নয়াদিল্লি : প্রায় প্রস্তুত অযোধ্যার রাম মন্দির। পরের মাসেই বিশাল উদ্বোধনীর জন্য চলছে জোরদার প্রস্তুতি। এই পরিস্থিতিতে শনিবার, রাম মন্দিরের প্রায় শেষ হতে চলা গর্ভগৃহের ছবি শেয়ার করলেন রাম মন্দির ট্রাসের সেক্রেটারি চম্পত রাই। 'X' হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেন তিনি। পবিত্র সেই গর্ভগৃহে প্রভু রামের মূর্তি স্থাপন করা হবে।


প্রথম ছবি শেয়ার করে চম্পত রাই লিখেছেন, "প্রভু রামলালার পবিত্র গর্ভগৃহ প্রায় তৈরি হয়ে গেছে। সম্প্রতি আলোর কাজও সম্পূর্ণ হয়েছে। আপনাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করে নিচ্ছি।"


 






এদিকে শুক্রবারই, শ্রী রাম জন্মভূমি মন্দিরে নির্মাণকাজ চলার ছবি প্রকাশ্যে এনেছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। প্রসঙ্গত, ট্রাসের তদারকিতে মন্দিরের নির্মাণকাজ দ্রুত গতিতে চলছে।


 






এর আগে চম্পত রাই জানিয়েছিলেন, প্রভু রামের মূর্তি ৯০ শতাংশ তৈরি হয়ে গেছে। সংবাদ সংস্থা ANI-কে তিনি বলেছিলেন, "রাম জন্মভূমি মন্দিরে, অযোধ্যার তিনটি স্থানে ভগবান রামের পাঁচ বছরের শিশু রূপকে চিত্রিত করে একটি ৪'৩" মূর্তি তৈরি করা হচ্ছে। তিনজন কারিগর তিনটি ভিন্ন ভিন্ন পাথরের টুকরোতে মূর্তি তৈরি করছেন এবং মূর্তিগুলির মধ্যে একটি প্রভু গ্রহণ করবেন। এই মূর্তিগুলি ৯০ শতাংশ প্রস্তুত হয়ে গেছে এবং কাজ শেষ হতে আরও প্রায় এক সপ্তাহ সময় লাগবে।"


তিনি সংযোজন করেছিলেন, 'গ্রাউন্ড ফ্লোরের 'গর্ভগৃহে' স্থাপন করা হবে মূর্তি। মন্দিরের গর্ভগৃহ প্রায় প্রস্তুত। কাজেই, 'প্রাণ প্রতিষ্ঠা' করতে কোনও অসুবিধা হবে না।' পরের বছর ২২ জানুয়ারি, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাণ প্রতিষ্ঠার বৈদিক রীতি-নীতি শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। অর্থাৎ, মূল অনুষ্ঠানের এক সপ্তাহ আগে। অভিষেক অনুষ্ঠানে মূল আচার পালন করবেন লক্ষ্মী কান্ত দীক্ষিত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।