WB News Live Updates: আনন্দপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Jan 2022 11:15 PM
WB Bengal News Live : দিল্লিতে নেতাজির হলোগ্রাম মূর্তির স্যালুটের ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি চন্দ্র বসুর

দিল্লিতে নেতাজির হলোগ্রাম মূর্তির স্যালুটের ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলল নেতাজির পরিবার। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খোলা চিঠিও দিয়েছেন চন্দ্র বসু।
চিঠিতে মূর্তির নান্দনিক দিকটির ব্যাপারে নজর দেওয়ার আবেদন। এই নিয়ে নেতাজি কমিটির বৈঠক ডাকারও দাবি জানিয়েছেন চন্দ্র বসু

WB News Live Updates: আনন্দপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

আনন্দপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেফতার ১, ধৃতের নাম মহানন্দ মণ্ডল।নদিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করল আনন্দপুর থানার পুলিশ।নাবালিকার বন্ধুর বাড়িতে যৌন নির্যাতনের অভিযোগ

WB Bengal News Live : 'সুবিধে নিয়ে বিশ্বাসঘাতকতা করলে দুয়ারে প্রহার প্রকল্প চালু হবে’, হুমকির সুর উদয়নের গলায়

‘সুবিধে নিয়ে বিশ্বাসঘাতকতা করলে দুয়ারে প্রহার প্রকল্প চালু হবে’,দিনহাটায় দলের কর্মিসভায় তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গলায় হুমকির সুর

WB News Live Updates: ‘অসাবধনায় আগুন’ বর্ধমান মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে, উল্লেখ প্রাথমিক রিপোর্টে

বৈদ্যুতিক বিভ্রাটে নয়, অসাবধানতাবশত আগুন জ্বালাতে গিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে অগ্নিকাণ্ড। স্বাস্থ্য দফতরের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, খবর সূত্রের।

WB Bengal News Live : স্কুল খুলতে চিঠি চিকিৎসকদের গবেষণামূলক প্রতিষ্ঠানের

কোভিড বিধি মেনে দ্রুত স্কুল খোলার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিল রাজ্যের শিশু চিকিৎসকদের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য দ্রুত ধাপে ধাপে স্কুল খোলার আর্জি জানানো হয়েছে ওই চিঠিতে। স্কুল খোলার দাবিতে এদিনও পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী শিবিরের একাধিক ছাত্র সংগঠন।

WB News Live Updates: ক্ষোভ জানিয়ে মণ্ডল সভাপতি পদ ছাড়লেন ছাতনার এক বিজেপি নেতা

দলের সাংসদ, বিধায়ক ও নতুন জেলা কমিটির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মণ্ডল সভাপতি পদ ছাড়লেন ছাতনার এক বিজেপি নেতা। তাঁর দাবি, দলের আরও ১৪০ জন পদাধিকারী একই পথে হাঁটছেন। অভিযোগ উড়িয়ে পদত্যাগী নেতার বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ এনেছেন সাংগঠনিক জেলা সভাপতি। গেরুয়া শিবিরের কোন্দলকে কটাক্ষ করেছে তৃণমূল।

WB Bengal News Live : ডোরিনা ক্রসিংয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল

ডোরিনা ক্রসিংয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকেও খুঁটিয়ে পরীক্ষা করেন তাঁরা।

WB News Live Updates: কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম রোডে চলন্ত গাড়িতে আগুন

কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম রোডে চলন্ত গাড়িতে আগুন।  প্রফুল্ল কানন পশ্চিম এলাকা থেকে দমদম পার্কের দিকে যাওয়ার পথে আচমকা গাড়িতে আগুন লাগে। প্রথমে গাড়ির চালক দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পড়েন। স্থানীয়রা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে গাড়িতে।

WB Bengal News Live : নাগরাকাটার চম্পাগুড়িতে চলন্ত গাড়ি থেকে পড়ে মৃত্যু ব্যবসায়ীর

রবিবার সকাল ১১টা নাগাদ নাগরাকাটার চম্পাগুড়িতে হাট করতে এসে চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে   মৃত্যু হল এক হাট ব্যবসায়ীর। এঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

WB News Live Updates: মধ্যমগ্রামে নকল পাইপের কারখানার হদিশ পেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

