নয়াদিল্লি: অশান্ত বাংলাদেশে এবার ছাত্র সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আরও ৭টি কলেজে তুমুল ছাত্র সংঘর্ষ। গতকাল সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত চলে সংঘর্ষ। ঢাকার নীলক্ষেত এলাকায় বিভিন্ন ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।
গোলমাল থামাতে স্টান গ্রেনেড ব্যবহার করতে হয় পুলিশকে। সংঘর্ষে বহু ছাত্র জখম। ছাত্র ভর্তিতে অ্যাডমিশন টেস্টে কোটা পদ্ধতি তুলে দেওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। খবর চাইতে হবে প্রো ভাইস চ্যান্সেলরকে, দাবি ছাত্রদের, বাংলাদেশের সংবাদপত্র ডেলি স্টার সূত্রে।
অপরদিকে, ক্ষমতায় এসেই বিদেশনীতিতে বদল আনল ট্রাম্প প্রশাসন। এবার বাংলাদেশকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করল আমেরিকা। বাংলাদেশে তাদের সব উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশিকা জারি করেছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID। আমেরিকার এই সিদ্ধান্তের জেরে বাংলাদেশ চরম আর্থিক সঙ্কটের মুখে পড়তে চলেছে বলে আশঙ্কা। ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় আসতেই,বাংলাদেশকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা।
সেদেশে তাদের সব উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশিকা জারি করেছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID। আমেরিকার এই সিদ্ধান্তের জেরে বাংলাদেশ চরম আর্থিক সঙ্কটের মুখে পড়তে চলেছে বলে আশঙ্কা। গত বছর অগাস্টে ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভের চেহারা নেয় বাংলাদেশ।পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনাকে উৎখাতের পর ক্ষমতায় এসেই আমেরিকার সঙ্গে সখ্য বাড়াতে তৎপর হন ডেমোক্র্যাট ঘনিষ্ঠ মহম্মদ ইউনূস। সে সময় মার্কিন মসনদে ছিলেন জো বাইডেন। এতদিন স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কৃষকদের জন্য রোজগার থেকে শুরু করে রোহিঙ্গাদের থাকার সুব্যবস্থা করতে বাংলাদেশ সরকারকে কয়েকশো কোটি টাকা অর্থ সাহায্য করে আসছিল আমেরিকা। সেই ব্যবস্থা আরও পাকাপোক্ত করতে গতবছর সেপ্টেম্বরে USAID-র শীর্ষকর্তা সামান্থা পাওয়ারের সঙ্গে বৈঠকও করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)