কলকাতা: প্লাবিত একাধিক জেলা। বিঘের পর বিঘে সব্জির ক্ষেত জলের নীচে। আর তার জেরে কলকাতায় তরি-তরকারি অগ্নিমূল্য। সরাসরি আঁচ লাগছে ক্রেতাদের পকেটে!
গত কয়েকদিনে সব্জির দাম যে কী হারে বেড়েছে, তা আরও পরিষ্কার বোঝা যাবে গড়িয়াহাট বাজার ও লেক মার্কেটের সবজির দরের দিকে চোখ রাখলেই। প্রায় সব সব্জির দামই দ্বিগুণ বে গিয়েছে!
সপ্তাহখানেক আগে যে কাঁচালঙ্কার দাম ছিল ৪০-৫০ টাকার মধ্যে, সেটাই বৃহস্পতিবার ঘোরাফেরা করছে ৮০-১০০ টাকার মধ্যে। ঝিঙের দাম ছিল ছিল ২০-২৫ টাকার মধ্যে। সেটাই এখন বেড়ে হয়েছে ৫০টাকা।
সপ্তাহখানেক আগে ঢ্যাঁড়শের দাম ছিল ২০-২৫ টাকার মধ্যে। সেই ঢ্যাঁড়শই বৃহস্পতিবার বিকিয়েছে ৩০-৪০ টাকা কেজি দরে। যে পটলের কেজি ছিল ২০-২৫ টাকা, দুর্যোগের জেরে সেটাই এখন হয়েছে ৩৫-৪০ টাকা।
এক লাফে অনেকটাই বেড়েছে চিচিঙ্গার দাম। ২৫ টাকা থেকে বেড়ে দাম ঘোরাফেরা করছে ৪০-৫০ টাকা। বেগুনের দাম এখন কেজিপ্রতি ৪০-৫০ টাকা। যদিও ক’দিন আগেও বেগুনের দাম ছিল ৩০-৪০ টাকার মধ্যে।
২০ টাকার পেঁপে এখন বেড়ে হয়েছে ২৫-৩০ টাকা। চোখ রাঙাচ্ছে টোম্যাটোও। এখন কেজিপ্রতি দাম ১০০ টাকায়।
বিক্রেতাদের দাবি, জেলায় জেলায় প্লাবনের জেরে বহু ফসল নষ্ট হয়ে গিয়েছে। ফলে সবজির আমদানি কমেছে। তাই দরও আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত ক্রেতারা। নাগাড়ে বৃষ্টি এবং প্লাবনের জেরে সবজির দাম যেভাবে বাড়ছে, তাতে রীতিমতো ঘাম ছুটছে তাঁদের।
বর্ষায় নষ্ট হচ্ছে মাঠের সব্জি। শীতের সব্জি লাগানো হবে বর্ষার পর। কিন্তু ততদিন কী হবে? সেকথা ভেবেই এখন ঘুম উড়েছে শহরবাসীর।
বর্ষায় আগুন সব্জির বাজার, আনাজ-পাতির আকাশছোঁয়া দাম, নাভিশ্বাস মধ্যবিত্ত ক্রেতাদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2017 09:46 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -