কলকাতা: বর্ষবরণের রাতে শকুন্তলা পার্কের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল । মৃতের নাম অপু মল্লিক, তাঁর বয়স বছর ৩৫। মদ্যপ অবস্থায় ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রী থানা এলাকার পরুই দাস পাড়া রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল নতুন বছর উদযাপন করতে এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন অপু মল্লিক নামে ওই যুবক। পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের রাতে একতলা বাড়ির ছাদে মদ্যপ অবস্থায় হৈ-হুল্লোড় করছিলেন অপু সহ কয়েকজন বন্ধু। সে সময় অসুস্থ বোধ করায়, ছাদের কিনারায় চলে আসেন অপু। তখনই আচমকা বেসামাল হয়ে তিনি ছাদ থেকে পড়ে যান।

নীচে পড়ে গিয়ে অপুর মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের সঙ্গীদের সঙ্গে হাসপাতাল কর্মীদের বচসা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।

নিউ ইয়ার্স ইভের পার্টিতে দুর্ঘটনা নতুন কিছু নয়। অসাবধানতার জেরে অনেকে আহত হন, মারাও যান কেউ কেউ। তবে এই বর্ষবরণের আনন্দের মধ্যেই আতঙ্ক বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন। এ নিয়ে উদ্বেগের মধ্যেই ২০২০ শেষের আনন্দে মাতেন মানুষ। তবে দেখা যায়নি দিল্লি ও মুম্বইয়ের নিউ ইয়ার্স ইভের হইহুল্লোড়ের চেনা ছবি। করোনা সংক্রমণ ঠেকাতে দুই শহরেই জারি ছিল নাইট কার্ফু। মানুষ নতুন বছর উদযাপন করেছেন ঠিকই কিন্তু ঘরে বসে। এরই মধ্যে

একুশের সকালে বারাণসীর আসি ঘাটে হল গঙ্গার আরতি। তবে করোনা আবহে এবার ফাঁকাই ছিল ঘাট।  বছরের প্রথম দিন আবার ভিড় জমেছে তারাপীঠে।

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকলের জন্য সুস্বাস্থ্য, আনন্দ ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।