লন্ডন: ভ্যাকসিন আকারে ইনজেক্ট করতে হবে না শরীরে। সাধারণ ওষুধের মতোই সরাসরি গিলে নিতে পারবেন। জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার  বিশ্বের প্রথম করোনা ভাইরাস প্রতিরোধী ওষুধ (Oral Medicine)কে স্বীকৃতি দিল ব্রিটেন। যেকোনও ট্যাবলেটের মতোই এই ওষুধ (Covid 19 Pill)দেওয়া যাবে রোগীকে।


বিশ্বের বুকে একেবারে তোলপাড় করার মতো উদ্ভাবন। ইনজেকশনের বদলে খাওয়ার ওষুধেই পাওয়া যাবে কোভিড প্রতিরোধী উপাদান। আমেরিকার মার্ক (MRK.N) ও রিজব্যাক বায়োথেরাপিউটিকসের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ওই ওরাল মেডিসিন। বৃহস্পতিবার এই করোনার সংক্রমণ-রোধী ওষুধকে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন। এই ওষুধ ব্যবহারের সুপারিশ করেছে Britain's Medicines and Healthcare products Regulatory Agency (MHRA)। কোভিড পজিটিভ কোনও রোগী ধরা পড়লেই তাঁর দেহে যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধ(molnupiravir)কে ব্যবহার করতে বলা হয়েছে।


সম্প্রতি molnupiravir ব্যবহার নিয়ে আলোচনায় বসতে চলেছে আমেরিকা। চলতি মাসেই এই ওরাল পিল-এর অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেবে মার্কিন স্বাস্থ্য বিষয়ক পরামর্শকারী দল। তার আগেই ব্রিটেনের ছাড়পত্র পেল এই অ্যান্টি ভাইরাল ড্রাগ।পরিসংখ্যান বলছে, বিশ্বে মারণ করোনা ভাইরাসের বলি হয়েছেন প্রায় ৫২ লক্ষ মানুষ। সংক্রমণ থেকে বাঁচতে আগে কেবল ভ্যাকসিনের ওপর নির্ভরশীল ছিল বিশ্ব। এবার সেই তালিকায় নতুন সংযোজন কোভিড প্রতিরোধী 'ওরাল পিল'।


এতদিন কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক ছাড়াও আরও ভ্যাকসিনই ছিল কোভিড প্রতিরোধে অস্ত্র। রোগীর হাসপাতালে ভর্তি হলে অ্যান্টিভাইরাল রেমডেসিভির দেওয়া হচ্ছিল ক্রিটিক্যাল রোগীদের। কোনও কোনও ক্ষেত্রে কোভিড পজিটিভদের জেনেরিক স্টেরয়েড ডেক্সামেথাসনও দেওয়া হচ্ছিল। তবে রোগী হাসপাতালে ভর্তি হলেও দেওয়া হচ্ছিল এই ধরনের ওষুধ। ডাক্তারের তত্ত্বাবধানেই হচ্ছিল এই ধরনের চিকিৎসা। এবার রোগীর কোভিড -19 রিপোর্ট  পজিটিভ এলেই দেওয়া যাবে এই খাওয়ার ওষুধ। 


আরও পড়ুন : PM Modi in Diwali: 'আপনাদের জন্য দেশ নিশ্চিন্তে ঘুমোতে পারে', দিওয়ালিতে সেনাদের মিষ্টি খাওয়ালেন মোদি