Bike Tricks: বাইকের পিছনে কুকুরের তাড়ায় বিরক্ত ? এই কৌশল কাজ দেবে আপনার
Dogs Chasing Bike: বাইক চালাতে গিয়ে কুকুর তাড়া করেনি এরকম বাইকারের সংখ্যা কম। ছোট সরু গলি থেকে বড় রাস্তা সবেতেই সারমেয়র দাপট অব্যাহত।
Dogs Chasing Bike: বাইক চালাতে গিয়ে কুকুর তাড়া করেনি এরকম বাইকারের সংখ্যা কম। ছোট সরু গলি থেকে বড় রাস্তা সবেতেই সারমেয়র দাপট অব্যাহত। অনেক সময় এই কুকুর থেকে বাঁচতে দুর্ঘটনার কবলে পড়েন বাইকাররা। জানেন, এরকম পরিস্থিতি থেকে বাঁচতে কী করতে হয় বাইকারদের।
Bike Tricks: বাইকের গতি, বাড়ালেই ক্ষতি !
সাধারণত বেশিরভাগ লোকই টু হুইলারে অল্প দূরত্ব ভ্রমণ করতে পছন্দ করেন। কারণ ভারতীয় রাস্তা ও ছোট সরু গলিতে গাড়ির চেয়ে বাইক চালানো সহজ। যদিও দু-চাকার যাত্রায় সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। আপনার সাথে কখনও কখনও এমন ঘটনা ঘটতেই পারে। যেখানে নির্জন রাস্তায় আপনার বাইকের পিছু ধাওয়া করেছে কুকুর। এরকম পরিস্থিতি এড়াতে বেশিরভাগ বাইকারই বাইকের গতি বাড়িয়ে দেয়। সেই কারণে দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের। এমতাবস্থায়, আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে, এই কুকুরদের থেকে রক্ষা পাবেন কী করে ?
Bike Tricks: কখন এই ধরনের ঘটনা বেশি ঘটে ?
সাধারণত রাতে এই ধরনের ঘটনার বেশি সম্মুখীন হতে হয় বাইকারদের। আসলে আপনি যখন রাতে আপনার বাইক বা স্কুটারে কুকুরের পাশ দিয়ে যান, তখন কিছু কুকুর আপনাকে দেখে তেড়ে আসে। অনেক কুকুর আবার বাইকের উচ্চ গতির কারণে বা কোনও অভ্যেসগত কারণে আপনার বাইকের পেছনে দৌড়তে শুরু করে। অনেক সময় রাস্তায় ঘুমিয়ে থাকর সময় আচমকা বাইক সামনে এলে ভয় পেয়ে যায় কুকুররা। সেই ক্ষেত্রে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটে তারা। এই আক্রমণ এড়াতে চাইলে কিছু বিষয় মাথায় রাখতে হবে।
Bike Driving Tips: কীভাবে এড়াবেন এই সমস্যা ?
যখনই আপনি এমন পরিস্থিতিতে পড়বেন, তখন আপনার বাইকের গতি না বাড়িয়ে কুকুরদের থেকে গতি স্বাভাবিক রেখে বাইকটি নিয়ে যাওয়া উচিত। যদি আপনার বাইকের গতি আগের থেকে বেশি হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে তা কমানো উচিত। যদি কুকুরটি তখনও আপনাকে তাড়া করে তখন বাইকের গতি কমিয়ে বাইক এগিয়ে নিয়ে যান। বাইকের গতি বাড়িয়ে কখনোই এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন না। তা না হলে কুকুরগুলিও আপনার দিকে আরও জোর ছুটে আসবে।
আরও পড়ুন : 2022 MG Hector: আরও বোল্ড লুক, ফেসলিফ্টে বিশাল নতুন গ্রিল পেল এমজি হেক্টর