ময়মনসিংহ: বাংলাদেশের বাড়ির সামনে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল আরও এক সাংবাদিককে। এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক সংগঠনগুলি। মৃত ওই বর্ষীয়ান সাংবাদিকের (Senior journalist) নাম স্বপন কুমার ভদ্র। তাঁকে এভাবে কুপিয়ে খুনের (hacked to death) ঘটনা বাংলাদেশের (Bangladesh) অন্যান্য সাংবাদিকদের জন্য একটি সতর্কবার্তা বলেও দাবি করা হয়েছে আন্তর্জাতিক মহলের তরফে।


গ্লোবাল মিডিয়া সেফটি অর্গানাইজেশন দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেন (PEC)-এর তরফে অবিলম্বে এই বিষয়ে সুবিচারের ব্যবস্থা করার পাশাপাশি মৃত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ৬৫ বছর বয়সী স্বপন কুমার ভদ্রকে তাঁর ময়মনসিংহের বাড়ির সামনে কুপিয়ে খুন করে তিনজন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী। আরও জানা গেছে বর্তমানে সক্রিয়ভাবে কোনও সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন না মিস্টার ভদ্র। শুধুমাত্র সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে এই নিজের বক্তব্যের কথা তুলে ধরতেন তিনি। আলোচনা করতেন সন্ত্রাসবাদ, মাদক ও অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে।তদন্তে নেমে এখনও পর্যন্ত একজন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ। বাকি দুজনের সন্ধানে তল্লাশি চলছে। 


গ্লোবাল মিডিয়া সেফটি অর্গানাইজেশন দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেন-এর প্কাশ করা তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে সাংবাদিকদের হত্যা করার ঘটনা ক্রমশ বাড়ছে। শুধুমাত্র ২০২৪ সালে এখনও পর্যন্ত ১১০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। যার মধ্যে এই বছর এখনও পর্যন্ত মিস্টার ভদ্র সহ বাংলাদেশে হত্যা করা হয়েছে ১৬ জন সাংবাদিককে। রাজনৈতিক অস্থিরতা ও সরকার বিরোধী কাজকর্মের জন্য এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে বলে দাবি আন্তর্জাতিক মহলের।


দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেন-এর সভাপতি বালাইস লেম্পেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান অধ্যাপক মহম্মদ ইউনুসকে অনুরোধ করেছেন ব্যক্তিগতভাবে ভদ্রের পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য। সেই সঙ্গে বাংলাদেশে সরকার বিরোধী মন্তব্য করার জন্য সম্প্রতি যে পাঁচজন সাংবাদিককে হত্যা করা হয়েছে তারও সুবিচারের বন্দোবস্ত করতে অনুরোধ জানানো হয়েছে আন্তর্জাতিক ওই সংস্থার তরফে।
সাংবাদিক হত্যার ঘটনায় বাংলাদেশের পাশাপাশি ভয়ঙ্কর জায়গাতে রয়েছে তাদের প্রতিবেশি দেশ পাকিস্তানও। সেখানে সরকার বিরোধী মন্তব্যের জন্য জানুয়ারির এক তারিখ থেকে এখনও পর্যন্ত ১০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেন-র দক্ষিণ এশিয়ার প্রতিনিধি নাবা ঠাকুরিয়া। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Shortest Flight in the World: মাত্র ১.৫ মিনিটে পৌঁছনো যায় গন্তব্যে, বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত উড়ান এই পথে...