কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: বাড়ির ভেতর থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম শ্যামলী কর্মকার। ঘটনাটি ঘটেছে আসানসোল (Asansol) উত্তর থানার লালগঞ্জ গ্রামের শ্রীরামপুর পাড়ায়। এই ঘটনার পর মৃতার মেয়ে নিখোঁজ বলে দাবি মৃতার পরিবারের। এই ঘটনার পরই এলাকায় পৌঁঁছয় পুলিশ। তাঁরা ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। আসানসোল উত্তর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে। এরপর সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসাপাতালে।
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে যা জানা গিয়েছে ও মৃতার পরিবার সূত্রে খবর, গত সোমবার গভীর রাতে বাড়ির টালি ভেঙে ভেতরে ঢুকে শ্যামলী কর্মকারকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁর গলা কেটে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগের তির উঠছে মৃতার ছোট জামাইয়ের দিকে। স্থানীয়দের অনুমান তিনিই খুন করেছেন। ঘটনাস্থল থেকে ৫০০ কিমি দূরত্বে একটি থলি উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দিনহাটায় পরাজিত তৃণমূল প্রার্থীকে ছুরির কোপ
এদিকে রাজ্যের অন্য প্রান্তে ভিন্ন একটি ঘটনায় কোচবিহারের দিনহাটায় পরাজিত তৃণমূল প্রার্থীকে ছুরির কোপ। অভিযোগের তির বিজেপির দিকে। অভিযুক্তকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, তাদের পরাজিত প্রার্থী নারায়ণ মোদকের ওপর আজ সকালে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষকৃতীরা। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতা কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর দাবি, হর ঘর তিরঙ্গার নাম করে ঘরে ঘরে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। যদিও পুলিশের দাবি, গ্রামবাসীদের কাছে অভিযোগ পেয়ে মাছ চুরি আটকাতে যাওয়ায় তৃণমূল নেতার ওপর হামলা চালায় অভিযুক্ত।
৭৭ তম স্বাধীনতা দিবসে রক্তারক্তি কাণ্ডের সাক্ষী থাকল কোচবিহারের দিনহাটা (Dinhata)। পেটের মাঝখানে এলোপাথাড়ি ছুরির কোপ। যন্ত্রণায় কাতরাচ্ছেন জখম তৃণমূল নেতা। ফিনকি দিয়ে বের হওয়া রক্ত গামছা চেপে আটকানোর চেষ্টা হচ্ছে। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে অশান্তির এপিসেন্টার হয়ে উঠেছিল উত্তরবঙ্গের এই জেলা। বোমাবাজি-ভাঙচুর থেকে খুনোখুনি, বাদ যায়নি কিছুই। গ্রামবাংলার ভোটপর্ব মিটে যাওয়ার পরেও ঝরল রক্ত। ছুরির এলোপাথাড়ি কোপে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরাজিত তৃণমূল প্রার্থী।