ঢাকা : বাংলাদেশের নিরাপত্তাবাহিনী ও হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালীন প্রাণ গেল এক আিনজীবীর। রাষ্ট্রদ্রোহের মামলায় কৃষ্ণদাসকে এদিন বাংলাদেশের আদালত জামিন মঞ্জুর করেনি। আদালত চত্বরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ ইন্সপেক্টর নুরুল ইসলামকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সংঘর্ষের সময় জখম হন পাবলিক প্রসিকিউটর সইফুল ইসলাম আলিফ। "তাঁর মাথায় গুরুতর চোট ছিল।" একই কথা জানিয়েছেন হাসপাতালের অধিকর্তা তসলিম উদ্দিন। বাংলাদেশের 'প্রথম আলো' সংবাদপত্র সূত্রেও খবর, ঘটনায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে। আইনজীবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


মহম্মদ ইউনূসের সরকারের আমলে বাংলাদেশের চূড়ান্ত টালমাটা পরিস্থিতি। চলছে অরাজকতা। শেষ নেই হানাহানির। আর এরই মধ্যে, ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে উত্তাল হল বাংলাদেশ। প্রতিবাদ চলছে দেশের নানা প্রান্তে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন ঘটনা সামনে আসতে শুরু করে। এরই মধ্যেই সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। চট্টগ্রাম যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার দায়ের করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ISKCON-ও। কেন্দ্রীয় সরকারের কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তারা। ভিত্তিহীন অভিযোগ, চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দিক বাংলাদেশ সরকার, এমনই দাবি করেছে ISKCON কর্তৃপক্ষ।


ISKCON-এর সন্ন্যাসীর মুক্তির দাবিতে দলে দলে রাস্তায় নেমেছে সংখ্যালঘুরা। প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম থেকে ঢাকা, মিছিলের পাশাপাশি, রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান তাঁরা। এক্স হ্যান্ডলে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি তুলে ইসকনের তরফে বলা হয়েছে, বিশ্বের যে কোনও জায়গায় সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনও সম্পর্ক আছে, এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয়। ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ করতে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার আর্জি জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গেও এই ঘটনার তীব্র নিন্দা করে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। ইতিমধ্যেই এই বিষয়ে সীমান্তে অবরোধের ডাক দেওয়ার পাশাপাশি এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী


আরও পড়ুন ; 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।