কলকাতা: দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজা থেকে সেনাবাহিনীর গাড়ি এবং সেনাকর্মীরা সরে গেলেও, এখনও পর্যন্ত নবান্নেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে বলেছেন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, বর্ধমানেও সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশকে সেনা মোতায়েনের খবর জানানো হয়েছে বলে যে দাবি করেছে ইস্টার্ন কম্যান্ড, সেই দাবিও খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, সেনাবাহিনীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়।


এর আগে সেনা মোতায়েন করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাত দশটায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি চলছে. সেনা যতক্ষণ না যাবে, ততক্ষণ আমি নবান্নে থাকব।’

সেনার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘কেন পণ্যবাহী গাড়ির কাছ থেকে সেনা টাকা নিচ্ছে? রাজ্য কেন জানতে পারছে না? শুধু বাংলায় এ ধরণের ঘটনা ঘটছে কেন? অন্য রাজ্যে তো এই ঘটনা ঘটছে না। পুলিশ কমিশনার বললেও সেনা সরছে না। কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, হুগলিতে সেনা নেমেছে। আমি মানুষের পক্ষে। জনগণের পাহারাদার হিসেবে সচিবালয়ে থাকব।’