কলকাতা: অবশেষে মিলল স্বস্তি। ঝড়ো হাওয়ার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি। বীরভূমে শিলাবৃষ্টি।
স্বস্তির ধারায় স্নিগ্ধ শহর। জেলায় জেলায় ঝড়ো হাওয়া। একাধিক জায়গায় শিলাবৃষ্টি।
শনিবার সকাল থেকেই ছিল ঝাঁ ঝাঁ রোদ্দুর। গরমে হাঁসফাঁস অবস্থা হয় শহরবাসীর। বিকেল হতেই বদলাতে থাকে ছবিটা। আকাশে শুরু হয় মেঘেদের আনাগোনা। অবশেষে রাতে নেমে আসে স্বস্তির ধারা।
শুধু শহর নয়, বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
ঝড়ের পর শিলাবৃষ্টি হয় বীরভূমের বিভিন্ন জায়গায়। স্বস্তির বৃষ্টি ভিজিয়ে দেয় বর্ধমান শহরকে। রাত ৯টা নাগাদ ঝড়ো হাওয়া বইতে শুরু করে হাওড়ায়। বিক্ষিপ্ত বৃষ্টি হয় জেলার বিভিন্ন জায়গায়। বারাসত, নৈহাটি, হালিশহর, মধ্যমগ্রাম-সহ জেলার নানা জায়গায় বৃষ্টি হয়।
সোনারপুর-সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি। পাশাপাশি, নদিয়া, মুর্শিদাবাদেও বৃষ্টি হয়েছে। ঝড়ে গাছ উপড়ে একাধিক জায়গা দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে।
স্বস্তির বৃষ্টিতে স্নিগ্ধ শহর, বিভিন্ন জেলায় ঝড়, বীরভূমে শিলাবৃষ্টি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2016 10:54 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -