নয়া দিল্লি : কোভিডের বিরুদ্ধে লড়াই এখনও অব্যাহত। অনেকটা কমলেও দেশে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ। কোভিডের থাবায় প্রাণ হারিয়েছেন বিভিন্ন সেক্টরের মানুষ। সেই তালিকা থেকে বাদ যায়নি রেলও। ২ হাজার ৯০৩ জন রেলকর্মীর করোনায় মৃত্যু হয়েছে। শুক্রবার সংসদে একথা জানালেন কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ।


রাজ্যসভায় লিখিত বিবৃতিতে তিনি জানান, ২ হাজার ৭৮২টি ক্ষেত্রে কোভিডে মৃতদের পরিবারের সঙ্গে বকেয়ার বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। কর্তব্যরত অবস্থায় কোনও রেলকর্মীর মৃত্যু হলে কমপেনসেট গ্রাউন্ডে মৃতের পরিবারের তরফে কাউকে নিয়োগপত্র দেওয়ার নীতি রয়েছে রেলে। করোনায় যেসব রেলকর্মীর মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যদের এই প্রকল্পে কভার করা হয়েছে। 


করোনায় মৃত ২ হাজার ৯০৩ জন রেলকর্মীর মধ্য়ে ১ হাজার ৭৩২ জনকে কমপেনসেট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয়মন্ত্রী জানান, ৮ লক্ষ ৬৩ হাজার ৮৬৮ জন রেলকর্মীকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। ২ লক্ষ ৩৪ হাজার ১৮৪ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। 


কেন্দ্রীয়মন্ত্রী বলেন, যথেষ্ট সংখ্যক ভ্যাকসিনেশন সেন্টার গড়ে তোলা হয়েছে। টিকাকরণ কর্মসূচির জন্য রেলে কর্মীদের মোতায়েন করা হয়েছে। সব রেলকর্মীকে ভ্যাকসিন দেওয়ার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


প্রসঙ্গত, দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের নেমেছে পাঁচশোর নীচে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সংক্রমণও কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৩ জনের। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫০৭। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৯৯৮। মঙ্গলবার ছিল ৩৭৪। এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৯ হাজার ৪৭০ জনের। স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৪২ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লক্ষ ৯৩ হাজার ৬২।