West Bengal News Live Updates: ‘তৃণমূলের বিধায়ক, সাংসদরা আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন’, বিস্ফোরক দাবি মিঠুনের

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ABP Ananda Last Updated: 22 Nov 2022 10:51 PM
West Bengal Live News Updates: কাটমানি ‘বিদ্ধ’ তৃণমূল

বাড়ি বণ্টনে স্বজন পোষণ ও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত চন্দ্রকোণা পুরসভার বিরুদ্ধে। তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান।

Mithun Chakraborty: ‘তৃণমূলের বিধায়ক, সাংসদরা আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন’

‘তৃণমূলের বিধায়ক, সাংসদরা আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ২১ জন নয়, সংখ্যাটা বেড়েছে, সময় এলে দেখা যাবে। তাঁরা আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে’, বিস্ফোরক দাবি মিঠুন চক্রবর্তীর

West Bengal Live News Updates: নিশীথকে গ্রেফতারের দাবি

পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের চোর ধরো, জেল ভরো স্লোগানকে হাতিয়ার করে কোচবিহারে পথে নামল তৃণমূল। সোনার দোকানে চুরির ঘটনায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে গ্রেফতারির দাবিতে পড়ল ফ্লেক্স। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সাংসদের আসল রূপ জানুক মানুষ, পাল্টা খোঁচা তৃণমূলের।

WB News Live Updates: উলুবেড়িয়া ১৬ নং জাতীয় সড়কে ফের দুর্ঘটনা

উলুবেড়িয়া১৬ নং জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত তিন যুবক।

West Bengal Live News Updates: সভাস্থল-বদল তরজা

শুভেন্দু-গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার স্থান পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত ভোটের আগে কোন্দলের জেরেই সভার স্থান পরিবর্তন, কটাক্ষ বিজেপির। যানজটের কথা ভেবেই জায়গা বদল, সমালোচনা উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।

WB News Live Updates: নিয়োগ দুর্নীতির ছায়া এবার কি স্কুলের গণ্ডী ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়েও?

নিয়োগ দুর্নীতির ছায়া এবার কি স্কুলের গণ্ডী ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়েও? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে যাওয়ার পরও, আচমকা নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্তের জেরেই জোরাল হচ্ছে এই প্রশ্ন।

West Bengal Live News Updates: কলকাতায় পা রাখলেন নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

কলকাতায় পা রাখলেন নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নতুন রাজ্যপালকে স্বাগত জানান মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, শশী পাঁজা

WB News Live Updates: লালবাতিতে কড়া হাইকোর্ট

অনুব্রত মণ্ডলের লালবাতি লাগানো গাড়ি চড়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আগেই, সেই মামলায় ফের আদালতের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। লালবাতির ব্যবহার নিয়ে কত মামলা রুজু হয়েছে, তা রাজ্যের কাছে জানতে চাইল আদালত।  

West Bengal Live News Updates: রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মামলার শুনানি স্থগিত

রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মামলার শুনানি স্থগিত। ২৬ নভেম্বর মামলার শুনানি হবে। গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে আবেদন ইডির। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। সেই আবেদন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত। অনুব্রতর হয়ে দিল্লি হাইকোর্টে সওয়াল আইনজীবী কপিল সিব্বলের। ‘বাংলার মামলায় কেন দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ করবে ইডি?’ আদালতে সওয়াল অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলের। একই মামলায় সায়গলকে দিল্লি এনে জেরার যুক্তি ইডির। শুক্রবার হাইকোর্টে অনুব্রত মামলার পরবর্তী শুনানি। 

WB News Live Updates: তৃণমূলের বিবাদে ধুন্ধুমার

পঞ্চায়েত ভোটের মুখে জলপাইগুড়িতে আরও একবার সামনে এসে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ। মালবাজার পুরসভায় হাতাহাতিতে জড়ালেন তৃণমূলের নেতা-কর্মীরা। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুললেন দুই কাউন্সিলর। দল বিষয়টি দেখব, বললেন তৃণমূলের জেলা সভানেত্রী। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

West Bengal Live News Updates: তৃণমূলকে হারাতে ফের সমবায় সমিতির ভোটে জোট বাঁধছে বিজেপি-সিপিএম

তৃণমূলকে হারাতে ফের সমবায় সমিতির ভোটে জোট বাঁধছে বিজেপি-সিপিএম। নন্দকুমার, মহিষাদলের পর তমলুকে, একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন জোট প্রার্থীরা। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

WB News Live Updates: ফের মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার। গ্রেফতার এক। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সাগরদিঘি থানা এলাকার মোড়গ্রামের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি। ধৃত তাবারুক শেখ লালগোলার বাসিন্দা। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। 

West Bengal Live News Updates: রামপুরহাটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২

রামপুরহাটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২। ধৃতদের থেকে উদ্ধার একটি ওয়ান শটার, গুলি  । ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা, পুলিশ সূত্রে দাবি

WB News Live Updates: দুর্গাপুর পুরসভায় নির্বাচনের দাবিতে সিপিএমের মিছিল ঘিরে ধুন্ধুমার

দুর্গাপুর পুরসভায় নির্বাচনের দাবিতে সিপিএমের মিছিল ঘিরে ধুন্ধুমার। ৩ নম্বর বোরো অফিসে ঢুকতে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে সিপিএম কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি

West Bengal Live News Updates: কলেজ স্ট্রিটে ধুন্ধুমার

কলেজ স্ট্রিটে ধুন্ধুমার। এসএফআই-টিএমসিপি সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতি। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সহ একাধিক দাবিতে এসএফআইয়ের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। কলেজ স্ট্রিট অবরোধ।

WB News Live Updates: দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রামে ফের বোমার হদিশ

৫ দিনে ৩ বার। দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রামে ফের বোমার হদিশ। গ্রামের মাঠে খড়ের গাদার মধ্যে নাইলনের ব্যাগে লুকিয়ে রাখা ছিল বোমাগুলি। আজ সকালে গ্রামের বাসিন্দারা দেখতে পান। কুলপি থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে। গত বৃহস্পতিবার ছামনাবনি গ্রামে কৌটো বোমা ফেটে জখম হয় ১৫ ও ১৬ বছরের দুই কিশোর। এর তিনদিনের মাথায়, রবিবার গ্রাম থেকে উদ্ধার হয় ২৫টি তাজা বোমা। ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই ফের কুলপির ওই গ্রামে বোমার হদিশ। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনায় বাড়ছে আতঙ্ক। 

West Bengal Live News Updates: বিহার থেকে আত্মীয়ের বাড়িতে চিকিত্‍সা করাতে এসে খুন তরুণী

বিহার থেকে আত্মীয়ের বাড়িতে চিকিত্‍সা করাতে এসে খুন তরুণী! এন্টালিতে রেলের পরিত্যক্ত কোয়ার্টারে খুন বিহারের মধুবনির তরুণী। তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন

WB News Live Updates: মানিকচকের বালুটোলায় বোমা ফেটে জখম ২ শিশু

মানিকচকের বালুটোলায় বোমা ফেটে জখম ২ শিশু। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। কাঁকিনাড়া, নরেন্দ্রপুর, মিনাখাঁ, কুলপির পর এবার মানিকচকে বিস্ফোরণ

West Bengal Live News: গঙ্গার ঘাটের অবস্থা দেখে ক্ষোভপ্রকাশ মুখ্য়মন্ত্রীর, শুরু হল সাফাই অভিযান

বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতি চান মুখ্যমন্ত্রী। গঙ্গার ঘাটের অবস্থা দেখে ক্ষোভপ্রকাশ। এরপরই তত্পর হল কলকাতা পুরসভা। সকাল থেকে গঙ্গার ঘাটে কাজ শুরু করেন পুর কর্মীরা। আলো লাগানো থেকে শুরু করে জঞ্জাল পরিষ্কারের পাশাপাশি, ফুটপাতের পেভার ব্লক মেরামত করা হয়। যে সমস্ত জায়গায় গাছের গোড়ায় বাঁধানো অংশে ফাটল ধরেছে, সেগুলিও মেরামত করারও কাজ শুরু হয়েছে। 
দ্রুত প্লাস্টিকের ছাউনি খুলে ফেলতে বলা হয়েছে হকারদের। কাজ চলাকালীন এদিন গঙ্গার ঘাট পরিদর্শনে যান মেয়র পারিষদ আলো সন্দীপরঞ্জন বক্সী ও পুরসভার বিভিন্ন বিভাগের ডিজি ও পুর আধিকারিকরা। 

Entally Murder: এন্টালিতে রেলের পরিত্যক্ত কোয়ার্টারে খুন ১৮ বছরের তরুণী

এন্টালিতে রেলের পরিত্যক্ত কোয়ার্টারে খুন ১৮ বছরের তরুণী। মৃত অঞ্জলি কুমারী আদতে বিহারের মধুবনির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, চিকিত্সার জন্য এখানে আসেন ওই তরুণী। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে গলার নলি কেটে তাঁকে খুন করা হয়। ৩ জনের বিরুদ্ধে এন্টালি থানায় খুনের মামলা রুজু হয়েছে।অভিযুক্তরা পলাতক। কী কারণে খুন? তদন্তে এন্টালি থানা ও লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। 

West Bengal Live Updates: রাজ্যজুড়ে লালবাতি, নীলবাতি লাগানো গাড়ির ব্যবহার কেন? প্রশ্ন আদালতের

রাজ্যজুড়ে লালবাতি, নীলবাতি লাগানো গাড়ির ব্যবহার কেন? অনুব্রতর লালবাতি গাড়ি ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে প্রশ্ন হাইকোর্টের। বিভিন্ন জায়গায় গাড়িতে লালবাতি, নীলবাতির ব্যবহার চোখে পড়ে, সব কি বৈধ? লালবাতি ব্যবহারে ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ধারা অনুযায়ী মামলা রুজু করে পদক্ষেপ নেওয়ার কথা। কত মামলা রুজু হয়েছে রাজ্যে? প্রশ্ন প্রধান বিচারপতির। রাজ্যে মাল্টি কালার বাতির প্রচলন আছে? রাজ্যের উদ্দেশে প্রশ্ন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। সোমবারের মধ্যে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। 

West Bengal Live News: নিশীথের গ্রেফতারি চেয়ে তৃণমূলের চোর ধরো, জেল ভরো ফ্লেক্স কোচবিহারে

বিরোধীদের ধাঁচে এবার কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গ্রেফতারি চেয়ে তৃণমূলের তরফে চোর ধরো, জেল ভরো ফ্লেক্স।পাশাপাশি, এদিন তুফানগঞ্জে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে মিছিল বের হয়। কোচবিহার শহরে রাসমেলার মাঠেও নিশীথ-বিরোধী পোস্টার দেখা যায়। পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে নিশীথ প্রামাণিকের সুর চড়াচ্ছে তৃণমূল। গুরুত্ব দিতে নারাজ বিজেপি। 

West Bengal Live Updates: ফেরিঘাট চালুর দাবিতে উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিজেপির বিক্ষোভ

উত্তর ২৪ পরগনার ইছাপুরে নবাবগঞ্জ ফেরিঘাট চালুর দাবিতে উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিজেপির বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। দীর্ঘদিন ধরে বন্ধ নবাবগঞ্জ ফেরিঘাট। এদিন ফেরিঘাটের কাছে উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। মেরামতির জন্য বন্ধ ছিল ফেরিঘাট, দ্রুত চালু করার আশ্বাস পুর চেয়ারম্যানের। 

Anubrata Mandal: গরুপাচার মামলায় এবার ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

গরুপাচার মামলায় এবার ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। সেই আবেদন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বাংলার মামলায় দিল্লিতে এনে কেন জেরা করতে হবে? এই প্রশ্ন তুলে অনুব্রতর পক্ষে দিল্লি হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। একই মামলায় সায়গল হোসেনকে দিল্লি এনে জেরার যুক্তি ইডি-র। অনুব্রতর আবেদন-মামলা পাঠানো হল সায়গল-মামলার বিচারপতির এজলাসে।

West Bengal Live News: ডেঙ্গি প্রতিরোধে রাজ্য সরকার ব্যর্থ অভিযোগে বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপির

ডেঙ্গি প্রতিরোধে রাজ্য সরকার ব্যর্থ। এই অভিযোগে বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপির। তাদের দাবি, রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। মুলতুবি প্রস্তাব খারিজ হলে, বিধানসভায় বিক্ষোভের ভাবনা বিজেপির। 

West Bengal Live Updates: পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার। গ্রেফতার এক। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সাগরদিঘি থানা এলাকার মোড়গ্রামের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি। ধৃত তাবারুক শেখ লালগোলার বাসিন্দা। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। 

Mithun Chakraborty: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী। সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন। আগামীকাল পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন মিঠুন। বৃহস্পতিবার বাঁকুড়া, শুক্রবার বিষ্ণুপুর, শনিবার আসানসোলে সভা। রবিবার অনুব্রত-গড় বীরভূমে সভা করবেন মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটে ব্লক স্তরে সংগঠনকে মজবুত করাই লক্ষ্য, জানিয়েছেন বিজেপি নেতা। গোটা সফরে মিঠুনের সঙ্গী হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

West Bengal Live News: নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে ক্যানিংয়ে ধুন্ধুমার, আক্রান্ত পুলিশ কর্মী-সহ ২

নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে ক্যানিংয়ে ধুন্ধুমার। আক্রান্ত পুলিশ কর্মী-সহ ২। এসআই ও ভিলেজ পুলিশকে ইট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠল নাবালিকার প্রতিবেশীদের বিরুদ্ধে। পুলিশের গাড়ি ভাঙচুর। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মৌখালি এলাকার বাসিন্দা ১৭ বছরের কিশোরীর সঙ্গে এক নাবালকের প্রেম। গতকাল দু’জনের বিয়ের আয়োজন করা হয়। অভিযোগ, পুলিশ পৌঁছনোর পর, তাদের গাড়িতে হামলা চালানো হয়। পুলিশ কর্মীদের ঘিরে ধরে মারধরও করা হয় বলে অভিযোগ। পরে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী আক্রান্ত এসআই ও ভিলেজ পুলিশকে উদ্ধার করে। 

West Bengal Live Updates: আজও নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থী ও চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদ

গতকালের পর আজও, নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থী ও চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।

CV Anand Bose: কলকাতায় পা রাখলেন নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

কলকাতায় পা রাখলেন নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা। নতুন রাজ্যপালকে স্বাগত জানান মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, শশী পাঁজা, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। কলকাতা বিমানবন্দরেই রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়।

West Bengal Live News: ব্যান্ডেলে স্কুলের সামনের মাঠে পাওয়া গেল তাজা বোমা

ব্যান্ডেলে স্কুলের সামনের মাঠে পাওয়া গেল তাজা বোমা। স্কুল ছুটি থাকায় অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল পড়ুয়ারা। আর এদিনই, রাজ্যে আরও একটি বিস্ফোরণের মামলার তদন্তভার NIA’র হাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হল।

West Bengal Live Updates: বসিরহাটে কনস্টেবল গুলিবিদ্ধ হওয়ায় তৃণমূল নেতার ছেলে-সহ গ্রেফতার ৪১

তৃণমূলের ‘বিবাদ’ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ বসিরহাট থানার কনস্টেবল। ঘটনায় তৃণমূল নেতার ছেলে-সহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। ২ তৃণমূল নেতা শাহানুর মণ্ডল, সিরাজুল বেশের মধ্যে ‘বিবাদ’ থেকে গন্ডগোল। শাহানুর ঘনিষ্ঠ টিএমসিপি নেতাকে লক্ষ্য করে ‘গুলি’। ‘বিবাদ’  মেটাতে গিয়ে গুলিবিদ্ধ বসিরহাট থানার কনস্টেবল প্রভাত সরকার। বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মী। রাতে পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ নামানো হয়। 

West Bengal Live News: তৃণমূলের বিবাদ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ বসিরহাট থানার কনস্টেবল

তৃণমূলের বিবাদ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ বসিরহাট থানার কনস্টেবল। ঘটনায় তৃণমূল নেতার ছেলে-সহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল নেতার ছেলেই গুলি চালায় বলে অভিযোগ। উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। 

Weather Update: একধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬

একধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরজুড়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। এই ক’দিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও সকাল-সন্ধেয় বাতাসে হিমেল ভাব বজায় থাকবে। 

Fuel Price: শহরে জ্বালানির দাম অপরিবর্তিত, পেট্রোল ১০৬.০৩, ডিজেল ৯২.৭৬

কলকাতায় আজ অপরিবর্তিত জ্বালানির দাম। লিটার প্রতি পেট্রোলের দাম পড়ছে ১০৬.০৩ টাকা। ৯২.৭৬ টাকা দাম পড়ছে লিটার প্রতি ডিজেলের।


 

West Bengal Live News: আবারও প্রচুর তাজা বোমা উদ্ধার দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবুনি এলাকা থেকে

গত রবিবারের পর আবারও প্রচুর তাজা বোমা উদ্ধার দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবুনি এলাকা থেকে। সোমবার রাতে গ্রামের ফাঁকা মাঠে একটি খড়ের গাদার মধ্যে নাইলনের ব্যাগ থেকে বোমা উদ্ধার হয়। রাত থেকে বোমা রাখার এলাকা ঘিরে রেখেছে। বেলায় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Suvendu Adhikari: ছাত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ থানায়

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরিদ্ধে থানায় অভিযোগ দায়ের। হোয়াটসঅ্যাপে এক ছাত্রী সম্পর্কে কুরুচিকর কথা লেখার অভিযোগ।  সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ওই ছাত্রী। গতকাল রাতে সাঁকরাইল এর সক্রিয় ওই  যুব তৃণমূল কংগ্রেস কর্মী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করেন। 

West Bengal Live Updates: সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণে এনআইএ তদন্ত! সিদ্ধান্ত নেবে কেন্দ্র

সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণে এনআইএ তদন্তভার নেবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। নির্দেশে জানাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ওসি রিপোর্ট পাঠিয়েছেন, সেই রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হবে। আদালতে জানাল রাজ্য সরকার।

West Bengal Live News: ব্যান্ডেলে স্কুলের সামনের মাঠে পাওয়া গেল তাজা বোমা

ব্যান্ডেলে স্কুলের সামনের মাঠে পাওয়া গেল তাজা বোমা। স্কুল ছুটি থাকায় অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল পড়ুয়ারা। আর এদিনই, রাজ্যে আরও একটি বিস্ফোরণের মামলার তদন্তভার NIA’র হাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হল।

প্রেক্ষাপট

কলকাতা: গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে গিয়ে বসিরহাটে গুলিবিদ্ধ কনস্টেবল। পদত্যাগ করুন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী (Mamata Banerjee), আক্রমণ বিজেপির (BJP)। দেশের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করুন অমিত শাহ (Amit Shah), পাল্টা তৃণমূল (TMC)।


 কামালগাজিতে ঠান্ডা পানীয়র কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক। জল স্প্রে করে পরিস্থিতি নিয়ন্ত্রণ দমকলের। কারখানা বন্ধের নির্দেশ পুরসভার।


"সুদীপ্ত সেন, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, গৌতম কুণ্ডু কার ছবি কিনেছিলেন ? ভেবেছিলেন সারদা পুরনো হয়ে গেছে ? অপেক্ষা করুন,"
শুভেন্দুর সারদা-হুঁশিয়ারি (Suvendu Adhikari)।


"সারদা থেকে টাকা নিত শুভেন্দুই, আমাকে ফাঁসানো হয়েছে। সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপিতে। আমিও ছাড়ব না," পাল্টা জবাব কুণালের (Kunal Ghosh)।


ডিসেম্বরের ডেডলাইনের পর বাংলায় সরকার ফেলার হুঁশিয়ারি? "মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ, যেতেই হবে", ফের বাংলায় সরকার ফেলার ইঙ্গিত শুভেন্দুর। পাল্টা জবাব শান্তনুর, "সিবিআই-ইডির ভয় দেখিয়ে মমতার বিধায়কদের কেনা যায় না।"


রাষ্ট্রপতিকে কুমন্তব্যে অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে বিধানসভায় ধুন্ধুমার। মুলতুবি প্রস্তাব খারিজ হওয়ায় ওয়াকআউট বিজেপির। কলেজ স্কোয়ারে মহিলা মোর্চার মিছিল। 


"আমি যে মন্তব্য করেছি, তা ঠিক হয়নি, ক্ষমা চাইছি", রাষ্ট্রপতিকে কুমন্তব্যে মুখ্যমন্ত্রীর পর এবার ক্ষমা চাইলেন অখিল গিরি। 


"শুভেন্দুর শিক্ষার অভাব, ক্ষমাও চাননি। মুখ্যমন্ত্রীর থেকে শিক্ষা নিন", কুমন্তব্যে শুভেন্দুকে আক্রমণ বীরবাহা হাঁসদার। "আমি ওঁকে কিছু বলেছি, সেটা প্রমাণ করুক, কারও নাম করিনি আমি", বললে শুভেন্দু।


পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলের। হাতছাড়া ঝালদা পুরসভা। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতাই প্রমাণ করতে পারল না শাসক দল। ২ নির্দল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়ার পথে কংগ্রেস।


পঞ্চায়েত ভোটে মিঠুনকে ময়দানে নামাচ্ছে বিজেপি। আজ সকালে রাজ্যে আসছেন অভিনেতা ও বিজেপি নেতা। ২৭ নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় জনসংযোগ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.