গুয়াহাটি : লক্ষ্য ড্রাগমুক্ত অসম গড়ে তোলা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে আরও একধাপ এগলো উত্তর-পূর্বের এই রাজ্য। এবার বাজেয়াপ্ত হওয়া মাদকের ওপর দিয়ে বুলডোজার চালালেন মুখ্যমন্ত্রী। রবিবার অসমের নগাঁওয়ে এই অভিযোন চলে।
এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। যাতে রাস্তায় ছড়িয়ে দেওয়া মাদকসামগ্রী দিয়ে রোড-রোলার চালাতে চালাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, আমি জানি যে অসম থেকে ভারতে ড্রাগস ছড়িয়ে দেওয়া হয়। এর সাপ্লাই লাইন কেটে দেওয়া ও উৎপাদন বন্ধ করা আমার জাতীয় কর্তব্য।
গত কয়েক মাসে রাজ্য থেকে প্রায় ১৭০ কোটি টাকার মাদক বাজেয়োপ্ত করেছিল সরকার। মাদক-বিরোধী অভিযান চালানোর পর এবার চলছে সেই মাদক নষ্ট করার পালা। গতকাল জনসমক্ষে সেই কাজ করেন মুখ্যমন্ত্রী। দিফু ও গোলাঘাটে চলে মাদক জ্বালানোর অভিযান। দুটি স্থানেই নিজের হাতে মাদকের স্তূপে আগুন দেন মুখ্যমন্ত্রী।
পরে গোলাঘাটে মুখ্যমন্ত্রী বলেন, গত কিছু মাস ধরেই মাদক কারবারিদের বিরুদ্ধে অতি সক্রিয় হয়েছে রাজ্যের পুলিশ। যার ফল স্বরূপ ১৬৩ কোটির মাদক বাজেয়াপ্ত করা গিয়েছে। তবে এ কেবলমাত্র ব্যাবসার ২০ থেকে ৩০ শতাংশ। অসমে ২০০০-৩০০০ কোটির মাদক ব্যাবসা রয়েছে।
প্রসঙ্গত, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পদে বসার পরই মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যত 'যুদ্ধ' ঘোষণা করেছে অসম পুলিশ। যার ফলও এসেছে হাতেনাতে।
পুলিশ সূত্রে খবর, মায়ানমার থেকে অসমে আসে মাদক। কার্বি আংলঙে হয়ে দিফুতে যায় নিষিদ্ধ ড্রাগস। অন্যদিকে, নাগাল্যান্ড হয়ে গোলাঘাটে আসে মাদকের কারবারিরা। পরে এই অসম থেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় মাদক। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ''অসম ভারতে মাদকের অন্যতম প্রবেশদ্বার। এই পথ ধরেই ভারতের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ড্রাগস পৌঁছে যায়। দিনে দিনে স্থানীয় যুবকদের মধ্যেও এই নেশা ঢুকে গিয়েছে।'' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের যুবকদের মধ্যে যারা এই নেশা ঢোকাচ্ছে, তাদের রেয়াত করা হবে না।