Weather Update:  পুজোর আগেই বদলে গিয়েছে বঙ্গের  আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরের কিছু এলাকায়। তবে সব জায়গায় একই পরিমাণ বৃষ্টি হবে না। সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে আকাশ। উত্তরের বহু অংশে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৮টার আবহাওয়া বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮২ শতাংশ।১০ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বেলায় এই তাপমাত্রা আরও বাড়বে।  


South Dinajpur Weather update:  একই পরিস্থিতি হতে পারে দক্ষিণেও। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলার কিছু অংশে। তবে সেই বৃষ্টি দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। সকালে জেলার বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৩ শতাংশ। সকালে জেলার তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১৬ কিলোমিটার। এদিন দমকা হাওয়ার সাক্ষী থাকবে জেলা। 


আজ থেকে বদলে যাচ্ছে আবহাওয়া। নিম্নচাপের জেরে শহরের মুখ ভার । সকাল থেকেই মহানগরে দফায় দফায় বৃষ্টি । বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টি হবে। তবে হালকা ও মাঝারি। শুধুমাত্র দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোপ্রস্তুতির মুখে এমনই পূর্বাভাস মিলল আলিপুর আবহওয়া দফতরের বার্তায়।

পুজোর আগে দুর্যোগ
আসছে রবিবার মহালয়া। পুজোর ঢাকে কাঠি পড়তে আর দু’সপ্তাহও বাকি নেই। অথচ আশ্বিনের শুরু থেকেই আকাশের মুখ ভার। মাঝেমধ্যেই হানা দিচ্ছে বৃষ্টি । 


শারদোৎসবের প্রস্তুতির স্লগওভার কী বৃষ্টিতেই ধুয়ে যাবে?
ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, সবার মনে যখন এই আশঙ্কা ঘুরপাক খাচ্ছে, তখন কিছুটা হলেও স্বস্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টি হবে না বাংলায়। 


 হালকা ও মাঝারি বৃষ্টি
আগামী ৩-৪ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরের এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ থেকে খুব বেশি বৃষ্টি হবে না। আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 


নিম্নচাপের অভিমুখ কোনদিকে
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের অভিমুখ রয়েছে ওড়িশা উপকূলের দিকে। ঝাড়খণ্ডের রাঁচি থেকে বাংলার দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ওড়িশার বালাসোর পর্যন্ত সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামের কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ পশ্চিমে সরলে বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে।  

মৎস্যজীবীদের মানা
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আরও পশ্চিমে সরলে বৃষ্টি বাড়বে পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূমের কিছুটা অংশে ও পশ্চিম বর্ধমানে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের 


নিম্নচাপের কারণে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।