খেয়াদা(দক্ষিণ ২৪ পরগনা) : ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে এবার নরেন্দ্রপুরের খেয়াদায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। নিহত বিজেপি কর্মী নির্মল মণ্ডলের বাড়িতে গেল সিবিআই। নির্মল মণ্ডল খুনের পর থেকেই তাঁর পরিবার বাড়িছাড়া বলে দাবি বিজেপির। এব্যাপারে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। অন্যদিকে, কোচবিহারের চিলাখানায় পৌঁছয় সিবিআইয়ের আরও একটি দল। ৫ মে তৃণমূল কর্মীর দেহ মেলে। সেই মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। কথা বলে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে।
এদিকে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে আরও ৭টি মামলা রুজু করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার নেওয়ার পর এনিয়ে মোট ২৮টি মামলা দায়ের হল। নতুন মামলাগুলির মধ্যে রয়েছে বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে শনিবার ৪ জেলায় যায় সিবিআইয়ের টিম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। নদিয়ার চাপড়া থেকে ২ জনকে গ্রেফতার করে সিবিআই।
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সিবিআই তদন্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই সপ্তমে উঠেছে রাজনৈতিক তরজা। এই প্রেক্ষাপটে শনিবারই প্রথম গ্রেফতার করে সিবিআই। শনিবার, মৃতের পরিজনের সঙ্গে কথাবার্তা, তাঁদের বয়ান রেকর্ড ও বিভিন্ন নথিপত্র সংগ্রহ করতে রাজ্যের চার জেলায় পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা।
গতকাল পর্যন্ত সিবিআইয়ের কাছে ৬০টি মামলার কেস ডিটেলস এসেছে। যা হাইকোর্টের ৪১টি মামলার তুলনায় বেশি। ১৭টি জেলা থেকে এখনও পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাস মামলার নথি পাঠানো হয়েছে সিবিআইয়ের কাছে। বিজেপির অভিযোগ, ভোটের ফলপ্রকাশের দিন উত্তর ২৪ পরগনার জগদ্দলে তাঁদের বুথ সভাপতি কমল মণ্ডলের বাড়িতে হামলা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন বৃদ্ধা শোভারানি মণ্ডল। পরে কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শুক্রবার চাপড়ার হৃদয়পুরে নিহত বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন তদন্তকারীরা।