করোনা রুখতে কার্যকর হতে পারে অশ্বগন্ধা, জানাল দিল্লি আইআইটি ও জাপানের এআইএসটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 May 2020 12:58 PM (IST)
অশ্বগন্ধা যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তা বহু পরীক্ষিত। এর ভিত্তিতেই করোনা প্রতিরোধে এই ওষধির ব্যবহার নিয়ে গবেষণা চালাচ্ছে ভারত সরকার।
নয়াদিল্লি: করোনা রুখতে আয়ুর্বেদীয় ওষধি অশ্বগন্ধা দারুণ উপকারে আসতে পারে। আইআইটি দিল্লি জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এআইএসটি যৌথ গবেষণায় এই তথ্য প্রকাশ্যে এনেছে। গবেষণায় জানা গিয়েছে, অশ্বগন্ধা ও প্রোপোলিসে এমন কিছু স্বাভাবিক উপাদান আছে যা করোনার কার্যকরী ওষুধ হতে পারে। প্রোটিন বিভাজনের জন্য গবেষকরা মূল সার্স-কোভিড ২ এনজাইমকে টার্গেট করেন। মানবশরীরে এই এনজাইম নিজে থেকে তৈরি হয় না, জানিয়েছেন, আইআইটি দিল্লির বায়োটেকনোলজি বিভাগের প্রধান ডি সুন্দর। গবেষণায় যা বেরিয়েছে তাতে পরিষ্কার, অশ্বগন্ধা করোনার ওষুধ হিসেবে ভাল কাজে আসতে পারে। এ ব্যাপারে আরও গবেষণা চাই, মেডিক্যাল পরীক্ষাও জরুরি। তিনি বলেছেন। তবে ওষুধ তৈরিতে কিছুটা সময় লাগতে পারে, সুন্দর জানিয়েছেন। অশ্বগন্ধা আর প্রোপোলিস দুটোই সহজলভ্য হলেও বায়োঅ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে সজাগ হতে হবে। প্রোপোলিসে কেপ নামে একটি উপাদান আছে, অশ্বগন্ধায় আছে উইথানান, এলাকা ও গাছের আকার অনুযায়ী এই উপাদানের চরিত্র ও পরিমাণ পাল্টায়। তাই ঠিকমত ফল পেতে আমাদের পরিমাণ বুঝে এই সব উপাদান ব্যবহার করতে হবে, বলেছেন তিনি। কেন্দ্রীয় সরকারও করোনা উপশমে অশ্বগন্ধা ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের বিকল্প হতে পারে কিনা জানতে গবেষণা শুরু করেছে। আয়ুষ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, ইউজিসি ও আইসিএমআর-এর একদল বিজ্ঞানী ও গবেষক এ নিয়ে গবেষণা চালাচ্ছেন। অশ্বগন্ধা যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তা বহু পরীক্ষিত। এর ভিত্তিতেই করোনা প্রতিরোধে এই ওষধির ব্যবহার নিয়ে গবেষণা চালাচ্ছে ভারত সরকার। সাম্প্রতিক গবেষণায় জানা যাচ্ছে, করোনা প্রতিরোধে অশ্বগন্ধা অন্যতম অস্ত্র হতে পারে। সুন্দর বলেছেন,