চিনকেও সীমান্তে তার আচরণ খতিয়ে দেখে জঘন্য কাজকর্ম বন্ধ করতে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, তোমরা আমাদের থেকে বুদ্ধকে নিয়েছ, কিন্তু আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ চাই না। কেননা যুদ্ধে উভয়েরই ক্ষতি, লোক মরবে, অর্থনীতিরও ক্ষতি হবে। আমরা সীমান্ত পেরোচ্ছি না, তবে তোমরা কেন পেরোচ্ছ?
ভারতের বক্তব্য, চিনা সেনারা পূর্ব লাদাখে উত্তেজনার পারদ হ্রাসের মধ্যেই একতরফা স্থিতাবস্থা বদলের চেষ্টা করে বলেই সংঘর্ষ হয় সোমবার রাতে, উপর মহলে হওয়া বোঝাপড়া চিনা সেনাবাহিনী ঠিকমত মেনে চললে এমন পরিস্থিতি এড়ানো যেত।
এদিকে বিজেপি নেতা রাম মাধবের দাবি, ভারতের বাইরের দেশগুলি, বিশেষত চিন থেকে আমদানি কমানো উচিত। ভারতের রাসায়নিক, মোবাইল ফোনের যন্ত্রাংশ, বাটন তৈরির ক্ষমতা আছে বলে জানিয়ে তিনি বলেন, আমরা এগুলি বাইরে থেকে আমদানি করি। এগুলি আমদানি করা কি অতি আবশ্যকীয়? ভারতেই বানানো যেতে পারে। অন্য দেশ, বিশেষ করে চিন থেকে আমদানি কমানো উচিত আমাদের।
মানুষ চিনা পণ্য বর্জনের ডাকে সাড়া দিলে তাদের অনুভূতিকে সম্মান করা উচিত বলেও অভিমত জানান মাধব।