নয়াদিল্লি: গুজরাতের আমদাবাদে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল। আমদাবাদের এই বিমান-বিপর্যয়ে  নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল টাটা গ্রুপ। টানা গ্রুপ জানিয়েছে ( N Chandrasekaran Chairman, Tata Sons) , 'আমরা আহতদের যাবতীয় মেডিক্যাল খরচ বহন করব এবং সব দিক থেকে পাশে থাকব। এর পাশাপাশি আমরা বিজে মেডিক্যাল হোস্টলের বিল্ডিং পুনরুদ্ধারেও পাশে দাঁড়াব।' 

আরও পড়ুন, ভারতে ভয়াবহ বিমান-বিপর্যয়ে মৃত্যু মিছিল, অতীতের ১৪ টি শিউরে ওঠা বিমান দুর্ঘটনা

৯ ঘণ্টার দীর্ঘ যাত্রাপথ শেষ হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডে। গুজরাতে ভেঙে পড়া বিমানে মৃত্যু হয়েছে মোট দুশো একচল্লিশ জনের। সূত্রের খবর, বিমান বিপর্যয়ের আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল-কে বিপদবার্তা পাঠিয়েছিলেন। পাইলটের কাছ থেকে বিপদবার্তা পেয়ে ATC যোগাযোগের চেষ্টা করে। কিন্তু আর সাড়া মেলেনি তাঁদের। শুক্রবার সকাল আটটায় আমদাবাদে পৌঁছবেন নরেন্দ্র মোদি। দেশের ইতিহাসে অন্য়তম বড় বিমান দুর্ঘটনা। NDRF-এর পাশাপাশি একযোগে উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী, CRPF, NDRF. দুর্ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা টিম ও RPF-কে পাঠিয়েছে পশ্চিম রেলও।

ভারতের বুকে দ্বিতীয় বৃহত্তম বিমান বিপর্যয় গুজরাতের আমদাবাদে টেক অফের মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার।জনবহুল এলাকায় একটি মেডিক্যাল কলেজ ও হস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। এরপরই উদ্ধারকাজে ঝাপিয়ে পড়ে সবাই। উদ্ধারকাজে নামে সেনাবাহিনী। প্রায় ১৩০ জন জওয়ান ধ্বংসাবশেষ সরাতে শুরু করেন। বেরিয়ে আসতে শুরু করে একের পর এক জ্বলন্ত দেহ। সেনার পাশাপাশি উদ্ধার কাজে নামে NDRF-এর তিনটি দল, এবং CRPF। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু বলেন, ইতিমধ্যেই উদ্ধারকাজে সাহায্য করার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী, NDRF, রাজ্য পুলিশ, চিকিৎসকরা এবং বিমান পরিবহণের সবাই তাঁদের সর্বোচ্চ দক্ষতা দিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছেন। দুর্ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা টিম ও RPF-কে পাঠায় পশ্চিম রেলও।

কেউ যাচ্ছিলেন জরুরি কাজে, কেউ বেড়াতে আবার কেউ হয়ত ভারত ভ্রমণের সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরছিলেন, আর পাইলটদের লক্ষ্য ছিল, নির্বিঘ্নে শয়ে শয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া। গুজরাত থেকে ব্রিটেন আমদাবাদ বিমানবন্দর থেকে গ্য়াটউইক বিমানবন্দর ৯ ঘণ্টার দীর্ঘ যাত্রাপথ শেষ হয়ে গেল কয়েক সেকেন্ডে! ওড়া মাত্রই শেষ হয়ে গেল সব কিছু। প্রত্য়ক্ষদর্শী বলেন,আসার পর দেখলাম ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, আগুন লেগেছে, চারদিকে ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)