জয়পুর : প্রথমে ছত্তীসগঢ়, পরে মধ্যপ্রদেশ। আর এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপি। মরু রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভজনলাল শর্মা।


মরুরাজ্যে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী ? এনিয়ে জল্পনা চলছিলই। একাধিক নাম সামনে আসছিল। শেষমেশ দায়িত্বভার তুলে দেওয়া হল ভজনলাল শর্মাকে। রাজস্থানের সাঙ্গানের বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচিত। আর প্রথমবার বিধায়ক হয়েই একেবারে মুখ্যমন্ত্রীর কুর্সিতে। এর আগে মরু রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য বৈঠকে বসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছিলেন রাজনাথ সিং, দলের অন্য পর্যবেক্ষকরা যথাক্রমে- বিনোদ তাওড়ে ও সরোজ পাণ্ডে। এছাড়াও যোগ দেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী ও রাজস্থানে বিজেপির হয়ে ভোটে দায়িত্বপ্রাপ্ত প্রহ্লাদ জোশি। রাজনাথ সিং, বিনোদ তাওড়ে ও সরোজ পাণ্ডেকে রাজস্থানের পর্যবেক্ষক নিয়োগ করা হয়। 


 






বিজেপি তাঁকে বেছে নেওয়ায় স্বভাবতই আপ্লুত ভজনলাল শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, রাজস্থানের সব বিজেপি বিধায়ক মানুষের প্রত্যাশা পূরণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে, আমরা রাজস্থানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করব।"