পটনা : মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীদের জন্য আসন সংরক্ষণের পরিকল্পনা করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ৩৩ শতাংশ পর্যন্ত সংরক্ষণ করা হতে পারে বলে জানা গিয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে, বিহারই হবে দেশের প্রথম রাজ্য যেখানে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা হবে।
রাজ্যে স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তরফে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরির ব্যাপারে পরামর্শ দেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়গুলিতে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ভাল সুযোগ সুবিধা দেওয়া যাবে। এইসব কলেজে ছাত্রীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা যেতে পারে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এটা হবে অনন্য প্রচেষ্টা। দীর্ঘমেয়াদি ফল হিসাবে, এইসব প্রযুক্তিগত প্রতিষ্ঠানে ছাত্রীদের উচ্চশিক্ষা তাদের বেশি সংখ্যায় যোগদানের বিষয়টি নিশ্চিত করবে। এভাবে তারা এই ধরনের কোর্স করার জন্য উৎসাহিতও হবে।
নারীর ক্ষমতায়ন নিয়ে তার যে উদ্যোগ, সেই লাইনেই বিহারের মুখ্যমন্ত্রী এই পরিকল্পনা করেছেন বলে মনে করছে ওয়াকিবাহল মহল। এর আগে বিহারে স্কুলছাত্রীদের ফ্রি-তে সাইকেল, পোশাক দেওয়া হয়েছে। এমনকী পঞ্চায়েতে মহিলাদের কোটাও। নীতিশের এসব উদ্যোগ বহু প্রশংসিত হয়।
ওয়াকিবহাল মহল বলছে, এবার নীতিশ মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীদের জন্য আসন সংরক্ষণের মাধ্যমে ছাত্রীদের উৎসাহিত করতে চাইছেন। তাছাড়া নীতিশ বার বার বলছেনও, তাঁর সরকার এটা নিশ্চিত করতে চাইছে যে রাজ্যে যেন যথেষ্ট সংখ্যক মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজ থাকে। এর ফলে এইসব কোর্স করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের অন্য রাজ্যে পড়াশোনা করতে যেতে হবে না।
তিনি বলেন, এই লক্ষ্যে আমরা অনেক মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেছি। এছাড়া প্রতিটি জেলায় অন্ততপক্ষে একটা করে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে।
এই বৈঠকে নীতিশ কুমার ছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী রেণু দেবী, স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী সুমিত সিং।