত সংঘর্ষ।






















