নয়াদিল্লি : শহরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে তাঁদের দেশে ফেরত পাঠানো হোক। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করে এই দাবি জানাল হজরত নিজামউদ্দিন দরগা এলাকার মুসলিম ধর্মগুরু ও স্থানীয় বাসিন্দাদের একটি প্রতিনিধিদল। শনিবার রাজ নিবাসের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
ওই বিবৃতি অনুযায়ী, বাংলাদেশে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে অত্যাচারের শিকার হচ্ছেন, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিনিধিদলটি।
এই মর্মে একটি চিঠিও দিয়েছে প্রতিনিধিদলটি। তাতে তারা লেফটেন্যান্ট গভর্নরের উদ্দেশে লিখেছে, বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের যা অবস্থা এবং সেদেশের যা পরিস্থিতি তা যথেষ্ট উদ্বেগজনক।
এই পরিস্থিতিতে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। প্রতিনিধিদলটি আরও দাবি জানিয়েছে, ওই বাংলাদেশিরা যেন এই শহরে বাড়িভাড়া না পান। তাঁদের যেন কোনও প্রতিষ্ঠানে চাকরিও না দেওয়া হয়।
আরও দাবি তোলা হয়েছে, শহরে অবৈধভাবে বসবাসকারী এই বাংলাদেশিদের যাতে সরকারি জমি, ফুটপাথ, পার্ক এবং অন্যান্য পাবলিক জায়গা যেখানে এঁরা দখল করে বসবাস করছেন, সেখান থেকে যাতে তাঁদের সরিয়ে দেওয়া হয় তার জন্য দিল্লি পুলিশ ও দিল্লি পুরনিগমকে নির্দেশ দেওয়া হোক। চিঠিতে আরও বলা হয়েছে, এঁদের যদি কোনও আধার কার্ড বা ভোটার কার্ডও ইস্যু করা হয়ে থাকে, তাও যেন এখনই বাতিল করে দেওয়া হয়। এর পাশাপাশি কোনও ধর্মীয় স্থানে তাঁদের ঠাঁই দেওয়া হলেও যেন সেখান থেকে তাঁদের উচ্ছেদ করা হয়। এরকম অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে বিশেষ অভিয়ান চালাতে হবে এবং তারপর তাঁদের বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।
এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে আওয়াজ উঠেছে সেখানেও। কবি ফরহাদ মজহারের পর এবার ইউনূসকে রাজধর্ম মনে করালেন বাংলাদেশের প্রধান বিচারপতি। কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ’৭১-এর মুক্তিযুদ্ধের শহিদদেরও স্মরণে রাখার পরামর্শ দিলেন তিনি। বললেন, ’৭১-এর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার জন্যই স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। গতকাল রাজশাহি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের অনুষ্ঠানে এই মন্তব্য করেন বাংলাদেশের প্রধান বিচারপতি। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের প্রধান বিচারপতি হন সৈয়দ রেফাত আহমেদ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে