Asaduddin Owaisi: 'সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আজে বাজে কথা' এই ভিডিও-ক্রিয়েটরের বিরুদ্ধে গর্জে উঠলেন ওয়াইসি
Sharmistha viral video : ওয়াইসি গেলেই চটে। এক মহিলা কনটেন্ট ক্রিয়েটরের উপর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর শর্মিষ্ঠার একটি ভিডিও ভাইরাল হচ্ছে।

পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তানকে তুলোধনা করে চলেছেন আসাদউদ্দিন ওয়াইসি। ভারতের অপারেশন সিঁদুরের পরও পাকিস্তানকে তীব্র আক্রমণ করেছেন তিনি। এমনকী হজ যাত্রীদের সামনে রাখা বক্তব্যেও পাকিস্তানকে কটাক্ষ করেন তিনি। বলেন, 'এদের লেজ আর সোজা হবে না'। কিন্তু এবার ওয়াইসি গেলেই চটে। এক মহিলা কনটেন্ট ক্রিয়েটরের উপর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর শর্মিষ্ঠার একটি ভিডিও ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে যে, শর্মিষ্ঠা নামের ওই ভিডিও মেকার হযরত মহম্মদের অপমান করেছেন। এই বিষয়ে ওয়াইসি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
শর্মিষ্ঠা সম্প্রতি পাকিস্তান এবং পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার বিষয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন। অভিযোগ, এতে তিনি অশালীন ভাষা ব্যবহার করে ইসলামকে আক্রমণ করেন। ওয়াইসি ভাইরাল ভিডিওটির উল্লেখ করে বলেছেন, ''আমি মহারাষ্ট্র সরকারকে বলতে চাই যে, একজন মহিলা রয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে অশোভন কথা বলছেন। পরে যখন ওয়ারিস পঠান এবং অন্যরা অভিযোগ করেন, তখন সে বলে,তাকে পড়শি দেশ পাকিস্তানের কেউ গালিগালাজ করেছে, তাই সে এই ভিডিও তৈরি করেছে। আমি মহারাষ্ট্র সরকারকে বলতে চাই যে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। গ্রেফতারও করা উচিত।''
কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শর্মিষ্ঠা
শর্মিষ্ঠা সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ভিডিও তৈরি করেছেন। তিনি পহেলগাঁও হামলার বিষয়েও ভিডিও তৈরি করেছন। কিন্তু নেটাগরিকদের একাংশের অভিযোগ, শর্মিষ্ঠার বেশিরভাগ ভিডিওতেই অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে। এখন শর্মিষ্ঠার উপর ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ করছেন কেউ কেউ।
সূত্রের খবর এই ভিডিওটি তৈরির পর থেকেই ওই মেয়েটি মৃত্যুর হুমকি পর্যন্ত পায়। বহু মানুষই তার বক্তব্যের বিরোধিতা করে। তার অবশ্য সে প্রকাশ্যে ক্ষমা চায়। সে দাবি করে, তার ব্যক্তিগত মতামত এবং সে কখনও কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ইচ্ছা করেনি। কিন্তু অনেকেই এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক এবং এআইএমআইএম-এর প্রবীণ নেতা ওয়ারিস পাঠান মেয়েটির মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তিনি লেখেন, ওই মেয়ে নআমাদের প্রিয় নবী (সাঃ) সম্পর্কে অত্যন্ত আপত্তিকর এবং অশালীন ভাষা ব্যবহার করেছে, যা কোনও মুসলিম সহ্য করবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়কে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সে সমাজে ঘৃণা ছড়াচ্ছে এবং আইনের আওতায় তার শাস্তি হওয়া উচিত।
কর্ণেল সোফিয়া কুরেশির জন্যও ওয়াইসি কথা বলেছিলেন
সম্প্রতি ভারতীয় জনতা পার্টির নেতা বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশির বিষয়ে অশোভন শব্দ প্রয়োগ করেছিলেন। তার জন্যও বিজয় শাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন ওয়াইসি।
খবরের সূত্র - এবিপি নিউজ























