কলকাতা: পড়শি দেশ বাংলাদেশে এখনও জারি অশান্তি। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ফুটছে সেই দেশ। সরকারের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে আন্দোলনকারীদের। এরই মধ্যে বাংলাদেশে জেলে হামলা চালানোর অভিযোগ উঠল আন্দোলনকারীদের (Bangladesh Violence) একাংশের বিরুদ্ধে। 


এএফপি এবং বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবার মধ্য বাংলাদেশের (Bangladesh Jail Break) নরসিংডি জেলায় একটি জেলে হামলা চালায় আন্দোলনকারীদের একাংশ। সেদেশের পুলিশ সূত্রের খবর, জেলে হামলা চালিয়ে ভেঙে ফেলা হয় সেটি, আগুন লাগিয়ে দেওয়া হয়। ছাড়ানো হয়েছে বহু বন্দিকে।  


এএফপি-এর প্রতিবেদন সূত্রের খবর, মৌসুমী সরকার নামে এক বরিষ্ঠ সরকারি আমলা জেল ভাঙার খবর সত্যি বলে জানিয়েছেন। কিন্তু এর থেকে বেশি কিছু বলতে চাননি। পুলিশ সূত্রের খবর, আন্দোলনকারীরা জেলে হামলা চালান, জেল ভেঙে মুক্ত করে দেন বন্দিদের। কতজন বন্দি পালিয়েছেন তার নির্দিষ্ট সংখ্যা বলা হয়নি বাংলাদেশের প্রশাসনের তরফ থেকে। এএফপি-তার প্রতিবেদনে দাবি করেছে যে তাদের স্থানীয় এক ব্যক্তি জানিয়েছে যে ওই জেল থেকে একাধিক লোককে জিনিসপত্র নিয়ে বেরোতে দেখেছেন সেই ব্য়ক্তি।


ক্রমশ বাড়ছে মৃতের সংখ্য়া:
বাংলাদেশের সংরক্ষণ বিরোধী (Bangladesh Protest) আন্দোলন হিংসার রূপ নেওয়ার পর থেকে দফায় দফায় সংঘর্ষে ঝরে গিয়েছে বহু প্রাণ। কার্যত অগ্নিগর্ভ ঢাকা। দিনে-রাতে রাস্তায় আন্দোলন চলছে, দফায় দফায় পুলিশ-নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে আন্দোলনকারীদের। AFP-এর রিপোর্ট অনুয়ায়ী ইতিমধ্যেই নিহতের সংখ্যা ৬০ পেরিয়ে গিয়েছে। পরিস্থিতি সামলাতে ওই দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আগেই। ঢাকায় (Dhaka Metropoliton Police) পুলিশ যাবতীয় ভিড় এড়ানোর জন্য ব্যবস্থা নিয়েছে। কোনও রকম ভাবে জমায়েত করার বিরুদ্ধে পদক্ষেপ করেছে। এএফপিকে (AFP) দেওয়া সাক্ষাৎকারে ঢাকা পুলিশের তরফে বলা হয়েছে, সবরকম মিছিল-জমায়েত নিষিদ্ধ করা হয়েছে আর কোনও হিংসা এবং প্রাণহানি এড়ানোর জন্য। তবুও হিংসা এড়ানো যায়নি। বাংলাদেশে একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তারপরেও সামাল দেওয়া যায়নি হিংসা। বাংলাদেশের মাটিতে শান্তি ফিরবে কবে? প্রশ্ন বিশ্বজুড়েই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: থমকে গেল মাইক্রোসফট? CrowdStrike আসলে কী? কেন বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়ল পরিষেবা?