বরানগর: বরানগরে একাদশ শ্রেণির ছাত্রীর ফেসবুক থেকে ছবি নিয়ে আপত্তিকর ছবিতে সুপার ইম্পোজ করে সোশাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করার অভিযোগ। অভিযুক্তের হদিশ পেতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে চিঠি পুলিশের।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হোয়াটসঅ্যাপে যে মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটির পরিবর্তে অন্য নম্বর থেকে হোয়াটসঅ্যাপ করেছে অভিযুক্ত। ওই যুবক এখনও অধরা। অন্যদিকে, ঘটনার পর থেকেই লজ্জায়, অপমানে ঘরবন্দি ওই ছাত্রী।
অভিযোগ, দিন পনেরো আগে ওই ছাত্রীর ফেসবুক থেকে ছবি নিয়ে আপত্তিকর ছবিতে সুপার ইম্পোজ করে তা সোশাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় হোয়াটসঅ্যাপে। দেওয়া হয় কুপ্রস্তাবও।এরপরই বরানগর থানা ও ব্যারাকপুর কমিশনারেটের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানায় ছাত্রীর পরিবার। অভিযোগ, এরপরই ওই ছাত্রীর ছবি আপত্তিকর ছবিতে সুপার ইম্পোজ করে সোশাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করে দেওয়া হয়।
ফেসবুক থেকে ছাত্রীর ছবি নিয়ে সুপার ইম্পোজ করে আপলোড, অভিযুক্তের সন্ধান পেতে হোয়্যাটস অ্যাপ কর্তৃপক্ষকে চিঠি পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Mar 2018 11:10 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -