কলকাতা: বেতন বৃদ্ধির প্রতিবাদে পার্ক স্ট্রিটে জিউইশ গার্লস স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অভিযোগ, নোটিস না দিয়েই ফি বৃদ্ধি করেছে স্কুল কর্তৃপক্ষ। এনিয়ে বিভিন্ন দফতরে চিঠি দিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।

আজ সকালে স্কুল পরিচালন কমিটির সম্পাদকের গাড়ি আটকে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এর জেরে সকালের ব্যস্ত সময়ে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পার্ক স্ট্রিট। ব্যাহত হয় যান চলাচল।

পাশাপাশি,  নিউটাউনের মৈত্রীনগরের বোধিচারিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলেও ফি বৃদ্ধির প্রতিবাদে ফের বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সেশন ফি, অ্যাডমিশন ফি দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার অভিযোগ করছেন অভিভাবকরা। এর আগে ২৭ মার্চ, একই ইস্যুতে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের দাবি, সেইসময় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু তারপরেও সমস্যার সমাধান না হওয়ায় আজ ফের স্কুলের সামনে বিক্ষোভ সামিল হন অভিভাবকরা।