সল্টলেক: ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের পর এবার শপিং কার্ডের তথ্য হাতিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। উত্তর ২৪ পরগনার টিটাগড় থেকে গ্রেফতার ১। ধৃত পার্থ দে টিটাগড়েরই বাসিন্দা।
এন্টালির বাসিন্দা প্রণব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁর শপিং কার্ডের তথ্য হাতিয়ে সল্টলেকের একটি দোকান থেকে কেনা হয়েছে ২২ হাজার টাকা দামের মোবাইল। এই কার্ডের মাধ্যমে ২ হাজার টাকার ইএমআই-ও কেটে নেওয়া হয়। বিধাননগর সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের হয়। গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, যে সংস্থা থেকে শপিং কার্ড তৈরি হয়, সেই সংস্থার একশ্রেণির কর্মীরাই এভাবে গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত।
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের পর এবার শপিং কার্ডের তথ্য হাতিয়ে আর্থিক প্রতারণা, গ্রেফতার ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Mar 2017 12:22 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -