অর্ণব মুখোপাধ্যায়,  অযোধ্যা: একসপ্তাহও বাকি নেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের । বহু বিশিষ্ট মানুষ সেখানে আমন্ত্রিত। মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে তাঁর হাত ধরেই। আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে সরযূ নদীর ধারে এখন সাজো সাজো রব। রঙিন আলো, রামায়ণের চরিত্রদের সুদৃশ্য মূর্তি, মন্দিরের রেপ্লিকা, রামায়ণের বিভিন্ন পর্বকে  ফুটিয়ে তোলা হয়েছে রামমন্দিরের যজ্ঞশালায়। 


একের পর এক মূর্তি তৈরি করেছেন বাঙালি শিল্পীরা


এই প্রক্রিয়ার সঙ্গেও নিবিড় যোগসূত্র রয়েছে বাংলার। গত কয়েকমাস ধরে, কর্তব্য-নিষ্ঠার সঙ্গে এসব তৈরির দায়িত্ব পালন করেছেন এক বঙ্গসন্তান। তিনি রাজকিশোর মাইতি। তাঁর সহ-শিল্পীরাও বেশিরভাগ পূর্ব মেদিনীপুরের কাঁথির মানুষ।


রামমন্দির মূল প্রবেশদ্বারের উল্টোদিকে, কিছুদূর গেলেই রামজন্মভূমির কর্মশালা। তার কাছেই রয়েছে যজ্ঞশালা। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার জন্য এখানেই রাজসূয় যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে ১০০৮টি যজ্ঞকুণ্ড। যজ্ঞশালার গ্যালারিতেই একের পর এক মূর্তি তৈরি করেছেন বাঙালি শিল্পীরা, যার পরতে পরতে রামায়ণের বিভিন্ন পর্বের প্রতিচ্ছবি। 


প্রাচীন নগরী অযোধ্যায় তাই শুধু রামমন্দিরই নয় - মন্দিরকে ঘিরে গড়ে ওঠা এই সমস্ত অনবদ্য কারুকাজ লক্ষ লক্ষ পর্যটকের মনে দোলা দিয়েছে। আগামীদিনে পর্যটকদের একাংশের অন্যতম সেরা গন্তব্য হতে চলেছে অযোধ্যা নগরী। আর এই মন্দিরের সঙ্গে নানা ভাবে জুড়ে থাকছেন বাঙালিরা। আলোক সজ্জা থেকে মন্দির সজ্জার টাইল তৈরি, সব কাজেই হাত লাগিয়েছেন বহু বাঙালি মানুষ।   


উদ্বোধন-পর্বের সূচনা       


১৬ জানুয়ারি, মঙ্গলবার থেকেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন-পর্বের সূচনা হল। এক সপ্তাহ আগেই শুরু হয়ে গেল পূজার্চনা ও বিধি পালন। শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আজ সরযূ নদীর তীরে 'দশবিধ' স্নান, বিষ্ণু পুজো এবং গোমাতার উদ্দেশে নৈবেদ্য প্রদান করা হবে। আগামীকাল রামলালার বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় বের করা হবে শোভাযাত্রা। মঙ্গল কলসে করে সরযূর জল মন্দিরে নিয়ে আসবেন ভক্তরা। ২১ জানুয়ারি পর্যন্ত চলবে নানারকম আচার-অনুষ্ঠান।             


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Birbhum News: কোপাই নদীর বুক কংক্রিটের পিলার, বেআইনি নির্মাণের অভিযোগে শুরু প্রতিবাদ