পূর্ব মেদিনীপুর: মহিষাদল প্রেস কর্নারের উদ্যোগে মহিষাদল (mahishadal) রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্তোত্সবের আয়োজন করা হয়। এবার ১৩ বছরে পা দিল এই উত্সব। প্রভাতফেরির মাধ্যমে এদিন অনুষ্ঠানের সূচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার ২৩টি সাংস্কৃতিক দল এই বসন্তোত্সবে যোগ দিয়েছে। 


বসন্ত জাগ্রত দ্বারে। আবিরের রঙে রেঙেছে বঙ্গবাসী (West Bengal)। দিগন্তে গাঢ় হয়েছে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর। আজ রঙের উত্সব, রঙীন বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোত্সব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নিউটাউনের (New Town) রবীন্দ্র তীর্থ থেকে মুদিয়ালি ক্লাব (Mudiali Club), বসন্তোত্সব পালিত হচ্ছে দিকে দিকে। সবার রঙে রং মেলানোর দিন। আনন্দে সামিল হতে সকাল থেকেই বহু মানুষের ভিড়। আয়োজন করা হয়েছে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।


এ যেন কলকাতার (Kolkata) বুকে এক টুকরো শান্তিনিকেতন (Shantiniketan)। নাচে-গানে বসন্তকে বরণ কচিকাঁচাদের। গলফ গ্রিনেও (golf green) আজ পালিত হচ্ছে বসন্ত উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলছে আবির খেলা। 



আবিরে রাঙা শান্তিনিকেতন। বিশ্বভারতীতে পড়ুয়াদের উদ্যোগে পালিত হচ্ছে বসন্তোত্সব। উপাসনা গৃহ থেকে আশ্রম চত্বরে প্রভাতফেরি। রঙের উত্সবে মাতোয়ারা সবাই। দোল উপলক্ষে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড়। আশ্রম চত্বরে বাইরেও চলছে রং খেলা।

 

এদিকে, রঙের ছোঁয়ায় ধুয়ে-মুছে সাফ হয়ে যাক সব ভুল-ভ্রান্তি। বন্ধ হোক যুদ্ধ। এই আশা নিয়েই নাচে-গানে-কবিতায় বসন্ত বরণ করল মুদিয়ালি ক্লাব। পাশাপাশি, গতকালই সূচনা হল দুর্গোত্সবের। একসঙ্গে হোলির দহন আবার ন্যাড়াপোড়া। মুদিয়ালি ক্লাবে বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন ভাষাভাষি মানুষ উৎসবে মেতে উঠলেন। সূচনা হল মুদিয়ালি ক্লাবের দোল উৎসবের।