Bengaluru News: বাইকে করে এসে গলার চেনে টান, বাধা দেওয়ায় মহিলার আঙুল কেটে নিল দুষ্কৃতী !
Gold Chain Snatching: গত ১৩ সেপ্টেম্বর গণেশ উৎসবের অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ঊষা এবং ভারালক্ষ্মী নামের ২ মহিলা। সেই সময়েই ঘটেছে মারাত্মক এই ঘটনা।

Bengaluru News: সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হাড়হিম করা দৃশ্য। ঘটনা এতই সাংঘাতিক যে শিউরে উঠেছেন দুঁদে পুলিশকর্তারাও। বেঙ্গালুরুতে ঘটেছে এক ভয়াবহ ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ডাকাতি করতে এসেছে ২ ব্যক্তি। এক মহিলা ছিলেন তাদের নিশানায়। জিনিসপত্র লুঠের পর ধারাল অস্ত্র দিয়ে মহিলার হাতের দুটো আঙুল কেটে দিয়েছে ডাকাতরা। পুলিশ সূত্রে খবর, চলতি বছর সেপ্টেম্বর মাসে এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। পরবর্তী ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও। সোশ্যাল মিডিয়ায় আজকাল সাংঘাতিক অনেক ভিডিও-ই ভাইরাল হয়ে যায় নিমেষে। বেঙ্গালুরুর এই ভিডিও তারই নিদর্শন। অভিযুক্ত ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ১৩ সেপ্টেম্বর গণেশ উৎসবের অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ঊষা এবং ভারালক্ষ্মী নামের ২ মহিলা। সেই সময়েই ঘটেছে মারাত্মক এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ২ দুষ্কৃতীর নাম প্রবীণ এবং যোগনন্দ। বাইকে করে এসে দুই মহিলার গলার চেন ছিনতাইয়ের চেষ্টা করে এই ২ জন। ভয় পেয়ে গলার চেন খুলে ডাকাতদের হাতে দিয়ে দেন ঊষা নামের মহিলা। কিন্তু প্রতিবাদ করেন ভারালক্ষ্মী। গলার চেন খুলে দুষ্কৃতীদের হাতে তুলে দিতে রাজি হননি তিনি। যেহেতু ভারালক্ষ্মী প্রতিবাদ করেছিলেন, তাই তাঁর উপর চড়াও হয় যোগনন্দ নামের ওই ডাকাত। তার হাতে ছিল ধারাল অস্ত্র। তা দিয়েই ভারালক্ষ্মীর হাতের দুটো আঙুল কেটে দেয় ওই ডাকাত। সাংঘাতিক এই ঘটনাই ধরা পড়েছে রাস্তার পাশে থাকা সিসিটিভি ক্যামেরায়।
মহিলাকে আঘাতের পর ৫৫ গ্রাম ওজনের সোনার গয়না নিয়ে ওই এলাকা ছেড়ে সঙ্গে সঙ্গে চম্পট দেয় ২ ডাকাত। বেশ কয়েক সপ্তাহ খোঁজাখুঁজির পর অবশেষে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। যে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল সেটিও উদ্ধার করেছে পুলিশ। এর পাশাপাশি পুলিশ উদ্ধার করেছে ৭৪ গ্রাম সোনার গয়না যার সবটাই চুরি করে আনা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যোগনন্দ নিজের গ্রামে ফেরার আগে পুদুচেরি, গোয়া এবং মুম্বই ঘুরতে গিয়েছিল। তারপর ফিরেছিল কর্নাটকে নিজের গ্রাম মারাসিঙ্গানাহাল্লিতে। এর আগেও এই ব্যক্তির নামে অপরাধের একাধিক অভিযোগ ছিল বলে জানা গিয়েছে। পুলিশ এও জানিয়েছে যে এই ব্যক্তি খুনের মামলাতেও অভিযুক্ত ছিল। আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে এই ২ অভিযুক্তের।






















