নয়াদিল্লি: যোগ্যতা, অভিজ্ঞতা যথেষ্ট থাকলেও সবসময় কার্যসিদ্ধি হয় না। উত্তর মনঃপুত না হলেই ছেঁটে ফেলেন কর্মকর্তা। তাই চাকরির ইন্টারভিউয়ের কথা উঠলেই আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। বিশেষ করে ‘কেন আপনাকে নিয়োগ করা উচিত আমাদের?’ এবং ‘কত টাকা বেতন চান?’, এই দুই প্রশ্ন শুনেই ঘামতে শুরু করেন অনেকে। হাজার প্রস্তুতি সত্ত্বেও কেমন যেন ঘেঁটে যায় সবকিছু। কিন্তু এই দুই প্রশ্নের উত্তর কী করে সামলাবেন, তার উত্তর বাতলে দিয়েছেন খোদ বিল গেটস। (Bill Gates Mock Interview)

ধনকুবের গেটস নিজে কখনও চাকরির ইন্টারভিউ দিয়েছেন বলে স্মরণ করতে পারেন না নিজেই। কিন্তু চাকরির ইন্টারভিউয়ে প্রশ্নবাণ কী করে সামাল দিতে হয়, তা বিলক্ষণ জানেন তিনি। তাই ২০২০ সালে NBA তারকা স্টিফেন কারির সঙ্গে খোলামেলা আলোচনায়, নিজের মতামত জানাতে দ্বিধা করেননি তিনি। ইউটিউবের ওই অনুষ্ঠানে নিজে চাকরিপ্রার্থীর ভূমিকা পালন করেন গেটস, যেখানে তরুণ সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার সাজেন তিনি, কলেজ শেষ না করেই যিনি মাইক্রোসফ্টে চাকরির আবেদন করেছেন। (Bill Gates News)

ওই সাজানো ইন্টারভিউয়ে অবধারিত ভাবেই দু’টি প্রশ্ন করা হয় গেটসকে, ‘কেন আপনাকে নিয়োগ করব আমরা?’, ‘কত টাকা বেতন আশা করেন?’ প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে গেটস কোডিং-এর প্রতি নিজের ভালবাসার কথা তুলে ধরেন। কোডিং নিয়ে নিজে কী কী করতে চেয়েছেন, তা জানান। গেটস বলেন, “আমার কোডিং একবার দেখুন। হাতে ধরে যা শেখানো হয়েছে, সফ্টওয়্য়ার প্রোগ্রামের ক্ষেত্রে সেই সীমানার মধ্য়ে নিজেকে আটকে রাখিনি। সময়ের সঙ্গে ঘষেমেজে নিয়েছি নিজেকে। কোডিং নিয়ে কত উচ্চাকাঙ্খা আমার, একবার দেখুন।”

শুধুমাত্র প্রযুক্তিগত খুঁটিনাটির উপরই জোর দেননি গেটস, তিনি আরও বলেন, “মিলেমিশে কাজ করতে ভালবাসি আমি। অন্যের কাজের একটু বেশি সমালোচনা করি হয়ত। কিন্তু টিমে কাজ করাই আমার পছন্দ। আমার উচ্চাকাঙ্খা রয়েছে, তাই লক্ষ্যপূরণ করতে ভালই লাগে। ভবিষ্যতের কথা ভেবে সফ্টওয়্যারকে যুগোপযোগী, আকর্ষণীয় করে তুলতে হবে, যাতে যুক্ত থাকতে চাই আমি।” প্রতিভার চেয়ে দূরদর্শী, কাজ নিয়ে উৎসাহী কাউকেই যে নিয়োগ করতে চান সকলে, সেই কথাই তুলে ধরেন গেটস।

বেতনে প্রশ্নে গেটস বলেন, “আশাকরি প্য়াকেজ ভালই হবে, যাতে আমি ঝুঁকি নিতে পারি। আমার মনে হয় সংস্থার ভবিষ্যৎ ঊজ্জ্বল। তাই নগদের চেয়ে স্টকে আমার আগ্রহ বেশি। অন্য সংস্থাগুলি কত দিচ্ছে জানি আমি। আশাকরি ন্যায্য মূল্যই দেবেন আপনারা।” গেটসের এই জবাবের মাধ্যমে তাঁর আত্মবিশ্বাস যেমন প্রতিফলিত হয়েছে, তেমনই কর্পোরেট সংস্থার সঙ্গে দরাদরিতেও যে দক্ষ তিনি, তাও বোঝা যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। স্টকে বিনিয়োগের কথা বলে গেটস নিজের ব্যবসায়িক মানসিকতার পরিচয় দিয়েছেন বলে মনে করছেন তাঁরা।

দুর্বলতার কথাও জানতে চাওয়া হয় গেটসের কাছে, যার জবাবে তিনি জানান, সেলস এবং মার্কেটিং সম্পর্কে তেমন ধারণা নেই তাঁর। তিনি সৃজনশীলতার দিকটি সামলে নিতে পারেন ভাল ভাবে। নিজের ক্ষমতা, দায়িত্ব সম্পর্কে যে ওয়াকিবহাল তিনি, কাজের প্রতি সৎ, তাঁর উত্তরেই বোঝা যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। 


Education Loan Information:

Calculate Education Loan EMI