বেহালায় বাড়িতে রহস্যজনকভাবে আক্রান্ত পুত্রবধূ, শ্বশুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jun 2016 05:10 AM (IST)
কলকাতা: বেহালার সরশুনায় বাড়িতে দুষ্কৃতী হামলা৷ জখম শ্বশুর ও পুত্রবধূ। গতকাল রাতে সাধনা কলোনির বাসিন্দা প্রভাত সরকারের বাড়িতে হানা দেয় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, হঠাৎই পুত্রবধূর চিত্কার শুনতে পান ওই প্রৌঢ়।পাশের ঘরে গিয়ে তিনি দেখেন, পুত্রবধূকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করছে এক দুষ্কৃতী৷ বাঁচাতে গেলে তিনিও জখম হন৷ দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে৷ কী কারণে হামলা খতিয়ে দেখছে সরশুনা থানার পুলিশ।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -