নয়াদিল্লি: পৃথক জনজাতি রাজ্য়ের দাবিতে এবার উত্তাল রাজস্থান। মরুরাজ্যে সেই নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। নয়া 'ভীল প্রদেশে'র দাবিতে একত্রিত হয়েছেন রাজ্যের জনজাতি মানুষজন। আগেও একাধিক বার এই দাবিতে সরব হয়েছেন রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষেরা। প্রতিবারই তাঁদের সেই দাবি খারিজ হয়ে গিয়েছে। এবার সমবেত আন্দোলনের পথ ধরলেন তাঁরা। (Bhil Pradesh Demand)
যে পৃথক 'ভীল প্রদেশে'র দাবিতে সরব হয়েছেন রাজস্থানের জনজাতি মানুষ, তাতে রাজস্থানের পাশাপাশি মহারাষ্ট্র, গুজরাত এবং মধ্যপ্রদেশ থেকে কিছু অংশ ছাঁটার দাবি উঠেছে। সব মিলিয়ে ৪৯টি জেলাকে নিয়ে নয়া রাজ্য গঠনের দাবি উঠছে। এর মধ্যে রাজস্থানেরই ৩৩টি জেলার মধ্যে ১২টিকে নয়া রাজ্যের অন্তর্ভুক্ত করতে হবে বলে দাবি জনজাতি মানুষদের। ভীল শব্দের অর্থ ধনুক। জনজাতি গোষ্ঠীর মধ্যে তির-ধনুকের সংস্কৃতি রয়েছে। তাই পৃথক জনজাতি রাজ্য 'ভীল প্রদেশে'র দাবি। (Separate Adivasi State Demand)
'আদিবাসী পরিবার'-সহ ৩৫টি জনজাতি সংগঠন এই আন্দোলনে শামিল হয়েছে। বৃহস্পতিবার রাজস্থানে মেগা ব়্যালিও বের করা হয়। 'আদিবাসী পরিবার সংস্থা'র প্রতিষ্ঠাতা তথা সদস্য মানেকা ডামোর জানিয়েছেন, জনজাতি মহিলারা পণ্ডিতদের নির্দেশ মেনে চলতে বাধ্য নন। জনজাতি পরিবারের মহিলারা সিঁদুর, মঙ্গলসূত্র পরবেন না। জনজাতি পরিবারের মেয়েদের লক্ষ্য হওয়া উচিত উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া। তাঁর বক্তব্য, "আমরা হিন্দু নই। আমরা উপোস করব না।" মানেকা যে মন্তব্য করেছেন, আগেও সেই নিয়ে আদিবাসী সমাজের তরফে আপত্তি উঠেছে। রাজস্থানে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘ (RSS) আদিবাসী মহিলাদের সিঁদুর-মঙ্গলসূত্র পরতে উৎসাহিত করছে, তাঁদের ধর্মান্তরণের চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে আগেও।
দেশের চারটি রাজ্যে 'আদিবাসী পরিবার সংস্থা'র কাজ করে। 'ভারত আদিবাসী পার্টি'র সাংসদ রাজকুমার রোয়াত বাঁশওয়ারার বাসিন্দা। তিনি জানিয়েছেন, পৃথক 'ভীল প্রদেশে'র দাবি একেবারেই নতুন নয়। তাঁদের সংগঠন এই দাবি আরও জোরাল করার পক্ষে। বৃহস্পতিবার মেগা ব়্যালির পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও এই দাবি নিয়ে উপস্থিত হবেন বলে জানিয়েছেন রাজকুমার।
রাজস্থান ছাড়াও, মধ্যপ্রদেশ, গুজরাত এবং মধ্যপ্রদেশের জনজাতি মানুষ বাঁশওয়ারার মনগড় ধামে এই মেগা ব়্যালিতে অংশ নেন। রাজ্যের পুলিশ ও প্রশাসন সকাল থেকেই তাই সতর্ক ছিল। এলাকার আশেপাশে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছিল আজ। যে পৃথক 'ভীল প্রদেশে'র দাবি করা হচ্ছে, তাতে রাজস্থানের মোট ১২টি এবং মধ্যপ্রদেশের ১৩টি জেলাকে অন্তর্ভুক্ত করার দাবি উঠছে।
জনজাতি মন্ত্রী বাবুলাল খরাডি ইতিমধ্যেই এই দাবি খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, জাতপাতের ভিত্তিতে আলাদা রাজ্য গঠন করা যায় না। এমন চললে অন্য মানুষজনও একই দাবি তুলবেন। এ নিয়ে কেন্দ্রের কাছে কোনও প্রস্তাবও পাঠানোর সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড়। যাঁরা ধর্ম পরিবর্তন করেছেন, তাঁরা জনজাতি সংরক্ষণ পাবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী।
কিন্তু সংসদের বাদল অধিবেশনের আগে নিজেদের দাবি নিয়ে সমবেত হতে শুরু করেছেন জনজাতি মানুষজন। সম্প্রতি রাজ্যের মন্ত্রী মদন দিলওয়ার বিতর্কিত মন্তব্য করেন। গত ২১ জুন বিধানসভায় তাঁকে বলতে শোনা যায়, "হিন্দুরা সমাজে সেরা। ওঁদের পূর্বপূরুষদের জিজ্ঞাসা করব, তাঁরা হিন্দু ছিলেন কি না। তার পরও যদি আপনারা হিন্দু নন বলে দাবি করেন, তাহলে ডিএনএ পরীক্ষা করে দেখব সত্যিই নিজের বাবার সন্তান কি না।" সেই নিয়ে বিতর্ক আজ ক্ষমা চেয়ে নেন তিনি। জানান, তাঁর মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে, তিনি ক্ষমাপ্রার্থী।