সন্দীপ সরকার, কলকাতা: আজ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কিংবদন্তী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে পালিত হচ্ছে ‘ডক্টরস ডে’। আর এদিনই বিভিন্ন দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজে জরুরি বিভাগের পাশে তাঁবু খাটিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করলেন পিজিটি, ইন্টার্ন ও হাউসস্টাফরা। তাঁদের দাবি, মেডিক্যাল কলেজে শুধু করোনা আক্রান্তদের চিকিৎসা করলেই হবে না, অন্য রোগেরও চিকিৎসা শুরু করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, মেডিক্যাল কলেজে শুধু করোনা আক্রান্তদেরই ভর্তি করা হচ্ছে। তাঁদের দাবি, সব বিভাগে রোগী ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। আউটডোরও আগের মতোই চালু করতে হবে। তাঁদের অন্য হাসপাতালে রোগীদের রেফার করার নির্দেশ দেওয়া হচ্ছে। এর ফলে অন্য হাসপাতালগুলির উপর চাপ বাড়ছে।

জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের বিষয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া, ‘স্বাস্থ্য দফতরকে বিষয়টি জানানো হয়েছে।’