স্যান ফ্রান্সিসকো : 'ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করুন।' বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলতে থাকা একের পর এক অত্যাচারের ঘটনার মাঝেই সে দেশের অন্তবর্তী সরকারকে এই বার্তা দিয়েছে রাষ্ট্রসংঘ। এদিকে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে ফোনে কথোপকথনের সময়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস মানবাধিকার রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা বলেন। পরে হোয়াইট হাউসের তরফে সুলিভান-ইউনূসের কথোপকথন নিয়ে এক বিবৃতিতে বলা হয়, 'উভয় নেতাই ধর্ম নির্বিশেষে সকলের মানবাধিকারকে সম্মান ও রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।'


পরের বছর ২০ জানুয়ারি আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার এক মাস আগে এই কথোপকথন সারে বাইডেন প্রশাসন। বাংলাদেশে হিন্দুদের এবং তাঁদের ধর্মীয় স্থানে হামলার প্রেক্ষাপটে এই কথোপকথন। হোয়াইট হাউস জানিয়েছে, চ্যালেঞ্জের সময় বাংলাদেশকে এভাবে নেতৃত্ব দেওয়ায় মহম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান সুলিভান। সুলিভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুনরুল্লেখ করেছেন এবং বাংলাদেশের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রস্তাব দিয়েছেন।


জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াত খেলছ জুয়া ...জাত জুয়াড়ির ভাগ্য়ে আছে আরও অশেষ দুঃখ সওয়া। লিখেছিলেন, বাংলাদেশেরই জাতীয় কবি, কাজি নজরুল ইসলাম। আজ সেই দেশেই জাতের নামে বিভাজন... হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ.. নিপীড়ণ। কোথাও হিন্দুদের বাড়ি ভাঙচুর... কোথাও সম্পত্তি হাতিয়ে নেওয়া চেষ্টা। আর মন্দিরের ওপর হামলার তো বিরাম নেই। এমনকী নৈরাজ্য়ের বাংলাদেশে সম্প্রতি জুতোর মালা পরিয়েও হেনস্থা করা হয়েছে অশীতিপর মুক্তিযোদ্ধাকে। এই ঘটনার সমালোচনায় সরব বিভিন্ন মহল। তাঁর ওপর হওয়া অত্য়াচার নিয়ে মঙ্গলবার মুখ খুলেছেন ওই মুক্তিযোদ্ধা। তাঁর কথায়, তাঁর গলায় নয়, জুতোর মালা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের আদর্শে। প্রবল সমালোচনার মুখে, এই ঘটনায় দুই সমর্থককে বহিষ্কার করেছে জামাত।


রক্ত ঝরিয়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন যিনি, তাঁর সঙ্গে এমন ন্য়ক্কারজনক আচরণ! অপমানের কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠেছে কুমিল্লার এই মানুষটির। মহম্মদ ইউনূসের আমলের এই বাংলাদেশের সঙ্গে তিনি মিল পাচ্ছেন সেই পাকিস্তানের, যাঁদের অত্য়াচার থেকে বাঁচতে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।