মধ্যমগ্রামের দিগবেরিয়া নকল পাইপের কারখানার হদিশ পেল বারাসত জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। প্রায় সাড়ে 400 নকল পাইক উদ্ধার করেছে পুলিশ। নামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে পাইপ গুলো বিক্রি করা হত। পুলিশ তল্লাশি চালাতে পারে বলে খবর পেয়ে গোডাউনের মালিক পালিয়ে যান।  তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এছাড়াও এই ধরনের লেভেল লাগানোর বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ

WB Bengal News Live : বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে থাকা ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক, ব্যবস্থা গ্রহনের দাবি শান্তনু সেনের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে থাকা ভারতের মানচিত্র নিয়ে তুমুল বিতর্ক।প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দফতরকে ট্যুইটে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি
তৃণমূল সাংসদ শান্তনু সেনের

WB News Live Updates: রাজ্যে করোনায় সামান্য কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু

রাজ্যে করোনায় সামান্য কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৩৪২৭ জন।গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৩৩ জন।গতকালের তুলনায় বাড়ল পজিটিভিটি রেট।টেস্ট হয়েছে ৫৭  হাজার ৮৫টি, পজিটিভিটি রেট ৬ শতাংশ

WB Bengal News Live : বরখাস্ত করার আগে কেন আলোচনা করেননি, সুকান্তকে প্রশ্ন রীতেশের

বরখাস্ত করার আগে কেন আলোচনা করেননি রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারকে পাল্টা প্রশ্ন সাময়িক বরখাস্ত হওয়া বিজেপি নেতা রীতেশ তিওয়ারির।

WB News Live Updates: ফের নাম না করে অমিতাভ চক্রবর্তীকে আক্রমণ রীতেশ তিওয়ারির

প্রচারক নয়, প্রতারকদের মতো আচরণ করছেন। নাম না করে অমিতাভ চক্রবর্তীকে আক্রমণ করলেন সাময়িক বরখাস্ত হওয়া বিজেপি নেতা রীতেশ তিওয়ারি। তাঁর অভিযোগ, একগুঁয়ে মনোভাব নিয়ে চলছেন রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক। বিষয়টি নিয়ে মন্তব্যে নারাজ রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

WB Bengal News Live : নরেন্দ্রপুরে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম সিভিক ভলান্টিয়ার

নরেন্দ্রপুরে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম সিভিক ভলান্টিয়ার। প্রচণ্ড গতিতে থাকা একটি বাইক সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারে।আশঙ্কাজনক অবস্থায় গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হল এসএসকেএমে। বাইক আরোহী ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।বাইক আরোহী ২ জনের চিকিৎসা চলছে বাঘাযতীন হাসপাতালে

WB News Live Updates:ডোরিনা ক্রসিংয়ে দুর্ঘটনার পর কড়া পরিবহণমন্ত্রী, ‘আনফিট’ বাস বাজেয়াপ্তর নির্দেশ

ট্রাফিক আইনে জরিমানা বৃদ্ধির পরও পথে বেপরোয়া গতি। ডোরিনা ক্রসিংয়ে বাস দুর্ঘটনার পর কড়া পরিবহণমন্ত্রী।‘আনফিট’ বাস অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ ফিরহাদ হাকিমের।‘রি-সোলিং টায়ার থাকায় বাসটি টাল সামলাতে না পেরে উল্টে যায়’
পরিবহণ দফতরের আধিকারিকদের আরও নজরদারি বাড়ানোর নির্দেশ

WB Bengal News Live : ‘২৭ ফেব্রুয়ারির ভোট পিছনো হোক’, বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

বিজেপি নেতা শমীক ভট্টাযার্য বলেছেন,  ‘পুরভোটের ভোটগণনা একদিনে হোক। চারটি পুরসভার নির্বাচন ও ১০৮টি মিউনিসিপ্যালিটির নির্বাচনের গণনা একদিনে হোক। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ২৭ ফেব্রুয়ারির ভোট পিছনো হোক। কাল রাজ্য নির্বাচনের কাছে দাবি জানাবে রাজ্য বিজেপি’

WB News Live Updates: নন্দীগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

নন্দীগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর। তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য শঙ্কর দাস সহ শতাধিক বিজেপি কর্মীর যোগ 

WB Bengal News Live : সরষের মধ্যেই ভূত! সিঙ্গুরে ভেড়ি নিয়ে সরকারকে কটাক্ষ দিলীপের

সরষের মধ্যেই যে ভূত রয়েছে, এখন প্রমাণ হল। সিঙ্গুরে ভেড়ি নিয়ে সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের

WB News Live Updates: সিঙ্গুরে তৈরি হচ্ছে মাছের ভেড়ি,শুরু মাটি কাটার কাজ

সিঙ্গুরে তৈরি হচ্ছে মাছের ভেড়ি। গোপালনগর মৌজায় ভেড়ি তৈরির কাজ শুরু হয়েছে। যন্ত্রের সাহায্যে শুরু হয়েছে মাটি কাটার কাজ। সিঙ্গুরের গোপালনগর মৌজায় ১০ বিঘা জমিতে মাছের ভেড়ি তৈরি হচ্ছে।
পাশের আরও কয়েকটি জমিতেও ভেড়ি তৈরি হবে বলে দাবি মালিকদের। এ’নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল। 

WB Bengal News Live : রাজ্য বিজেপির অন্দরে ক্ষোভ, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে নালিশ জানাবেন শান্তনু ঠাকুর

দলের অন্দরে ক্ষোভ, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে নালিশ জানাবেন শান্তনু ঠাকুর।বাজেট অধিবেশনে যোগ দিতে আজই দিল্লি গেলেন শান্তনু।গতকালই সায়মিক বরখাস্ত ২ নেতার সঙ্গে বৈঠক করেন শান্তনু। বললেন, ‘৩০ বছর পার্টি করার পর বরখাস্ত করা হয়েছে, এরা কোথায় যাবে?’

WB News Live Updates: ইছাপুরে নিহত তৃণমূল নেতার শেষযাত্রায় সামিল প্রচুর মানুষ

উত্তর ২৪ পরগনার ইছাপুরে তৃণমূল নেতা খুনে বিজেপি নেতাকে গ্রেফতার করল নোয়াপাড়া থানার পুলিশ। ধৃত বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়, এর আগে নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর স্বামী বিকাশ বসু খুনের ঘটনায় জেলও খাটেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল ২ রাউন্ড গুলি চলে। নিহত তৃণমূল নেতা সুশান্ত মজুমদারের ঘাড়ে গুলির চিহ্ন রয়েছে। মৃত্যু নিশ্চিত করতে তাঁকে একাধিকবার কোপানো হয় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।


মৃত তৃণমূল নেতার শেষযাত্রায় সামিল প্রচুর মানুষ। বাড়ি থেকে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে দলীয় কার্যালয়ে।


 

WB Bengal News Live : পেগাসাস ইস্যুতে মোদি সরকারকে নিশানা ব্রাত্য বসুর

বিরোধীদের উপর যে মোদি সরকার নজরদারি চালাচ্ছে, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট তা আরও একবার প্রমাণ করল, তোপ ব্রাত্য বসুর।

WB News Live Updates: মহাত্মা গাঁধীর মৃত্যুদিনে ব্যারাকপুরে রাজ্যপালের ডাকেও মঞ্চে উঠলেন না বনমন্ত্রী

মহাত্মা গাঁধীর মৃত্যুদিনে ব্যারাকপুরে রাজ্যপালের ডাকেও মঞ্চে উঠলেন না রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপি সাংসদ অর্জুন সিংহ মঞ্চে থাকায় আপত্তি। পাল্টা জবাব দিয়েছেন অর্জুন সিংহ।

WB Bengal News Live : দলের নেতা সুশান্ত মজুমদারকে খুনের ঘটনায় বিজেপিকে নিশানা তৃণমূলের

অর্জুন সিংহর ইশারাতেই খুন করা হয়েছে উত্তর ২৪ পরগনার ইছাপুরে তৃণমূল নেতা সুশান্ত মজুমদারকে, তোপ তৃণমূলের।

WB News Live Updates: স্কুল খোলার পক্ষে সওয়াল করে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি শিশু চিকিত্সকদের একটি সংস্থার

স্কুল খোলার পক্ষে সওয়াল করে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিল শিশু চিকিত্সকদের একটি সংস্থা। চিঠিতে উল্লেখ, অবিলম্বে স্কুলে পঠনপাঠন শুরু হোক। যে সমস্ত শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা দীর্ঘকালীন চিকিত্সা চলছে, তাদের ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শের ওপর নির্ভর করে স্কুলে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। স্কুল খোলার জন্য মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে আবেদন ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকসের।

WB Bengal News Live : ডোরিনা ক্রসিংয়ে উল্টে গেল বাস

ডোরিনা ক্রসিংয়ে উল্টে গেল বাস। বাস উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত । চাকা ফেটে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।

WB News Live Updates: খড়গপুরে কলাইকুন্ডার কাছে জাতীয় সড়কে উল্টে গেল ট্যাঙ্কার, এলাকায় আতঙ্ক

খড়গপুরে কলাইকুন্ডার কাছে জাতীয় সড়কে উল্টে গেল ট্যাঙ্কার। দাহ্য গ্যাস ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায় বলে অনুমান। ট্যাঙ্কার থেকে এখনও গ্যাস লিক হয়নি, জানিয়েছে দমকল।

WB Bengal News Live : নতুন জেলা কমিটি নিয়ে বাঁকুড়ায় বিজেপিতে ফের প্রকাশ্যে কোন্দল

নতুন জেলা কমিটি নিয়ে বাঁকুড়ায় বিজেপিতে ফের প্রকাশ্যে কোন্দল। বিধায়ক-সাংসদ ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পদত্যাগ করলেন ছাতনা ব্লকের ১ নম্বর মণ্ডল সভাপতি-সহ ১৪০ জন পদাধিকারী। আজ সকালে ছাতনার লোহাগড় মোড়ে বিক্ষোভও দেখান তাঁরা।পদত্যাগীদের দাবি, বিজেপি সাংসদ সুভাষ সরকার ও ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে স্বজনপোষণ করছে। সেই কারণেই ক্ষোভ। নতুন কমিটি ও জেলা সভাপতিকে তাঁরা মান্যতা দিচ্ছেন না বলেও জানিয়েছেন পদত্যাগী বিজেপি নেতারা। সাংসদ ও বিধায়কের প্রতিক্রিয়া মেলেনি। ভিত্তিহীন অভিযোগ, দাবি বিজেপি জেলা নেতৃত্বের। গোষ্ঠীদ্বন্দ্বেই শেষ হবে বিজেপি, কটাক্ষ তৃণমূলের।

WB News Live Updates: স্কুল-কলেজ খোলার দাবিতে সিউড়িতে এসএফআইয়ের পথ অবরোধ

স্কুল-কলেজ খোলার দাবিতে বীরভূমের সিউড়িতে এসএফআইয়ের পথ অবরোধ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এদিন স্কুল-কলেজ খোলার দাবিতে প্রথমে সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে রাস্তায় বসে বিকল্প ক্লাসরুম কর্মসূচি পালন করে এসএফআই। পরে পথ অবরোধ করেন এসএফআই সদস্যরা। অবরোধ তুলতে যাওয়ায় বাম ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়

WB Bengal News Live : বিধাননগরে বিজেপি নেতা শীলভদ্র দত্তকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিধাননগর পুরভোটের প্রচার ঘিরে ৩১ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। বিজেপি নেতা শীলভদ্র দত্তকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতার দাবি, এদিন ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানার সমর্থনে পূর্ত ভবন আইল্যান্ডের কাছে প্রচার করার সময় মহিলা বিজেপি কর্মীদের মারধর করা হয়। গাড়ি থেকে নামিয়ে বিজেপি নেতা শীলভদ্র দত্তকেও হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। প্রতিক্রিয়া দিতে চাননি সব্যসাচী দত্ত।

WB News Live Updates: বিধাননগরের পর এবার চন্দননগর, ফের পুরভোটের প্রচারে গিয়ে পুলিশের বাধার মুখে দিলীপ ঘোষ

বিধাননগরের পর এবার চন্দননগর। ফের পুরভোটের প্রচারে গিয়ে পুলিশের বাধার মুখে দিলীপ ঘোষ। এদিন প্রচারে গিয়ে গোন্দলপাড়া জুটমিলের শ্রমিক মহল্লায় 'মন কি বাত' অনুষ্ঠানে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তাঁকে বাধা দেয় চন্দননগর কমিশনারেটের পুলিশ।  এ নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বাদানুবাদ হয় দিলীপ ঘোষের। মন কি বাত শেষ হওয়ার আগেই ফিরে যান তিনি। পুলিশের দাবি, কোভিড বিধি ভেঙে ৫ জনের বেশি সমর্থক নিয়ে অনুমতি ছাড়াই কর্মসূচি, তাই আটকানো হয়।

WB Bengal News Live : ফের হাতির হানা মেদিনীপুর সদর ব্লকে

ফের হাতির হানা মেদিনীপুর সদর ব্লকে। রবিবার ভোরে ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকা থেকে শাবকসহ ২০ থেকে ২৫ টি হাতির একটি পাল প্রবেশ করে মেদিনীপুর বনবিভাগের চাঁদড়া রেঞ্জ এলাকায়। হাতির পালটি রাজ্য সড়ক পার করে মণিদহ হয়ে প্রথমে ঢুকে পড়ে পলাশিয়া এলাকায়। এরপর এলাকাবাসীর তাড়া খেয়ে হাতির পালটি প্রবেশ করে চাঁদড়ার জঙ্গলে। হাতির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে বনদফতরের তরফে। তবে জঙ্গলপথে প্রত্যেককেই সাবধানে যাতায়াত করার পরামর্শ দিচ্ছেন বনবিভাগের আধিকারিকরা। 

WB News Live Updates: জখম বাইক আরোহীর চিকিত্সার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার নদিয়ার পলাশিপাড়ায়

পথ দুর্ঘটনায় জখম বাইক আরোহীর চিকিত্সার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে নদিয়ার পলাশিপাড়ায় ধুন্ধুমার। হাসপাতালে ভাঙচুর। পুলিশকে নিগ্রহের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, আজ সকালে পলাশিপাড়ায় লরির ধাক্কায় গুরতর জখম হন দুই বাইক আরোহী। অভিযোগ, অ্যাম্বুল্যান্স আসতে দেরি করায় একজনের মৃত্যু হয়। এরপরই স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভাঙচুর চালায় মৃতের পরিবার ও গ্রামবাসীদের একাংশ। ভাঙচুর চলে অ্যাম্বুল্যান্সেও। পুলিশকেও মারধর করা হয় বলে অভিযোগ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB Bengal News Live : গান্ধী মূর্তির সামনে শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ অবস্থান তুলে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

গান্ধী মূর্তির সামনে শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ অবস্থান তুলে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ২০১৬-র এসএলএসটি পাস চাকরিপ্রার্থীরা ১০৫ দিন ধরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ অবস্থান করছেন। তাঁদের দাবি, অনুমতি থাকা সত্ত্বেও এদিন অবস্থান তুলে দেয় পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে, গান্ধী প্রয়াণ দিবসে রাজ্যপালের অনুষ্ঠান রয়েছে। নিরাপত্তার কারণেই সরানো হয়েছে বিক্ষোভকারীদের। 

WB News Live Updates: "মহাত্মা গাঁধীর মৃত্যুদিনে রাজ্যপাল বিজেপির মুখপাত্রর ভূমিকা পালন করছেন", ট্যুইট তৃণমূল সাংসদ শান্তনু সেনের

"মহাত্মা গাঁধীর মৃত্যুদিনে রাজ্যপাল বিজেপির মুখপাত্রর ভূমিকা পালন করছেন। গাঁধীজির খুনিকে পুজো করে বিজেপি। ফের একটি পবিত্র স্থান ব্যবহৃত হল মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের জন্য। তৃণমূল নেতা খুনের বিষয়ে একটি কথাও নেই, লজ্জা!" রাজ্যপালকে নিশানা করে ট্যুইট তৃণমূল সাংসদ শান্তনু সেনের।

WB Bengal News Live : মেদিনীপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান যাত্রী, রেল পুলিশকর্মীর তত্পরতায় বাঁচল প্রাণ

ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান যাত্রী। দুই মহিলা রেল পুলিশ কর্মীর তত্পরতায় বাঁচল প্রাণ। মেদিনীপুর স্টেশনের ঘটনা। গতকাল রাতে হাওড়া-চক্রধরপুর প্যাসেঞ্জার থেকে নামতে যান ওই যাত্রী। পা ফসকে পড়ে যান তিনি। ২ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত দুই মহিলা রেল পুলিশ কর্মী ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। অক্ষত রয়েছেন ওই যাত্রী। 

WB News Live Updates: মহাত্মা গাঁধীর মৃত্যুদিনে গণতন্ত্র নিয়ে ফের রাজ্যকে তোপ রাজ্যপালের

মহাত্মা গাঁধীর মৃত্যুদিনে গণতন্ত্র নিয়ে ফের রাজ্যকে তোপ রাজ্যপালের। ‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে।  লার মাটিকে রক্তরঞ্জিত হতে দেখতে পারব না। বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে’। বিধানকে রক্ষা করা আমার কাজ, মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

West Bengal News Live: ইছাপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার বিজেপি নেতা

ইছাপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার বিজেপি নেতা। বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। তৃণমূল নেতা সুশান্ত মজুমদারকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চলে। নিহত তৃণমূল নেতার ঘাড়ে গুলির চিহ্ন রয়েছে। মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় তৃণমূল নেতাকে, এমনই অনুমান পুলিশের।

WB News Live Updates: তপসিয়া থানার অন্তর্গত ডঃ আম্বেদকর রোডে মন্দিরে ধাক্কা বেপরোয়া গাড়ির

রাতের শহরে ফের দুর্ঘটনা। তপসিয়া থানার অন্তর্গত ডঃ আম্বেদকর রোডে মন্দিরে ধাক্কা বেপরোয়া গাড়ির। ক্ষতিগ্রস্ত মন্দিরের একাংশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গাড়ির সবাই মদ্যপ অবস্থায় ছিল। তদন্ত শুরু করেছে পুলিশ।

West Bengal News Live: বালিগঞ্জ স্টেশনে রেললাইনে গাড়ি, গ্রেফতার চালক

বালিগঞ্জ স্টেশনে রেললাইনে গাড়ি, গ্রেফতার চালক। ধৃত আনন্দপুর থানা এলাকার বাসিন্দা। রেললাইনের ওপর দিয়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় গাড়ি। গাড়িতে ৩ যুবক ও ৩ যুবতী ছিলেন।
আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। গাড়ি থেকে উদ্ধার হয় মদের বোতল। ‘গুগল ম্যাপ দেখে গাড়ি চালানোতেই বিপত্তি’, জেরায় দাবি ধৃতের, জানিয়েছে পুলিশ।

WB News Live Updates: হিজলি স্টেশনে চলছে নন-ইন্টারলকিংয়ের কাজ, ৩১ জানুয়ারি-৫ ফেব্রুয়ারি বাতিল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন

দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলায় ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল। এই তালিকায় রয়েছে পুরী ও দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেন

West Bengal News Live: আজ থেকে বাড়তে চলেছে পাঁউরুটির দাম

আজ থেকে বাড়তে চলেছে পাঁউরুটির দাম। বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটি জানিয়েছে,  পাউন্ড প্রতি দাম বাড়ছে ৪ টাকা। ২০০ গ্রাম পাঁউরুটির দাম বাড়বে ২ টাকা। কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণেই দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছে বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটি।এর আগে শেষবার পাঁউরুটির দাম বেড়েছিল ২০১৮ সালে।

WB News Live Updates: তৃণমূল সাংসদ-বিধায়কের উপস্থিতিতে বিজেপি নেতাকে সম্বর্ধনা

তৃণমূল সাংসদ-বিধায়কের উপস্থিতিতে বিজেপি নেতাকে সম্বর্ধনা। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতিকে সম্বর্ধনা। আরামবাগের তৃণমূল সাংসদ, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক সুবীর নাগকে সম্বর্ধনাকে ঘিরে হুগলিতে জোর জল্পনা ।  ‘আড়াই বছর ধরে দল কোনও অনুষ্ঠানে ডাকেনি’। ‘যারা বিধানসভার ভোটে হারিয়েছে, তারাই পুরভোটের দায়িত্বে’। ‘তৃণমূলের কাছ থেকে প্রস্তাব এলে চিন্তাভাবনা’। বিজেপি ত্যাগের জল্পনা বাড়িয়ে মন্তব্য প্রাক্তন জেলা সভাপতির। ‘তৃণমূলে আসতে চাইলে, আবেদন করলে চিন্তাভাবনা’। কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান ছিল না, দাবি তৃণমূল নেতৃত্বের।

West Bengal News Live: বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে আজও রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত

বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে আজও রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। ১২-র নীচে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এ বছরের জানুয়ারি মাসে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। চলতি মরশুমে গত ডিসেম্বরে তাপমাত্রা নেমেছিল ১১ দশমিক ২ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা স্বাভাবিকের নীচেই থাকবে পারদ।মঙ্গল-বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই ভরা মাঘে অকাল বর্ষণ। >>

WB News Live Updates: পুরভোটে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের জন্য সমীক্ষা চালাচ্ছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক?

পুরভোটে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের জন্য সমীক্ষা চালাচ্ছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক? মেদিনীপুরের তৃণমূল নেতা ও প্রাক্তন ভাইস চেয়ারম্যানের মন্তব্য উসকে দিয়েছে সেই জল্পনা।  টাকার বিনিময়ে প্রার্থী ঠিক করছে তৃণমূল। এই অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির।

West Bengal News Live: গাংনাপুরের কাছে চলন্ত ট্রেনে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় ধাক্কা মেরে ফেলার অভিযোগ

দমদমের পর এবার নদিয়া। গাংনাপুরের কাছে চলন্ত ট্রেনে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় ধাক্কা মেরে ফেলার অভিযোগ। গ্রেফতার ১, সঙ্গী পলাতক।

WB News Live Updates: বালিগঞ্জ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে হঠাৎ রেললাইনে গাড়ি

বালিগঞ্জ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে হঠাৎ রেললাইনে গাড়ি। ৩ জন আটক। গভীর রাতে তপসিয়ার কাছে মন্দিরে ধাক্কা বেপরোয়া গাড়ির। ক্ষতিগ্রস্ত মন্দিরের একাংশ।

West Bengal News Live: ইছাপুরে বাড়ির কাছেই খুন তৃণমূল নেতা

ইছাপুরে বাড়ির কাছেই তৃণমূল নেতা খুন। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরে মাথায় কোপ। নেপথ্যে বিজেপি বলে অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা অর্জুন।

প্রেক্ষাপট

নারকেলডাঙা ক্যানাল ওয়েস্ট রোড থেকে বেআইনি পার্কিং সরাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা এবং পুলিশ-প্রশাসন। শনিবার ওই রাস্তার পরিস্থিতি সরেজমিনে দেখতে যান প্রশাসন এবং পুলিশ আধিকারিকরা। সেখানে বেআইনি ভাবে রাস্তা জুড়ে গাড়ি রাখা হয়েছে বলে অভিযোগ। তা হটাতে সোমবার থেকে মাইকে প্রচার চালানো হবে। তার পর গাড়ি সরানোর জন্য সাত দিন সময় দেওয়া হবে সকলকে। তার মধ্যে রাস্তা খালি না করলে গাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।


শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বাড়িতে জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar) ও রীতেশ তিওয়ারি। জল্পনা উস্কে বিজেপি (BJP) সাংসদের বাড়িতে সাময়িক বরখাস্ত ২ নেতা। সন্ধেয় শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়কও। যদিও বৈঠক নিয়ে মুখ খোলেননি কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাস।


পথ কুকুরের গায়ে জড়ানো তৃণমূলের পাতাকা। দেখতে পেয়ে পতাকা খুলে নিলেন অগ্নিমিত্রা পাল। জোড়াফুল পতাকা তুলে রাখলেন পাশের টালির চালে। তৃণমূলের পতাকাকে অসম্মান করতে চান না বলেই টালির চালে পতাকা তুলে দেন বলে জানালেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। যদিও গোটাটাই প্রচারের আলোয় থাকার চেষ্টা বলে দাবি তৃণমূলের।


‘মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন দেখবেন বললে তৃণমূল কর্মীরা ভরসা পায়’। ‘দলে অন্য পদাধিকারী থাকলেও মমতার বিকল্প নেই’। মমতার বার্তা প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের। ‘অভিষেক অনেকটা সময় ত্রিপুরায় দেন, অনেকটা সময় গোয়ায়’। অভিষেকও অবশ্যই সংগঠন দেখবেন, বললেন সৌগত।


ফের শহরে মিলল ভুয়ো কল সেন্টারের হদিশ। মোবাইলের টাওয়ার বসানোর টোপ দিয়ে প্রতারণার কারবার চলছিল বলে অভিযোগ। সিআইডি-র হাতে গ্রেফতার দুই মহিলা-সহ ১১। ফুলবাগানে এমনই এক কল সেন্টারের সন্ধান পায় সিআইডি। অভিযোগ, মোবাইলের টাওয়ার বসানোর নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। বোলপুরে দায়ের হওয়া অভিযোগের সূত্র ধরে গতকাল রাতে ওই কল সেন্টারে অভিযান চালায় সিআইডি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.