কলকাতা:  ফের স্কুলে খুদে পড়ুয়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ। এবার কাঠগড়ায় বেহালার জেমস লঙ সরণির এমপি বিড়লা স্কুল। সেখানে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের শিকার সাড়ে তিন বছরের এক শিশুকন্যা। ছবি দেখে ২ অভিযুক্তকে চেনালেও ব্যবস্থা নেয়নি পুলিশ, দাবি শিশুর মা-বাবার।
পরিবারের দাবি, গত জুন মাস থেকে তাদের সাড়ে তিন বছরের মেয়ের আচরণে হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে শুরু করে। তাকে ঘনঘন নিম্নাঙ্গে হাত দিতে দেখে সন্দেহ হয় মায়ের। জিজ্ঞাসা করায় শিশুটি জানায়, স্কুলের কাকুও এমনটা করে। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা যৌন নির্যাতনের প্রমাণ পান বলে দাবি অভিভাবকদের। ১৫ সেপ্টেম্বর বেহালা থানায় এফআইআর দায়ের করে পরিবার। পকসো আইনের ধারায় রুজু হয় মামলা।
এদিকে, এমপি বিড়লা স্কুলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২০১৭ সালের সেপ্টেম্বরে আমরা এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাই। অভিভাবকরাও স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে নির্দিষ্ট কারও নাম ছিল না। গোটা বিষয়টি স্কুলের তরফে বিশদে তদন্ত করা হয়েছে। যে দিন শিশুকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ, সেদিনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওই বাচ্চার গতিবিধিও আমরা খতিয়ে দেখেছি। অভিভাবকদেরও সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছিল। এই ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্কুলের একাধিক শিক্ষক ও কর্মীর সঙ্গে পুলিশ কথা বলেছে। স্কুলের অভ্যন্তরীণ তদন্তে এবং পুলিশি তদন্তে শিশুকে যৌন নির্যাতনের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
শিশুটির অভিভাবকদের দাবি, ছবি দেখে ২ জন অভিযুক্তকে চিহ্নিত করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে, এমপি বিড়লা স্কুলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, স্কুলের অভ্যন্তরীণ তদন্তে এবং পুলিশি তদন্তে শিশুকে যৌন নির্যাতনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এরইমধ্যে অভিভাবকরা শিশুটিকে স্কুল থেকে সরিয়ে নিয়ে যায়।
এম পি বিড়লা স্কুলের তরফে আরও জানানো হয়েছে, আমরা এটা স্পষ্ট করে দিতে চাই যে, শিশু যখন আমাদের কাছে থাকবে, তখন তাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের অগ্রাধিকারের মধ্যেই পড়ে।