কলকাতা: বাইপাস লাগোয়া সরকারি কোয়ারেন্টিন সেন্টারে অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ আবাসিকদের। সম্প্রতি রাজ্যের একাধিক কোয়ারেন্টিন সেন্টার নিয়ে নানাবিধ অভিযোগ সংবাদ শিরোনামে এসেছে। পরিযায়ী শ্রমিকদের একাংশের সরকারি কোয়ারেন্টিন সেন্টার নিয়ে  খাবার না পাওয়া, জল না পাওয়া, অপরিচ্ছন্নতা সহ আরও একাধিক অভিযোগ রয়েছে। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। বাম-বিজেপি-কংগ্রেস সবপক্ষই শাসকের ‘অপদার্থতা’-কে সামনে রেখে রাস্তায়ও নেমেছে। তবে এবার অব্যবস্থার অভিযোগ তুলে রাস্তায় বিক্ষোভ দেখালেন কোভিড আক্রান্তরাই।


বাইপাস লাগোয়া কোয়ারেন্টিন সেন্টারে এমন অনেক আবাসিকই রয়েছেন, যাদের মৃদু করোনা উপসর্গ রয়েছে আবার অনেকে উপসর্গহীনও। বৃহস্পতিবার সেই কোয়ারেন্টিন সেন্টার থেকে বেরিয়ে অবরোধে সামিল হলেন আবাসিকরা। তাঁদের অভিযোগ, কোয়ারেন্টিন সেন্টারে যথাযোগ্যভাবে পরিশুদ্ধকরণ হচ্ছে না। তাছাড়াও পানীয় জলের অভাব রয়েছে। সঠিক সময়ে খাবার না পাওয়ারও অভিযোগ রয়েছে অনেকের। এই অবস্থায় বিক্ষোভ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে প্রশাসন।


সূত্রের খবর অনুযায়ী স্বাস্থ্য দফতরের আধিকারিক সহ পুরকর্মীরা আবাসিকদের সঙ্গে কথাবার্তা বলে সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাচ্ছেন। পুরসভা থেকে পর্যাপ্ত জলের বন্দোবস্ত করা হচ্ছে বলেও খবর।