কলকাতা: ৮৪ বছরে পা দিলেন বিশিষ্ট অভিনেতা তথা দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রবীণ নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্বকে শুভেচ্ছা জানালেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ও গণ্যমান্যরা।


টুইটারে সৌমিত্রবাবুকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন মমতা লেখেন, সৌমিত্রদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করব আপনি আরও অনেক স্মরণীয় চরিত্র উপহার দেবেন।


https://twitter.com/MamataOfficial/status/954166586683748352

সম্প্রতি, ময়ূরাক্ষী ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে সৌমিত্র এবং প্রসেনজিৎকে। সৌমিত্রকে সহ-অভিনেতার চেয়েও বেশি পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে প্রসেনজিৎ বলেন, আমার কাছে উনি হলেন অনুপ্রেরণা, পথপ্রদর্শক এবং সর্বোপরি বিশ্বের কাছে কিংবদন্তির চেয়ে কোনও অংশে কম নন তিনি। আমার কাছে তিনি একজন বিশাল মাপের সহ-অভিনেতার চেয়েও বেশি। আমার কাছে তিনি আমার পরিবারের সদস্য এবং এই বিশেষ দিনে আমি সৌমিত্র কাকুকে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই।


https://twitter.com/prosenjitbumba/status/954209395746914305

শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। টুইটারে লেখেন, ৮৪ তম জন্মদিনে আমাদের ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনেক শুভেচ্ছা। আশা করব শান্তি, সাফল্য ও সুস্বাস্থ্যের সঙ্গে আপনার এবছর অতিক্রান্ত হবে।


https://twitter.com/DEV_PvtLtd/status/954228410338877441

১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় নির্মিত ছবি ‘অপুর সংসার’-এ আত্মপ্রকাশ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর সত্যজিৎ রায়ের বহু জনপ্রিয় ছবিতেও অভিনয় করেন তিনি। সেই তালিকায় রয়েছে-- ‘সোনার কেল্লা’, ‘জয় বাবা ফেলুনাথ’, ‘চারুলতা’, ‘ঘরে বাইরে’, ‘অশনি সঙ্কেত’, ‘দেবী’, ‘অভিযান’, ‘অরণ্যের দিনরাত্রি’ ও ‘গণশত্রু’। ২০১১ সালে তাঁকে দাদসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। তিনি ফরাসি সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান লেজিও দ’নর-এর প্রাপকও।