শোভাযাত্রায় অংশ নেবে রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের বিচারে ৩৭টি সেরা পুজোর প্রতিমা। বৃহস্পতিবার পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার ও পুলিশের পদস্থ কর্তারা। পুজো কমিটিগুলির জন্য জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, দুপুর আড়াইটের মধ্যে প্রতিমা নিয়ে আসতে হবে ইডেন সংলগ্ন বঙ্গবাসী মাঠে। সেখানে আসার জন্য পুজো কমিটিগুলিকে পথ নির্দেশিকা দেবেন সংশ্লিষ্ট থানার ওসি এবং ট্রাফিক গার্ডের ওসি। কমিটি পিছু সর্বাধিক ১০০ জন অংশ নিতে পারবেন শোভাযাত্রায়।
অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হলে, বসতে হবে গ্যালারিতে। ছোট পুজোর ক্ষেত্রে ৩টি এবং বড় পুজোগুলির ক্ষেত্রে সর্বাধিক ৫টি গাড়ি ব্যবহার করা যাবে। নিজেদের পরিচয় ও পুজোর থিম বর্ণনার জন্য প্রতিটি পুজো কমিটিকে ২-৩ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক ঝলকে শোভাযাত্রার প্রস্তুতি--
- অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- বিকেল ৫টা থেকে শুরু হবে শোভাযাত্রা। চলবে রাত ৮টা পর্যন্ত।
- ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শেষ হবে ইডেন গার্ডেন্সের সামনে।
- শোভাযাত্রায় অংশ নেবে রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের বিচারে ৩৭টি সেরা পুজোর প্রতিমা।
- দুপুর আড়াইটের মধ্যে প্রতিমা নিয়ে আসতে হবে ইডেন সংলগ্ন বঙ্গবাসী মাঠে।
- কমিটি পিছু সর্বাধিক ১০০ জন অংশ নিতে পারবেন শোভাযাত্রায়।
- ছোট পুজোর ক্ষেত্রে ৩টি এবং বড় পুজোগুলির ক্ষেত্রে সর্বাধিক ৫টি গাড়ি ব্যবহার করা যাবে।
- নিজেদের পরিচয় ও পুজোর থিম বর্ণনার জন্য প্রতিটি পুজো কমিটিকে ২-৩ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে।
- দর্শকদের সুবিধার্থে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।
- থাকছে ভিআইপি ও ভিভিআইপিদের বসার ব্যবস্থা।
- মোতায়েন করা হবে ২ হাজার পুলিশকর্মী।
- থাকবেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার ১৫ জন অফিসার। থাকবেন জয়েন্ট সিপিরা।
- বসানো হয়েছে ১২টি ওয়াচ টাওয়ার।
- সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি।
বিকেল ৫টা থেকে শুরু হবে শোভাযাত্রা। চলবে রাত ৮টা পর্যন্ত। ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শেষ হবে ইডেন গার্ডেন্সের সামনে। পুজোর শোভাযাত্রা উপলক্ষ্যে যান চলাচলেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। পুলিশ সূত্রে খবর, শোভাযাত্রা চলাকালীন রেড রোড এবং বাবুঘাট সংলগ্ন কিংস ওয়েতে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হবে।
দর্শকরা যাতে ভাল ভাবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে পারেন তার জন্য রেড রোডে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। থাকছে ভিআইপি ও ভিভিআইপিদের বসার ব্যবস্থা।
এদিকে, শোভাযাত্রাকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তার বেষ্টনী। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রেড রোড এবং সংলগ্ন রাস্তায় মোতায়েন করা হবে ২ হাজার পুলিশকর্মী। থাকবেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার ১৫ জন অফিসার। থাকবেন জয়েন্ট সিপিরা। ভিড় নিয়ন্ত্রণে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। বসানো হয়েছে ১২টি ওয়াচ টাওয়ার। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাড়ির পুজোর নিরঞ্জন। বৃহস্পতি ও শুক্রবার বিসর্জন শহরের বড় পুজোগুলির। বিসর্জন দেখতে বিকেল থেকে ভিড় গঙ্গার ঘাটগুলিতেও। বিসর্জন নির্বিঘ্ন করতে গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তা। দূষণের কথা মাথায় রেখে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে তত্পর কলকাতা পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ। বিসর্জনের সঙ্গে সঙ্গে তুলে ফেলা হচ্ছে কাঠামো, ফুল ও পুজোর অন্যান্য জিনিসপত্র।