তরুণীকে ‘হেনস্থা’ অটোচালকের, ‘মারধর’, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ
ABP Ananda, web desk
Updated at:
13 May 2017 11:46 AM (IST)
কলকাতা: বাগুইআটির চিনার পার্কে অটো দৌরাত্ম্যের শিকার তরুণী। তরুণীকে মারধরের অভিযোগে গ্রেফতার অটোচালক। পাল্টা অটোচালককে মারধরের অভিযোগে গ্রেফতার তরুণীর সঙ্গী। অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। শুক্রবার সন্ধেয় চিনার পার্কের কাছে ভিআইপি-সিটি সেন্টার টু রুটের একটি অটোর সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির। অভিযোগ, এরপরই গাড়ির দুই সওয়ারিকে হুমকি দেন অটোচালক সিকন্দর সাউ। প্রতিবাদ করায় গাড়ির তরুণী যাত্রীকে সপাটে চড় মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। তরুণীর সঙ্গীকেও মারধর করা হয় বলে অভিযোগ। গাড়ির সওয়ারিদের অভিযোগ, বাগুইআটি থানায় গেলে পুলিশ উল্টে তাঁদেরকেই হেনস্থা করে। অভিযোগ অস্বীকার পুলিশের। চাপের মুখে তদন্তে এসিপি পদমর্যাদার অফিসার।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -