Agnipath Scheme Protest Live: অগ্নিপথ বিতর্কে ছাত্রদের বিক্ষোভে উস্কানি দেওয়া কোচিং সেন্টারের মালিকের খোঁজে পুলিশ
Agnipath Scheme Violence Latest Updates: অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র একাধিক রাজ্য। একাধিক জায়গায় ট্রেনে আগুন। অশান্তির আগুনে জ্বলছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার।
কৈলাস বিজয়বর্গীয়র পর জি কিষেণ রেড্ডি। অগ্নিপথ নিয়ে একের পর এক বিজেপি নেতার মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। যা নিয়ে পাল্টা সরব বিজেপি-বিরোধীরা। এই আবহে অগ্নিপথ প্রকল্পের নাম না করেই, সংস্কারের সুফলের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী।
অগ্নিপথ বিক্ষোভের মধ্যে আগামীকাল প্রতিরক্ষা পরিষেবা প্রধানদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদি।
সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম) অগ্নিপথ বিরোধী বিক্ষোভে যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং ২৪ জুন দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে। হরিয়ানার কর্নালে এসকেএম নেতাদের সঙ্গে বৈঠকের পর ইউনিয়ন নেতা রাকেশ টিকাইত বলেছেন যে ইউনিয়ন মঞ্চস্থ করবে। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করবে।
অগ্নিপথ সেনার কাজে যুবাদের জন্য ভাল সুযোগ আনতে পারে। তাই বিভ্রান্ত হবেন না, জানালেন জেনারেল মনোজ পাণ্ডে
অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে হিংসা-বিক্ষোভের জন্য উত্তরপ্রদেশে কমপক্ষে ৫২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকটি থানায় মোট ৪৬টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতি নষ্ট করার অভিযোগে মামলা করা হয়েছে।
বিহার পুলিশ কোচিং সেন্টারের মালিকের খোঁজে যারা ছাত্রদের বিক্ষোভে উস্কানি দিয়েছিল।
অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে যে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছিল তা ঝাড়খণ্ডের রাঁচিতে অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে। ১০ জুন শুক্রবার অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর ১৪৪ ধারা জারি করা হয়।
অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের মধ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে দেখা করবেন।
বিহারে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য অন্তত ৮৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এডিজি বিহার বলেছেন, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পিছনে থাকা লোকদের ধরতে পুলিশ সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিও পর্যবেক্ষণ করছে।
ভারতীয় নৌবাহিনীর তরফে বলা হয়েছে যে নতুন চালু হওয়া অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নাবিক হিসাবে মহিলাদের নিয়োগ করা হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের যুদ্ধজাহাজে নিয়োগও করা হতে পারে।
জুলাই থেকে অগ্নিবীর নিয়োগের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে
অগ্নিবীর প্রকল্প নিয়ে সুর চড়ালেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরম। তিনি বলেন, "আপনি যদি গাড়িচালক, ধোপা বা নাপিত হিসাবে প্রশিক্ষণ নিতে চান তবে একজন অগ্নিবীর হয়ে উঠুন। আপনি যদি চৌকিদার হিসাবে প্রশিক্ষণ নিতে চান তবে একজন অগ্নিবীর হন। আপনি যদি পকোড়া ভাজতে শিখতে চান তবে একজন অগ্নিবীর হন। আপনি যদি চান সেনা হতে, আবেদন করবেন না।"
‘অগ্নিপথ প্রকল্পে ৪ বছরের যে চাকরি, তা সেনার চাকরি নয়’, বিধানসভায় বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর
অগ্নিপথ সেনার কাজে যুবাদের জন্য ভাল সুযোগ আনতে পারে। তাই বিভ্রান্ত হবেন না, জানালেন জেনারেল মনোজ পাণ্ডে
সেনা নিয়ে কুরুচিকর মন্তব্য, দেশ থেকে তাড়ানো উচিত, নাম না করে কৈলাসকে আক্রমণ অভিষেকের।
দিল্লির সিঙ্ঘু সীমানায় পৌঁছল অগ্নিপথ-বিরোধী আন্দোলন। রাজধানী পৌঁছনোই লক্ষ্য। বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে ধ্বনি বিক্ষোবকারীদের। প্রকল্প তুলে নেওয়ার দাবি।
"গাড়িচালক, জামা-কাপড় কাচা, ক্ষৌরকর্মের প্রশিক্ষণ চাইলে অগ্নিবীর হন। চৌকিদারির প্রশিক্ষণ নিতে চাইলে অগ্নিবীর হন। পকোড়া ভাজা শিখতে চাইলে অগ্নিবীর হন। সৈনিক হতে চাইলে আবেদন না করাই শ্রেয় ", মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের।
দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ে যানজটে অবরুদ্ধ। অগ্নিপথ-বিরোধী আন্দোলনের প্রভাব সেখানেও। পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশের দল উপস্থিত রয়েছে। কিন্তু সকাল সাড়ে ৮টা থেকে অচলাবস্থা চলছে বলে জানা গিয়েছে।
অগ্নিপথ-বিরোধিতায় হরিয়ানার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ। প্রকল্প প্রত্যাহারের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। ফতেহাবাদে লালবাত্তি চকে বিক্ষোভ। বিক্ষোভ রোহতকেও।
অগ্নিপথ-বিরোধিতায় দেশ জুড়ে ভারত বন্ধ। সোমবার দিল্লির কনাট প্লেসের শিবাজি ব্রিজ রেল স্টেশনে ট্রেন আটকালেন যুব কংগ্রেসের সদস্যরা। ‘অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। প্রায় আধঘণ্টা বন্ধ পরিষেবা। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অগ্নিপথ-বিরোধিতায় ভারত বন্ধ। কমপক্ষে ৪৮৩টি ট্রেন বাতিল। সেনায় স্বল্পমেয়াদি নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ-বিওক্ষভে তপ্ত দেশ।
‘অগ্নিপথ’ প্রকল্পে এ বার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় সেনা। জুলাই থেকে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু।
অগ্নিপথ প্রকল্পে ৪ বছরের যে চাকরি, তা সেনার চাকরি নয়। এটা সেনাবাহিনীর তরফ থেকে ঘোষণা করা হয়নি। এটা ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। ৪ বছরের চাকরির নামে ২০২৪-এর আগে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি। বিধানসভায় অগ্নিপথ নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বিজেপি নেতার ছেলে বিসিসিআই-এর মাথায় বসবেন, আর ‘অগ্নিবীর’রা দারোয়ানি করবেন! কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে ত্রিপুরায় প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
সেনায় নিয়োগের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় ভারত বন্ধ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অমৃতসর স্টেশন। প্ল্যাটফর্ম, রেললাইন এবং স্টেশনের প্রবেসপথে মোতায়েন পুলিশ। আরপিএফ, জিআরপি এবং রেল গোয়েন্দাদের সহযোগিতায় চলছে নজরদারি।
অগ্নিপথ-বিরোধিতায়র প্রভাব দিল্লিতে। ভারত বন্ধের জেরে অবরুদ্ধ নয়ডা-দিল্লি লিঙ্ক রোড। চিল্লা সীমানায় মোতায়েন উত্তরপ্রদেশ পুলিশ। দিল্লি পুলিশের সহযোগিতায় পরিস্থিতিতে নজরদারি।
ভারত বন্ধের প্রভাব অন্ধ্রপ্রদেশেও। বিজয়ওয়াড়া স্টেশনে মোতায়েন বিরাট পুলিশবাহিনী। বসানো হয়েছে কাঁটাতারের বেড়া। শহরের একাধিক জায়গায় গড়ে তোলা হয়েছে প্রতিরোধ।
‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় ভারত বন্ধ। তার জেরে সারহউন সীমানায় দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েয় তীব্র যানজট। ঘটনাস্থলে দিল্লি পুলিশ।
ভারত বন্ধের প্রভাব সর্বত্র। তবে শিলিগুড়িতে পরিস্থিতি স্বাভাবিক। চলছে যানবাহন, স্কুলের গাড়ি। সরকারি দফতর খোলা। তবে জায়গায় জায়গায় মোতায়েন নিরাপত্তা কর্মী।
সেনাবাহিনীতে নিযুক্তির ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে দেশব্যাপী আন্দোলন কংগ্রেসের। রাহুল গাঁধীর বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতির’র অভিযোগ বিজেপি-র।
ভারত বন্ধের প্রভাব বিহারে। চৌরাহার ডাক বাংলোয় মোতায়েন নিরাপত্তা বাহিনী। ‘অগ্নিপথ’ বিক্ষোভের আঁচ একাধিক রাজ্য়ে।
অগ্নিপথ-বিরোধিতায় ২৪ ঘণ্টা ভারত বন্ধের ডাক। বিক্ষোভ মোকাবিলায় সতর্ক রাজ্য প্রশাসন। হাওড়া ব্রিজে নজরদারি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। হাওড়া স্টেশন চত্বরেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। যাত্রী স্ট্যান্ড ও আশপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিশ। পাশাপাশি, হাওড়া ডিভিশনের সবকটি স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সোশাল মিডিয়ার মাধ্যমে দেশের বেশ কয়েকটি রাজ্যে আজ ২৪ ঘণ্টার ভারত বন্ধের ডাক দিয়েছে কয়েকটি গণ সংগঠন। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্য প্রশাসন।
দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা মহিন্দ্রা গ্রুপের। ‘অগ্নিবীর’দের নিয়োগের ঘোষণা আনন্দ মহিন্দ্রার।
বিক্ষোভের কারণে সংরক্ষণের কথা জানানো যায়নি। সেনাবাহিনীতে নৈরাজ্যের স্থান নেই। পুলিশের প্রশংসাপত্র না পেলে নিয়োগ নয়। বিক্ষোভাকারীদের কড়া বার্তা তিন বাহিনীর।
অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার নয়। সেনায় সংস্কারের প্রয়োজন ছিল। সেনার সুবিধার সঙ্গে বিশেষ ফারাক নেই অগ্নিবীরদের। সাংবাদিক বৈঠক করে দাবি সেনার ৩ বাহিনীর।
‘‘২৫ বছর বয়সে সে যখন বাইরে বের হবে, তখন তাঁর হাতে ১১ লক্ষ থাকবে, আর অগ্নিবীরের তকমা বুকে লাগিয়ে ঘুরবেন, আমাকে যদি এই অফিসে, বিজেপির অফিসে নিরাপত্তারক্ষী রাখতে হয়, আমি অগ্নিবীরকে প্রধান্য দেব’’, বললেন কৈলাস বিজয়ববর্গীয়।
‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে রবিবারও রাজ্যের কিছু জায়গায় চলল বিক্ষোভ-প্রতিবাদ। প্রভাব পড়েছে রেল পরিষেবায়। রবিবার পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে বাতিল হয়েছে বেশকিছু দূর পাল্লার ট্রেন। সোমবারও ট্রেন বাতিলের পাশাপাশি, ছাড়া সময় বদল হয়েছে অনেক ট্রেনের।
সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’-এর বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি দেশের বিভিন্ন রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক বিভিন্ন রাজ্য প্রশাসন।
‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে আজও রাজ্যের কিছু জায়গায় চলল বিক্ষোভ-প্রতিবাদ। প্রভাব পড়েছে রেল পরিষেবায়। রবিবার পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে বাতিল হয়েছে বেশকিছু দূর পাল্লার ট্রেন। সোমবারও ট্রেন বাতিলের পাশাপাশি, ছাড়া সময় বদল হয়েছে অনেক ট্রেনের।
অগ্নিপথ বিরোধিতার মাঝেই ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপকে নিষিদ্ধ করল কেন্দ্র। অগ্নিপথ প্রকল্প নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
এই প্রকল্প দেশের যুবকদের শেষ করে দেবে বলে, পাল্টা মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা গান্ধী
‘অগ্নিপথ’ বিরোধিতায় বিক্ষোভ-আন্দোলন, চরমে যাত্রী দুর্ভোগ। কালও বাতিল পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন। বেশ কিছু দূরপাল্লার ট্রেনের ছাড়ার সময় পরিবর্তন হয়েছে।
সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের প্রকল্প ‘অগ্নিপথের’ প্রতিবাদে টানা তিন দিন ধরে অগ্নিগর্ভ থেকে বিভিন্ন রাজ্য। বাংলায় সে অর্থে হিংসাত্মক ঘটনা না ঘটলেও, রবিবার বিভিন্ন জায়গায় চলেছে প্রতিবাদ বিক্ষোভ।
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আজ ফের সেনা প্রধানদের পর্যালোচনা বৈঠক। সূত্রের খবর, অগ্নিপথ-বিক্ষোভের প্রেক্ষিতে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে উপস্থিত তিন বাহিনীর প্রধান। এরপর দুপুর ২টোয় তিন বাহিনীর তরফে সাংবাদিক বৈঠক করা হবে বলে জানানো হয়েছে।
অগ্নিপথ-বিক্ষোভের জেরে একাধিক ট্রেনে আগুন, স্টেশনে ভাঙচুর। এর জেরে আজও বিহারে ভোর ৪টে থেকে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। রাত ৮টা পর্যন্ত চলবে না কোনও ট্রেন। অগ্নিপথ-বিক্ষোভে দেশজুড়ে অশান্তি ছড়িয়েছে। কোথাও ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কোথাও স্টেশন, থানায় ভাঙচুর, কোথাও আবার পুলিশের ওপর হামলা। বিক্ষোভের চতুর্থ দিনে বিহারে গতকালও আগুন জ্বলেছে। সবথেকে বেশি প্রভাব পড়েছে রেল পরিষেবায়।
অগ্নিপথ-বিরোধিতায় দেশজুড়ে আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে এই প্রকল্প ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বিধানসভায় প্রস্তাব পাস করল কংগ্রেস-শাসিত রাজস্থান সরকার। এর পাশাপাশি, অশান্তি ঠেকাতে মরু-রাজ্যের বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোটা জেলায় ১৮ জুলাই পর্যন্ত জারি হয়েছে ১৪৪ ধারা। ঢোলপুর জেলাতেও ২৫ জুন পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
অগ্নিপথ-বিক্ষোভে আজও ভোগান্তি। হাওড়ায় এখনও আটকে অনেক যাত্রী।
অগ্নিবীরদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। নিন্দায় সরব তৃণমূল। ট্যুইটে কটাক্ষ করে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, অগ্নিপথ থেকে ছাঁটাই হওয়া সেনাদের বিজেপি পার্টি অফিসের সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ করতে চান কৈলাস বিজয়বর্গীয়! এই লোকটি এই পর্যায়ের নির্লজ্জ, কল্পনা করতে কষ্ট হয়। নিজের পুত্রকে ইতিমধ্যেই বিধায়ক বানিয়ে ফেলা ব্যক্তি এবার দেশের সেনাদের পার্টি অফিসের সিকিউরিটি গার্ড বানাবেন! ট্যুইটে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য।
রাজনীতির রং ভাল কাজকেও নষ্ট করে দেয়। অগ্নিপথ আন্দোলনের আবহে মন্তব্য প্রধানমন্ত্রীর। এই প্রকল্প দেশের যুবকদের শেষ করে দেবে বলে, পাল্টা মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা গান্ধী। অশান্তির দায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উপরে চাপিয়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন রাহুল
‘অবসরের পর তো ১১ লক্ষ টাকা পাবেন অগ্নিবীররা’ ‘অগ্নিবীরের সম্মানও পাবেন’ ‘বিজেপি অফিসে নিরাপত্তারক্ষী রাখতে হলে অগ্নিবীরদের অগ্রাধিকার দেব’ অগ্নিবীরদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র
‘অগ্নিপথ’ আন্দোলনের আবহে মুখ খুললেন প্রধানমন্ত্রী। ‘রাজনীতির রং ভাল কাজকেও নষ্ট করে দেয়। দেশের অগ্রগতিতে অনেক সমস্যা তৈরি হয়। ১০০ টাকা দিলে খবর হয়, কিন্তু ২০০ টাকা সঞ্চয়ের কথা বললে সমালোচনা হয়’। দিল্লিতে সুড়ঙ্গপথের উদ্বোধনে গিয়ে মন্তব্য নরেন্দ্র মোদির
‘তারুণ্যে জোর দিতেই সেনায় অগ্নিপথ প্রকল্প। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই। ২৪ জুন থেকে অগ্নিপথ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেনার সুবিধার সঙ্গে বিশেষ ফারাক নেই অগ্নিপথের প্রাপ্য সুবিধা। অবসর নেওয়া ৭৫ শতাংশ অগ্নিবীরের সংরক্ষণের কথা আগেই বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। বিক্ষোভের কারণে সংরক্ষণের কথা বলা হয়নি।
সেনাবাহিনীতে নৈরাজ্যের কোনও জায়গা নেই। পুলিশের শংসাপত্র না পেলে নিয়োগ হবে না অগ্নিপথ প্রকল্পে। ৩ বাহিনীর সাংবাদিক বৈঠকে অগ্নিপথ-বিক্ষোভকারীদের বার্তা
অগ্নিপথ প্রকল্পে মিলবে ইউনিফর্ম অ্যালাওয়েন্স, ক্যান্টিন ও চিকিত্সার সুবিধাও। ছুটি থাকবে বছরে ৩০ দিন, আলাদা মেডিক্যাল লিভ। অগ্নিবীরদের চাকরির ৪ বছরের মধ্যে মৃত্যু হলে পরিবার বিমা বাবদ পাবে ১ কোটি টাকা। কর্মরত অবস্থায় শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লে এক্সগ্রাসিয়া বাবদ মিলবে ৪৪ লক্ষ টাকা। একইসঙ্গে চাকরির বাকি মেয়াদের সম্পূর্ণ বেতনের সঙ্গে মিলবে সেবা নিধি প্যাকেজ। সব মিলিয়ে অগ্নিবীরদের জন্য থাকছে ৪৮ লক্ষ টাকার বিমা। শর্ত হিসেবে বলা হয়েছে, অগ্নিবীরদের ৪ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে হবে। তার আগে স্বেচ্ছাবসর নেওয়া যাবে না।
দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই ওয়েবসাইচে অগ্নিপথ প্রকল্পের বিস্তারিত তথ্য আপলোড করল বায়ু সেনা। বিস্তারিত তথ্য আপলোড করা হল বায়ুসেনার ওয়েবসাইটে। সেখানে উল্লেখ, সেনার মতোই অগ্নিবীররা বেতনের সঙ্গে পাবেন হার্ডশিপ অ্যালাওয়েন্স।
অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভে কংগ্রেস। মোদি সরকারকে কটাক্ষ করে রাহুল গাঁধী ট্যুইটারে লিখেছেন, বারবার চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী যুব সমাজকে বেকারত্বের অগ্নিপথে হাঁটতে বাধ্য করছেন। ৮ বছরে ১৬ কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল মোদি সরকার। কিন্তু, যুব সমাজ পেয়েছে শুধুমাত্র পকোড়া ভাজার জ্ঞান। দেশের এই অবস্থার জন্য প্রধানমন্ত্রী সম্পূর্ণ দায়ী।
‘এই সংস্কারের ফলে তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন করা যাবে। এখনকার যুব সমাজ প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে। দেশরক্ষার কাজে এগিয়ে রাখা হয় তরুণদের। সেই কারণেই নিয়োগের ক্ষেত্রে সাড়ে ১৭ থেকে ২১ বছরের বয়ঃসীমা রাখা হয়েছে। সেনার মতই যাবতীয় ভাতা দেওয়া হবে অগ্নিবীরদের।' ঘোষণা বৈঠকে।
‘এই সংস্কারের ফলে তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন করা যাবে। এখনকার যুব সমাজ প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে। দেশরক্ষার কাজে এগিয়ে রাখা হয় তরুণদের। সেই কারণেই নিয়োগের ক্ষেত্রে সাড়ে ১৭ থেকে ২১ বছরের বয়ঃসীমা রাখা হয়েছে। সেনার মতই যাবতীয় ভাতা দেওয়া হবে অগ্নিবীরদের।' ঘোষণা বৈঠকে।
‘সেনায় এই সংস্কার প্রয়োজন ছিল। ১৯৮৯ সাল থেকে সংস্কারের কাজ শুরু হয়েছিল। সংস্কারের পদক্ষেপ হিসেবেই সিডিএস নিয়োগ হয়েছিল। সেনাবাহিনীতে তারুণ্য প্রয়োজন।’ সাংবাদিক বৈঠকে বললেন তিন সেনার প্রধান।
অগ্নিপথ আন্দোলনের আবহে মুখ খুললেন প্রধানমন্ত্রী। ‘রাজনীতির রং ভাল কাজকেও নষ্ট করে দেয়’, দিল্লিতে সুড়ঙ্গপথে উদ্বোধনে গিয়ে মন্তব্য নরেন্দ্র মোদির।
অগ্নিপথ বিক্ষোভের দায় রাহুল গাঁধীর উপর চাপাতে তৎপর বিজেপি। ‘দেশে আগুন জ্বলবে, আগেই বলেছিলেন রাহুল গাঁধী। কংগ্রেসের চিন্তন শিবিরে হুঁশিয়ারি দিয়েছিলেন রাহুল। উত্তরপ্রদেশে অগ্নিপথ-বিক্ষোভ থেকে ধৃত অনেকেই কংগ্রেস নেতা। দেশে আগুন লাগানো হচ্ছে।’ রাহুলের বক্তব্যের ভিডিও ট্যুইট করে দাবি অমিত মালব্যর।
অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে আজ যন্তরমন্তরে বিক্ষোভে কংগ্রেস। যুব সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মোদি সরকার, আক্রমণ প্রিয়ঙ্কার।
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আজ ফের সেনা প্রধানদের পর্যালোচনা বৈঠক। দুপুর ২টোয় তিন বাহিনীর তরফে সাংবাদিক বৈঠক করা হবে বলে জানানো হয়েছে।
অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবি ও দেশজুড়ে অশান্তির প্রতিবাদে বীরভূমের বোলপুর শহরে বামেদের শান্তি মিছিল। জেলা নেতৃত্বের সঙ্গে মিছিলে অংশ নেন সিপিএম কর্মী, সমর্থকরা। বামেদের মিছিল গোটা বোলপুর শহর পরিক্রমা করে।
ফের রেলপথে অগ্নিপথ-বিক্ষোভের আঁচ। হাওড়া-বর্ধমান মেন শাখায় হুগলির শ্রীরামপুর স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। সকাল ১১টা নাগাদ শুরু হয় অবরোধ।একাধিক স্টেশনে আটকে পড়েছে ট্রেন।
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আজ ফের সেনা প্রধানদের পর্যালোচনা বৈঠক। সূত্রের খবর, অগ্নিপথ-বিক্ষোভের প্রেক্ষিতে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে উপস্থিত তিন বাহিনীর প্রধান।
অগ্নিপথ বিক্ষোভের আঁচ। আজও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল হয়েছে আসানসোল-গয়া এক্সপ্রেস, আসানসোল-বারাণসী এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর এক্সপ্রেস, কলকাতা-গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস ও মালদা টাউন-পাটনা এক্সপ্রেস। সময়সূচি পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। এগুলি হল, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ও হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস।
একইসঙ্গে চাকরির বাকি মেয়াদের সম্পূর্ণ বেতনের সঙ্গে মিলবে সেবা নিধি প্যাকেজ। সব মিলিয়ে অগ্নিবীরদের জন্য থাকছে ৪৮ লক্ষ টাকার বিমা। শর্ত হিসেবে বলা হয়েছে, অগ্নিবীরদের ৪ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে হবে। তার আগে স্বেচ্ছাবসর নেওয়া যাবে না।
অগ্নিবীরদের চাকরির ৪ বছরের মধ্যে মৃত্যু হলে পরিবার বিমা বাবদ পাবে ১ কোটি টাকা। কর্মরত অবস্থায় শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লে এক্সগ্রাসিয়া বাবদ মিলবে ৪৪ লক্ষ টাকা।
ওয়েবসাইটে উল্লেখ, সেনার মতোই অগ্নিবীররা বেতনের সঙ্গে পাবেন হার্ডশিপ অ্যালাওয়েন্স। মিলবে ইউনিফর্ম অ্যালাওয়েন্স, ক্যান্টিন ও চিকিৎসার সুবিধাও। ছুটি থাকবে বছরে ৩০ দিন, আলাদা মেডিক্যাল লিভ।
দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই ‘অগ্নিপথ’ বাস্তবায়নে একধাপ এগোল কেন্দ্র। অগ্নিপথ প্রকল্পের বিস্তারিত তথ্য আপলোড করা হল বায়ুসেনার ওয়েবসাইটে।
কোটা জেলায় ১৮ জুলাই পর্যন্ত জারি হয়েছে ১৪৪ ধারা। ঢোলপুর জেলাতেও ২৫ জুন পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
অগ্নিপথ-বিরোধিতায় দেশজুড়ে আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে এই প্রকল্প ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বিধানসভায় প্রস্তাব পাস করল কংগ্রেস-শাসিত রাজস্থান সরকার। এর পাশাপাশি, অশান্তি ঠেকাতে মরু-রাজ্যের বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
অগ্নিপথ-বিক্ষোভের জেরে একাধিক ট্রেনে আগুন, স্টেশনে ভাঙচুর। এর জেরে আজও বিহারে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত চলবে না কোনও ট্রেন।
ফের রাজ্যে অগ্নিপথ আন্দোলনের আঁচ। ব্যারাকপুরে রেল অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ হটাতে লাঠিচার্জ করে পুলিশ। দুর্গাপুর স্টেশনেও একই ইসুতে বিক্ষোভ দেখায় SFI ও DYFI।
অগ্নিপথের নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত রেল পরিষেবা। ভারতীয় রেল সূত্রে খবর, একদিনে রেলে ক্ষতির পরিমান ৩ কোটি ২৯ লক্ষ ৯৭ হাজার ৭২৫ টাকা। এদিকে, আজও বাতিল করা হয়েছে পূর্ব রেলের বহু দূরপাল্লার ট্রেন।
দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই অগ্নিপথ নিয়ে একাধিক নতুন ঘোষণা করল মোদি সরকার। ৪ বছরের মেয়াদ শেষে স্বরাষ্ট্রমন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রকে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ। নিয়োগের কথা জানিয়েছে জাহাজ ও ক্রীড়া মন্ত্রকও।
অশান্তির আগুনে জ্বলছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব। জৌনপুরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন। কুশীনগরে রেল অবরোধ। লুধিয়ানায় স্টেশনে তাণ্ডব।
অগ্নিপথের নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য।বিহারের তারেগানায় জিআরপিকে লক্ষ্য করে গুলি। জেহানাবাদ, রোহতাসে হামলা।
প্রেক্ষাপট
অগ্নিপথের (Agnipath) নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য।বিহারের তারেগানায় জিআরপিকে লক্ষ্য করে গুলি। জেহানাবাদ, রোহতাসে হামলা।
অশান্তির আগুনে জ্বলছে উত্তরপ্রদেশ, (Uttarpradesh) পাঞ্জাব (Punjab)। জৌনপুরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন। কুশীনগরে রেল অবরোধ। লুধিয়ানায় স্টেশনে তাণ্ডব।
বিহার (Bihar), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), হরিয়ানার সঙ্গে বিক্ষোভ বাংলাতেও। ব্যারাকপুরে অফিস টাইমে রেল অবরোধ। যাত্রীদের সঙ্গে আন্দোলনকারীদের বচসা।
প্রতিবাদের নামে তাণ্ডবে বিপর্যস্ত রেল (Rail)। স্টেশনে তাণ্ডব, বিভিন্ন জায়গায় অবরোধের প্রভাব বাংলাতেও। বহু ট্রেন বাতিল। যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ।
বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র, প্রতিরক্ষায় অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা কেন্দ্রের। নিয়োগের কথা জানাল জাহাজ, ক্রীড়া মন্ত্রকও।
অগ্নিপথের মাধ্যমে যোগদানকারীরা নিজেদের আজীবন বলতে পারবেন অগ্নিবীর। সরকারি চাকরিতে অগ্রাধিকার। কম সুদ ঋণ। ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry)।
৮। চাকরির নামে দেশে তামাশা চলছে, কটাক্ষ কানহাইয়ার। দল চাইলে সংসদে আন্দোলন, হুঁশিয়ারি অর্জুনের। বিভ্রান্ত করছে বিরোধীরা, পাল্টা সুকান্ত।
আন্দোলন-সংঘাত
৮। সেনায় নিয়োগ প্রকল্পের বিরোধিতায় তাণ্ডব। অশান্তি আরও কয়েকজন চলার আশঙ্কায় কেন্দ্র। সব রাজ্যকে স্টেশন, জাতীয় সড়কে সুরক্ষা বাড়াতে নির্দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -