এক নামী সংবাদপত্র একবার দাবি করেছিল, ট্রাম্প ভাবতেন, নেপাল আর ভুটান ভারতের অংশ। দক্ষিণ এশিয়া নিয়ে আলোচনার সময় তাঁর উপদেষ্টা আফগানিস্তান থেকে বাংলাদেশের একটি মানচিত্র দেখান তাঁকে। ট্রাম্প ম্যাপ দেখিয়ে বলেন, তিনি তো জানতেন নেপাল ভারতের অংশ। নেপাল স্বাধীন দেশ শুনে ফের বলেন, তাঁর আরও ধারণা ছিল, ভুটানও ভারতের অংশ। বৈঠকে অংশগ্রহণকারীরা ফের তাঁকে জানান, ভুটানও স্বাধীন রাষ্ট্র।
তাঁর প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন নিজের স্মৃতিচারণে ট্রাম্পের এমন বহু উদ্ভট প্রশ্ন ও আলটপকা মন্তব্যের উল্লেখ করেছেন। ২০১৮-য় হেলসিঙ্কিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ফাঁকে ট্রাম্প তাঁর উপদেষ্টাদের কাছে জানতে চান, ফিনল্যান্ড রাশিয়ার অংশ কিনা। বিষয়টি জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় হাসির ঝড় বয়ে যাচ্ছে।
যদিও ট্রাম্প টুইট করে দাবি করেছেন, বইয়ের আগাপাশতলা মিথ্যে। চাকরি যাওয়ার আগে পর্যন্ত বোল্টন তাঁর নামে বইয়ে সব ভাল ভাল কথা লিখেছিলেন, বরখাস্ত হওয়ার পরদিনই সব বদলে দেন তিনি।