কলকাতা : খুব দ্রুত রাজনৈতিক পটপরিবর্তন হচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন এবং বাংলাদেশ ছেড়ে আপাতত ভারতে 'আশ্রয়' নিয়েছেন। এরই মধ্যে এল বড় খবর। জেলবন্দি খালেদা জিয়াকে (Khaleda Zia) মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া। ২০১৮ সালে ১৭ বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয় তাঁকে। ৭৮-এর খালেদা এখন অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।


এক বিবৃতিতে বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ শাহাবুদ্দিনের টিম জানিয়েছে, প্রেসিডেন্টের নেতৃত্বে একটি বৈঠকে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এখনই মুক্তি দেওয়া হবে। 


সেই বৈঠকে যোগ দেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সঙ্গে ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ও বায়ুসেনার প্রধান। ছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ও জামাত-ই-ইসলাম পার্টি-সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। বিবৃতিতে এমনও জানানো হয়েছে, বৈঠকে এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে যে ছাত্র আন্দোলন চলাকালীন যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের সবাইকেও মুক্তি দেওয়া হবে। 


প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই সেদেশে অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেছেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামান। শুধু তা-ই নয়, সব দায়-দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখার জন্য বিক্ষোভকারীদের উদ্দেশে আহ্বানও জানিয়েছেন তিনি। সেনাপ্রধান বলেন, 'আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করব। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনাদের যত দাবি আছি সেগুলো পূরণ করব। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনব।  আমি নিশ্চিত যে, আপনারা যদি আমার কথামতো চলেন, আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করেন, তাহলে নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব।'


প্রসঙ্গত, পূর্বতন জেনারেল মুস্তাফিজুর রহমানের কন্যা বেগম শারহনাজ কমলিকা রহমানের সঙ্গে বিয়ে হয়েছে সেনাপ্রধান জামানের। তাঁদের দুই কন্যা রয়েছে। মুস্তাফিজুর রহমান ১৯৯৭ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০০ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনার চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। এই মুস্তাফিজুর আবার শেখ হাসিনার সম্পর্কে কাকা। সেই সম্পর্কে জামানের স্ত্রী হচ্ছেন হাসিনার খুড়তুতো বোন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


 


সবিস্তারে আসছে...