ঢাকা : উত্তাল পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। জাতীর উদ্দেশে ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, এই আশঙ্কায় সেই সুযোগটাও দেওয়া হয়নি তাঁকে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে জল্পনা রয়েছে। এই পরিস্থিতিতে সামনে এল বড় আপডেট। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। রবিবার এমনই দাবি করেন বিদেশ-সংক্রান্ত উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। তবে, তা হবে আইন মন্ত্রকে অনুরোধের ভিত্তিতে। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর। বিদেশ মন্ত্রক থেকে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকে এমনই দাবি করা হয়েছে। 


গত সপ্তাহেই শপথ নেয় মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর ঢাকা-দিল্লির সম্পর্ক নিয়ে হোসেন বলেন, "এটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ ভাবুক, ভারত বাংলাদেশের ভাল বন্ধু। আমরা সেটা চাই, আমরা এই সম্পর্কটাকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দেখতে চাই, এব্যাপারে ভারত আমাদের সহযোগিতা করছে। "  প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর ভারতে এসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা।  তাঁকে ক্ষমতাচ্যুত করার পিছনে আমেরিকার হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।


এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বাংলাদেশের কী অবস্থান হবে তা নিয়ে জানতে চাওয়া হলে হোসেন বলেন, "দেশের স্বার্থ রক্ষার সঙ্গে সঙ্গে সব দেশের সঙ্গে ভাল সম্পর্ক রাখা আমাদের নীতি। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই এবং কারো সঙ্গে শত্রুতা না করতে। ভারসাম্যযুক্ত সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্য রাখছি। আমাদের প্রাথমিক কাজ, আমাদের স্বার্থ রক্ষা করা।"


প্রসঙ্গত, গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা  ইস্তফা দেওয়ার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলার ঘটনা সামনে এসেছে। বিশেষ করে হিন্দুদের ওপর। বাড়িঘর ভাঙচুর, শারীরিক নিগ্রহ বাদ যায়নি কিছুই ! এবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস। আগামীকাল, মঙ্গলবার ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। 


ইউনূস-নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ধর্ম-বিষয়ক উপদেষ্টা রয়েছেন বাংলাদেশের ইসলামিক পণ্ডিত আবুল ফৈজ মহম্মদ খালিদ হোসেন। সোমবার তিনি ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা করছে।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।