কলকাতা: সিভিক ভলান্টিয়ারকে অপহরণের অভিযোগ। ফিল্মি কায়দায় রাস্তা রুখে অভিযুক্তকে ধরলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বৃহস্পতিবার সকালে ১০টান নাগাদ ঘটনার সূত্রপাত সল্টলেকের সুকান্তনগরে। সিভিক ভলান্টিয়ারের দাবি, সিগন্যাল ভাঙায় এক অ্যাপ নির্ভর ক্যাব চালককে আটকান তিনি। সেই গাড়িতে উঠে সামনে থাকা পুলিশকর্মীদের কাছে যেতে বলেন চালককে। তাঁর দাবি, ওঠার পরই গাড়ি না থামিয়ে অন্য রুট দিয়ে যেতে শুরু করে। মারধর করে অপহরণ করা হয় তাঁকে।
সিভিক ভলান্টিয়ারের অভিযোগ, ওয়াকিটকিতে অপহরণের খবর দিলেও পুলিশ আসেনি। মা উড়ালপুলে পৌঁছে তিনি চিৎকার শুরু করেন। ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়। অপহরণকারীর পথ আটকে দাঁড়ায় কনভয়ের গাড়ি।
সিভিক ভলান্টিয়ারের চিৎকার শুনে ক্যাবটি ধাওয়া করেন খাদ্যমন্ত্রী। মা উড়ালপুলে ক্যাব চালককে পাকড়াও করা হয়।
বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গ্রেফতার করেছে আফসার হোসেন নামা এন্টালির বাসিন্দা ওই ক্যাব চালককে।
সিভিক ভলান্টিয়ারকে ‘অপহরণ’, ধাওয়া করে রুখলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2017 07:44 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -