কলকাতা: খিদিরপুরের হোটেল থেকে সিআইডির জালে অস্ত্রপাচারকারী চক্রের মূল পান্ডা ও তার সঙ্গীরা। উদ্ধার হয়েছে কার্তুজ। বিহারের মুঙ্গের থেকে আনা হত অস্ত্র। দাবি সিআইডির।
শহরের বুকে বড়সড় অস্ত্রের কারবার চক্রের হদিশ! সিআইডির জালে চক্রের এক পান্ডা-সহ ৩। খিদিরপুরে ফ্যান্সি মার্কেটের উল্টোদিকের এক হোটেল থেকে তিনজনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতরা হল -- জামিরুল হাসান ওরফে ভিকি, মহম্মদ তারিক ও মহম্মদ সাব্বির।
সিআইডি সূত্রে খবর, অস্ত্রপাচারের এই চক্রের কিংপিন জামিরুল হাসান ওরফে ভিকি। জামিরুলের কুরিয়র হিসেবে কাজ করত মহম্মদ তারিক ও মহম্মদ সাব্বির।
গোপনসূত্রে খবর পেয়ে, মঙ্গলবার বিকেলে হোটেল থেকে এদেরকে গ্রেফতার করে সিআইডি। উদ্ধার হয় ৬৯ রাউন্ড কার্তুজ।সিআইডি সূত্রে দাবি, বিহারের মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে এসে এ রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাচার করত এই চক্র।
কলকাতা থেকে মালদার কালিয়াচক, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ সহ বিভিন্ন এলাকায় চলে যেত মুঙ্গেরের অস্ত্র। বুধবার ৩ জনকে শিয়ালদা আদালতে তোলা হলে তাদের ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের জেরা করে অস্ত্র কারখানার ব্যাপারে তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন সিআইডি কর্তারা।
শহরে অস্ত্র কারবার চক্রের হদিশ, খিদিরপুর থেকে ধৃত মূল পান্ডা সহ ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Mar 2017 11:30 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -