করুণাময় সিংহ, মালদা: শুধু তৃণমূলই নয়। পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে দলীয় কোন্দলে ভুগছে বিজেপিও। মালদায় প্রকাশ্যে এল তেমনই ছবি। দলের প্রার্থী নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মনোনয়ন জমা দিলেন পদ্ম শিবিরের ৬ নেতা। ক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ-সভাপতি।
মালদায় গেরুয়া শিবিরের অন্দরের দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে, ১২ জন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য মনোনয়নের জন্য ডিসিআর নিলেন নির্দল প্রার্থী হিসেবে। ভোটে প্রার্থী হওয়ার জন্য ট্রেজারিতে নির্ধারিত টাকা জমা দিতে হয়, তারপরেই মেলে DCR বা ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। সেই রসিদ দেখিয়ে তুলতে হয় মনোনয়নপত্র। পুরাতন মালদা সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উকিল মণ্ডলের নেতৃত্বে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ১২ জন পঞ্চায়েত সদস্য। তাঁদের অভিযোগ, দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বিজেপি সদস্য উকিল মণ্ডল বলেন, 'জেলা নেতৃত্ব দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিচ্ছে না। সেই কারণেই আমরা নির্দল হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। কেবলমাত্র গ্রাম পঞ্চায়েত নয়, পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদেও নির্দল হিসাবে প্রার্থী হিসাবে অনেকে দাঁড়াবে।' দলের অন্দরে ক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ-সভাপতি। উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপিক সহ সভাপতি তাপস গুপ্ত বলেন, 'দলের অন্দরে ক্ষোভ আছে। বিজেপির মনোভাবাপন্ন কর্মীরা নির্দলে দাঁড়ালে দলের ক্ষতি হবে। তবে আশা করছি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।' যদিও ভোট হতে আর মাত্র কয়েকদিন বাকি। মনোনয়ন প্রত্যাহার তারও আগে হবে। সেই সময় মেটার আগে সমস্যার সমাধান হবে কিনা তা নিয়ে প্রশ্ন স্থানীয় বিজেপির অন্দরেই।
পঞ্চায়েতের টিকিট নিয়ে বিজেপির কোন্দল নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। পুরাতন মালদা ব্লক কমিটির সুশান্ত কুণ্ডু বলেন, 'এই ঘটনা থেকে প্রমাণ হয় যে বিজেপির অন্দরে কোন্দল আছে। কেবলমাত্র তৃণমূলকে বদনাম করার জন্য বিরোধীরা তৃণমূলের কোন্দল নিয়ে কথা বলেন। ভোটে মানুষ এর যোগ্য জবাব দেবে।'
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'এত বড় বিজেপি দল, কোথাও কোথাও হয়তো বিচ্যুতি হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয়, সেদিকে খেয়াল রাখা হবে।'
আরও পড়ুন: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?